ETV Bharat / bharat

অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করালেন নীতিন গড়করি - নীতিন গড়করি

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 27 জুন বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসা দিবস উপলক্ষ্যে একটি সম্মেলনে স্বনির্ভর অর্থনীতি গড়তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদানের কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ৷

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
author img

By

Published : Jun 29, 2021, 11:56 AM IST

Updated : Jun 29, 2021, 12:49 PM IST

নয়াদিল্লি, 29 জুন : বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসা দিবসে (International MSME Day) মোদি সরকারের আত্মনির্ভর ভারত-এর কথা মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রী (MSME and Road Transport and Highways) নীতিন গড়করি ৷ 27 জুন বিশ্বজুড়ে এই দিবস পালিত হয় ৷

দেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, চামড়া আর আদিবাসী শিল্পগুলির উপর বিশেষ নজর দিতে হবে ৷ পাশাপাশি কোনও কিছুর মানের উন্নতিতে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা আর প্রযুক্তির ব্যবহারও সমান দরকারি ৷ এতে উৎপাদিত বস্তুর মানোন্নয়ন হলে তা শিল্পের উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷ একটি ভার্চুয়াল সম্মেলনে দেশের আত্মনির্ভর হওয়া প্রসঙ্গে মন্ত্রী গড়করি একথা জানান ৷

বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসা দিবস উপলক্ষ্যে ‘উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল উইথ কমন সার্ভিস সেন্টার’ (Udyam Registration Portal with Common Service Centre)-র উদ্বোধন করেন তিনি ৷ এই পোর্টালের মাধ্যমে এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে সরকারের বিভিন্ন স্কিমের সুবিধার কথা আরও বেশি করে জানতে পারবেন জনসাধারণ ৷ এমএসএমই এবং প্রাণীসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপচন্দ্র সারঙ্গি জানান, এমএসএমই-র উন্নতি, উৎপাদনগত প্রতিযোগিতার বিস্তারের জন্য এমএসএমই মন্ত্রক বিভিন্ন স্কিম, পদক্ষেপ করছে ৷

আরও পড়ুন : করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য 1.1 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

এই সম্মেলনের একটি আলোচনাসভায় নেতৃত্ব দেন এমএসএমই সচিব এবং অতিরিক্ত সচিব ও উন্নয়ন কমিশনার (এমএসএমই) ৷ তাঁরা দেশজ সামগ্রীর রফতানির গুরুত্ব উল্লেখ করে মুক্ত বাণিজ্য (Free Trade Agreement, FTA) ব্যবহারের বিষয়ে জানান ৷ 2025-এর মধ্যে দেশকে 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পৌঁছাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে এই বাণিজ্যের সুবিধের উপর জোর দিতে হবে ৷

আলোচনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে অনলাইন ব্যবসা বা ই-কমার্সের সদর্থক ভূমিকার কথাও বিশেষ ভাবে উল্লেখ করা হয় ৷ অনলাইন ব্যবসায় রাজস্ব বৃদ্ধি ও তার বিস্তার ঘটেছে, উৎপাদিত সামগ্রী আরও বেশি সংখ্যক বাজারে পৌঁছেছে, নতুন বাজারের সন্ধান মিলেছে, ব্যবসায় কেনা-বেচা সংক্রান্ত খরচে সাশ্রয় বেড়েছে, আগের থেকে বেশি ক্রেতার কাছে পৌঁছেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ৷

আত্মনির্ভর ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গুরুত্ব তুলে ধরা হয়, সংস্থাগুলিকে আশ্বস্ত করা হয় সরকার সবদিক থেকে এই ব্যবসাকে স্বনির্ভর করতে পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয় ৷

নয়াদিল্লি, 29 জুন : বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসা দিবসে (International MSME Day) মোদি সরকারের আত্মনির্ভর ভারত-এর কথা মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রী (MSME and Road Transport and Highways) নীতিন গড়করি ৷ 27 জুন বিশ্বজুড়ে এই দিবস পালিত হয় ৷

দেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, চামড়া আর আদিবাসী শিল্পগুলির উপর বিশেষ নজর দিতে হবে ৷ পাশাপাশি কোনও কিছুর মানের উন্নতিতে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা আর প্রযুক্তির ব্যবহারও সমান দরকারি ৷ এতে উৎপাদিত বস্তুর মানোন্নয়ন হলে তা শিল্পের উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷ একটি ভার্চুয়াল সম্মেলনে দেশের আত্মনির্ভর হওয়া প্রসঙ্গে মন্ত্রী গড়করি একথা জানান ৷

বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসা দিবস উপলক্ষ্যে ‘উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল উইথ কমন সার্ভিস সেন্টার’ (Udyam Registration Portal with Common Service Centre)-র উদ্বোধন করেন তিনি ৷ এই পোর্টালের মাধ্যমে এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে সরকারের বিভিন্ন স্কিমের সুবিধার কথা আরও বেশি করে জানতে পারবেন জনসাধারণ ৷ এমএসএমই এবং প্রাণীসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপচন্দ্র সারঙ্গি জানান, এমএসএমই-র উন্নতি, উৎপাদনগত প্রতিযোগিতার বিস্তারের জন্য এমএসএমই মন্ত্রক বিভিন্ন স্কিম, পদক্ষেপ করছে ৷

আরও পড়ুন : করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য 1.1 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

এই সম্মেলনের একটি আলোচনাসভায় নেতৃত্ব দেন এমএসএমই সচিব এবং অতিরিক্ত সচিব ও উন্নয়ন কমিশনার (এমএসএমই) ৷ তাঁরা দেশজ সামগ্রীর রফতানির গুরুত্ব উল্লেখ করে মুক্ত বাণিজ্য (Free Trade Agreement, FTA) ব্যবহারের বিষয়ে জানান ৷ 2025-এর মধ্যে দেশকে 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পৌঁছাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে এই বাণিজ্যের সুবিধের উপর জোর দিতে হবে ৷

আলোচনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে অনলাইন ব্যবসা বা ই-কমার্সের সদর্থক ভূমিকার কথাও বিশেষ ভাবে উল্লেখ করা হয় ৷ অনলাইন ব্যবসায় রাজস্ব বৃদ্ধি ও তার বিস্তার ঘটেছে, উৎপাদিত সামগ্রী আরও বেশি সংখ্যক বাজারে পৌঁছেছে, নতুন বাজারের সন্ধান মিলেছে, ব্যবসায় কেনা-বেচা সংক্রান্ত খরচে সাশ্রয় বেড়েছে, আগের থেকে বেশি ক্রেতার কাছে পৌঁছেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ৷

আত্মনির্ভর ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গুরুত্ব তুলে ধরা হয়, সংস্থাগুলিকে আশ্বস্ত করা হয় সরকার সবদিক থেকে এই ব্যবসাকে স্বনির্ভর করতে পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয় ৷

Last Updated : Jun 29, 2021, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.