ETV Bharat / bharat

G20 Summit in Delhi: বিদেশী প্রতিনিধিদের নিরাপত্তায় কমান্ডোদের হাতে থাকবে ট্যাভর এক্স-95 - জি20 শীর্ষ সম্মেলন

জি20 শীর্ষ সম্মেলনের সময় প্রগতি ময়দানে কমপক্ষে এক হাজার 300 বিশেষভাবে প্রশিক্ষিত কর্মী নিয়োজিত থাকবে। সূত্রের খবর, আমেরিকা থেকে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ইতোমধ্যেই রাজধানীতে এসেছেন। প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারতের প্রতিনিধি গৌতম দেবরয় ৷

Etv Bharat
G20 Summit in Delhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 10:56 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: রাজধানী দিল্লিতে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে জি20 শীর্ষ সম্মেলনের জন্য ভিভিআইপি এবং প্রতিনিধিদের ইজরায়েলের তৈরি ট্যাভর এক্স-95 দিয়ে উচ্চ প্রশিক্ষিত নিরাপত্তারক্ষীরা পাহারা দেবেন ৷ নিরাপত্তা সংস্থা সূত্রে বুধবার জানানো হয়েছে, দিল্লির বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন হোটেলের আশেপাশের অঞ্চলে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভিভিআইপি এবং বিশিষ্ট ব্যক্তিরা লুটিয়েন্স দিল্লির বিভিন্ন যে অভিজাত হোটেলে থাকবেন সম্মেলন চলাকালীন সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে খবর ৷

কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, ভিভিআইপিদের হোটেলগুলির চারপাশে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে ৷ একই সঙ্গে, এক হাজার নিরাপত্তা কর্মীদের একটি বিশেষ সুরক্ষা দলকে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ভিভিআইপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ওই আধিকারিক বলেন, “এই সমস্ত বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের তাদের মোতায়েনের সময় তিনটি ক্যালিবার অস্ত্র, ট্যাভর এক্স-95 থাকবে ৷ মাওবাদী এবং অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার ছাড়াও, এই অস্ত্রগুলি বিশেষ ক্ষেত্রেও ব্যবহার করা হয় ৷” এই অস্ত্রগুলির আরেকটি বিশেষত্ব হল এগুলি অ্যাসল্ট রাইফেল কারবাইন বা সাব-মেশিনগান হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

এক কর্মকর্তা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এই অস্ত্র ব্যবহার করা হয়। আদতে, সিআরপিএফ-এর কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন) দল নকশালদের বিরুদ্ধে এই তিনটি ক্যালিবার বন্দুক ব্যবহার করে বলেও জানা গিয়েছে। শীর্ষ সম্মেলনের সময় প্রগতি ময়দানে কমপক্ষে এক হাজার 300 জন বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। সূত্রের খবর, আমেরিকা থেকে সিক্রেট সার্ভিসের কর্তারাও ইতিমধ্যে দিল্লিতে এসেছেন।

অন্য একজন আধিকারিকের দাবি, বিদেশী প্রতিনিধিদের পাহারা এবং নিরাপত্তা দেওয়ার জন্য সাদা পোশাকেও নিরাপত্তা কর্মী নিযুক্ত করা হয়েছে ৷ তাদের সঙ্গে মূলত গ্লক পিস্তল থাকবে ৷ ওই আধিকারিক জানিয়েছেন, বিদেশী প্রতিনিধিদের পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থার দ্বিতীয় স্তরটি থাকবে বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীরা। বাহিনীতে এক হাজার কমান্ডো থাকবে যারা সিআরপিএফ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছে। তারাই মূলত ট্যাভর এক্স-95 নিয়ে মোতায়েন থাকবে ৷ নিরাপত্তা ব্যবস্থার তৃতীয় স্তরে রয়েছে এমপি-5 কার্বাইন নিয়ে দিল্লি পুলিশের কর্মীরা ৷ বিদেশি প্রতিনিধিদের পাহারা দেওয়ার জন্য প্রায় চার হাজার 500 দিল্লি পুলিশের কর্মীকে নিযুক্ত করা হয়েছে বলেও খবর।

আরও পড়ুন: ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনাক

ন্যাশনাল সিকিউরিটি গার্ডস (এনএসজি)-সহ প্রায় সমস্ত আধাসামরিক বাহিনী গত কয়েকদিন ধরে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থার মক ড্রিল করছে। এনএসজি বিদেশী প্রতিনিধিদের সুরক্ষা দিতে কে-9 স্কোয়াডের সহায়তাও নিচ্ছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: রাজধানী দিল্লিতে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে জি20 শীর্ষ সম্মেলনের জন্য ভিভিআইপি এবং প্রতিনিধিদের ইজরায়েলের তৈরি ট্যাভর এক্স-95 দিয়ে উচ্চ প্রশিক্ষিত নিরাপত্তারক্ষীরা পাহারা দেবেন ৷ নিরাপত্তা সংস্থা সূত্রে বুধবার জানানো হয়েছে, দিল্লির বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন হোটেলের আশেপাশের অঞ্চলে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভিভিআইপি এবং বিশিষ্ট ব্যক্তিরা লুটিয়েন্স দিল্লির বিভিন্ন যে অভিজাত হোটেলে থাকবেন সম্মেলন চলাকালীন সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে খবর ৷

কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, ভিভিআইপিদের হোটেলগুলির চারপাশে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে ৷ একই সঙ্গে, এক হাজার নিরাপত্তা কর্মীদের একটি বিশেষ সুরক্ষা দলকে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ভিভিআইপি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ওই আধিকারিক বলেন, “এই সমস্ত বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের তাদের মোতায়েনের সময় তিনটি ক্যালিবার অস্ত্র, ট্যাভর এক্স-95 থাকবে ৷ মাওবাদী এবং অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার ছাড়াও, এই অস্ত্রগুলি বিশেষ ক্ষেত্রেও ব্যবহার করা হয় ৷” এই অস্ত্রগুলির আরেকটি বিশেষত্ব হল এগুলি অ্যাসল্ট রাইফেল কারবাইন বা সাব-মেশিনগান হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

এক কর্মকর্তা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এই অস্ত্র ব্যবহার করা হয়। আদতে, সিআরপিএফ-এর কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন) দল নকশালদের বিরুদ্ধে এই তিনটি ক্যালিবার বন্দুক ব্যবহার করে বলেও জানা গিয়েছে। শীর্ষ সম্মেলনের সময় প্রগতি ময়দানে কমপক্ষে এক হাজার 300 জন বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে। সূত্রের খবর, আমেরিকা থেকে সিক্রেট সার্ভিসের কর্তারাও ইতিমধ্যে দিল্লিতে এসেছেন।

অন্য একজন আধিকারিকের দাবি, বিদেশী প্রতিনিধিদের পাহারা এবং নিরাপত্তা দেওয়ার জন্য সাদা পোশাকেও নিরাপত্তা কর্মী নিযুক্ত করা হয়েছে ৷ তাদের সঙ্গে মূলত গ্লক পিস্তল থাকবে ৷ ওই আধিকারিক জানিয়েছেন, বিদেশী প্রতিনিধিদের পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থার দ্বিতীয় স্তরটি থাকবে বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীরা। বাহিনীতে এক হাজার কমান্ডো থাকবে যারা সিআরপিএফ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছে। তারাই মূলত ট্যাভর এক্স-95 নিয়ে মোতায়েন থাকবে ৷ নিরাপত্তা ব্যবস্থার তৃতীয় স্তরে রয়েছে এমপি-5 কার্বাইন নিয়ে দিল্লি পুলিশের কর্মীরা ৷ বিদেশি প্রতিনিধিদের পাহারা দেওয়ার জন্য প্রায় চার হাজার 500 দিল্লি পুলিশের কর্মীকে নিযুক্ত করা হয়েছে বলেও খবর।

আরও পড়ুন: ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনাক

ন্যাশনাল সিকিউরিটি গার্ডস (এনএসজি)-সহ প্রায় সমস্ত আধাসামরিক বাহিনী গত কয়েকদিন ধরে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থার মক ড্রিল করছে। এনএসজি বিদেশী প্রতিনিধিদের সুরক্ষা দিতে কে-9 স্কোয়াডের সহায়তাও নিচ্ছে বলে জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.