ETV Bharat / bharat

G20 Summit: মাদার অফ ডেমোক্রেসি প্রদর্শনীতে রাষ্ট্রনেতাদের স্বাগত জানাবে এআই অবতার

AI-generated avatar in G20 Summit: জি20 শীর্ষ সম্মেলনে মাদার অফ ডেমোক্রেসি প্রদর্শনীতে রাষ্ট্রনেতাদের স্বাগত জানাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবতার ৷ এ কথা জানিয়েছে সরকারি সূত্র ৷

G20 Summit
জি20 শীর্ষ সম্মেলন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 6:34 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনে আগত রাষ্ট্রনেতাদের স্বাগত জানাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি 'অবতার' ৷ সরকারি একটি সূত্রের তরফে এ কথা জানা গিয়েছে ৷ সূত্র জানিয়েছে, জি20 উপলক্ষে ভারত মণ্ডপমে আয়োজিত 'মাদার অফ ডেমোক্রেসি'র প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য শীর্ষ নেতাদের স্বাগত জানাবে সেই এআই অবতার ৷

সরকারি সূত্রের দাবি, এই 'মাদার অফ ডেমোক্রেসি' প্রদর্শনীতে 'বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত' ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রদর্শিত হবে ৷ SF প্রদর্শনীতে পাঠ্য বিষয়বস্তু ছাড়াও ইংরেজি, ফরাসি, ম্যান্ডারিন, ইতালীয়, কোরিয়ান ও জাপানি-সহ মোট 16টি ভাষায় উপস্থাপনা থাকবে ৷ ভারতের গণতান্ত্রিক নৈতিকতার ইতিহাস একাধিক কিয়স্কে সাজানো 26টি ইন্টার অ্যাক্টিভ স্ক্রিনের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দেখানো হবে বলে জানিয়েছে সরকারি সূত্র ৷

সূত্র বলেছে, "প্রদর্শনীস্থলে তাঁদের আগমনের পরে রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি এবং অন্যান্য অতিথিদের একটি এআই-উত্পাদিত 'অবতার' স্বাগত জানাবে, যেটি তাঁদের প্রদর্শনীর একটি সংক্ষিপ্ত আভাস প্রদান করবে ৷"

প্রদর্শনী এলাকায় হলের মাঝখানে হরপ্পা কন্যার একটি প্রতিরূপ ভাস্কর্য একটি ঘূর্ণায়মান উন্নত মঞ্চে স্থাপন করা হবে । বস্তুটির প্রকৃত উচ্চতা 10.5 সেন্টিমিটার ৷ তবে প্রতিরূপটি 5 ফুট উচ্চতা এবং 120 কেজি ওজন ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র । স্বাধীনতার পরে ভারতের নির্বাচনী ঐতিহ্যগুলিকে আধুনিক যুগ পর্যন্ত দেখানো হবে ৷ 1951-52 সালের প্রথম সাধারণ নির্বাচন থেকে 2019 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত বর্ণনা থাকবে সেখানে ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন: জি20 সম্মেলনের জন্য দিল্লিতে বন্ধ থাকবে অনলাইন ডেলিভারি

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনে আগত রাষ্ট্রনেতাদের স্বাগত জানাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি 'অবতার' ৷ সরকারি একটি সূত্রের তরফে এ কথা জানা গিয়েছে ৷ সূত্র জানিয়েছে, জি20 উপলক্ষে ভারত মণ্ডপমে আয়োজিত 'মাদার অফ ডেমোক্রেসি'র প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য শীর্ষ নেতাদের স্বাগত জানাবে সেই এআই অবতার ৷

সরকারি সূত্রের দাবি, এই 'মাদার অফ ডেমোক্রেসি' প্রদর্শনীতে 'বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত' ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রদর্শিত হবে ৷ SF প্রদর্শনীতে পাঠ্য বিষয়বস্তু ছাড়াও ইংরেজি, ফরাসি, ম্যান্ডারিন, ইতালীয়, কোরিয়ান ও জাপানি-সহ মোট 16টি ভাষায় উপস্থাপনা থাকবে ৷ ভারতের গণতান্ত্রিক নৈতিকতার ইতিহাস একাধিক কিয়স্কে সাজানো 26টি ইন্টার অ্যাক্টিভ স্ক্রিনের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দেখানো হবে বলে জানিয়েছে সরকারি সূত্র ৷

সূত্র বলেছে, "প্রদর্শনীস্থলে তাঁদের আগমনের পরে রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি এবং অন্যান্য অতিথিদের একটি এআই-উত্পাদিত 'অবতার' স্বাগত জানাবে, যেটি তাঁদের প্রদর্শনীর একটি সংক্ষিপ্ত আভাস প্রদান করবে ৷"

প্রদর্শনী এলাকায় হলের মাঝখানে হরপ্পা কন্যার একটি প্রতিরূপ ভাস্কর্য একটি ঘূর্ণায়মান উন্নত মঞ্চে স্থাপন করা হবে । বস্তুটির প্রকৃত উচ্চতা 10.5 সেন্টিমিটার ৷ তবে প্রতিরূপটি 5 ফুট উচ্চতা এবং 120 কেজি ওজন ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র । স্বাধীনতার পরে ভারতের নির্বাচনী ঐতিহ্যগুলিকে আধুনিক যুগ পর্যন্ত দেখানো হবে ৷ 1951-52 সালের প্রথম সাধারণ নির্বাচন থেকে 2019 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত বর্ণনা থাকবে সেখানে ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন: জি20 সম্মেলনের জন্য দিল্লিতে বন্ধ থাকবে অনলাইন ডেলিভারি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.