ETV Bharat / bharat

New Delhi Railway Station: ভবিষ্যতের নয়াদিল্লি রেল স্টেশনের ডিজাইন প্রকাশ রেলমন্ত্রকের - নয়াদিল্লি রেল স্টেশন

নয়াদিল্লি রেল স্টেশনের ফিউচারিস্টিক ডিজাইন প্রকাশ করল রেলমন্ত্রক (Futuristic Design of New Delhi Railway Station) ৷ যে অত্যাধুনিক ছবি দেখে মিশ্র প্রভাব দিল্লিবাসীদের ৷

Futuristic Design of New Delhi Railway Station Draws Mixed Reactions
Futuristic Design of New Delhi Railway Station Draws Mixed Reactions
author img

By

Published : Sep 3, 2022, 9:52 PM IST

Updated : Sep 3, 2022, 10:08 PM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: নয়াদিল্লি রেল স্টেশনের প্রস্তাবিত নয়া রূপরেখা প্রকাশ করল ভারতীয় রেলমন্ত্রক ৷ একটি সাই-ফাই ফিউচারিস্টিক (Futuristic Design of New Delhi Railway Station) মুভির মাধ্যমে সেই ছবি তুলে ধরা হয়েছে ৷ যে ছবি দেখে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ৷ কেউ কেউ নয়াদিল্লি রেল স্টেশনের নয়া রূপের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ আবার অনেকে প্রশ্ন তুলেছেন, দিল্লির আবহাওয়ার জন্য নতুন এই রেল স্টেশন কতটা নিরাপদ ৷

তবে, রেলমন্ত্রকের তরফে নয়াদিল্লি স্টেশনের নতুন এই ছবির সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ৷ মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, ‘‘নতুন একটি যুগের সূচনা ৷ নয়াদিল্লি রেল স্টেশনের সংস্কারে প্রস্তাবিত নতুন রূপ ৷’’ সেই সঙ্গে ছবিও পোস্ট করা হয় ৷ নয়াদিল্লি রেল স্টেশনের প্রস্তাবিত ছবিটি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও (Railways Minister Ashwini Vaishnaw) শেয়ার করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘অমৃতকালের রেল স্টেশন’’ ৷ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করার কয়েক মুহূর্তের মধ্যেই কয়েক হাজার লাইক ও শেয়ার হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ‘স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন’ কর্মসূচি, হাওড়ায় ‘নেতাজি এক্সপ্রেস’এর ফ্ল্যাগ অফ

একটি ছবিতে দেখা যাচ্ছে, নয়াদিল্লি স্টেশনের একটি অংশ গম্বুজের আকারের ৷ যা কাঁচে মোরা ৷ আর স্টেশনে প্রবেশের ক্ষেত্রে দোতলায় রাস্তা ৷ সেই সঙ্গে কাঁচে ঘেরা ফুট ওভার ব্রিজ ৷ আর একদম নিচে রেল স্টেশন ৷ আর যাত্রীরা স্টেশনের যে অংশে গাড়িতে নামবেন, সেটি মাটি থেকে অনেকটা উপরে ৷ কেউ এই নতুন রূপের প্রশংসা করেছেন ৷ তো কেউ আবার বাজে খরচ বলে সরকারের সমালোচনাও করেছেন ৷ যেমন এর সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘‘গণপরিবহণের নতুন যুগ এবং আধুনিক পরিকাঠামোর উদাহরণ ৷’’ আবার একজন লিখেছেন, ‘‘সরকার টাকার অপচয় বন্ধ করুক ৷’’ ভালো-মন্দ মিলিয়ে মিশিয়ে একাধিক প্রতিক্রিয়া নয়াদিল্লি রেল স্টেশনের প্রস্তাবিত নয়া রূপকে ঘিরে ৷

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: নয়াদিল্লি রেল স্টেশনের প্রস্তাবিত নয়া রূপরেখা প্রকাশ করল ভারতীয় রেলমন্ত্রক ৷ একটি সাই-ফাই ফিউচারিস্টিক (Futuristic Design of New Delhi Railway Station) মুভির মাধ্যমে সেই ছবি তুলে ধরা হয়েছে ৷ যে ছবি দেখে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ৷ কেউ কেউ নয়াদিল্লি রেল স্টেশনের নয়া রূপের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ আবার অনেকে প্রশ্ন তুলেছেন, দিল্লির আবহাওয়ার জন্য নতুন এই রেল স্টেশন কতটা নিরাপদ ৷

তবে, রেলমন্ত্রকের তরফে নয়াদিল্লি স্টেশনের নতুন এই ছবির সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ৷ মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, ‘‘নতুন একটি যুগের সূচনা ৷ নয়াদিল্লি রেল স্টেশনের সংস্কারে প্রস্তাবিত নতুন রূপ ৷’’ সেই সঙ্গে ছবিও পোস্ট করা হয় ৷ নয়াদিল্লি রেল স্টেশনের প্রস্তাবিত ছবিটি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও (Railways Minister Ashwini Vaishnaw) শেয়ার করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘অমৃতকালের রেল স্টেশন’’ ৷ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করার কয়েক মুহূর্তের মধ্যেই কয়েক হাজার লাইক ও শেয়ার হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ‘স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন’ কর্মসূচি, হাওড়ায় ‘নেতাজি এক্সপ্রেস’এর ফ্ল্যাগ অফ

একটি ছবিতে দেখা যাচ্ছে, নয়াদিল্লি স্টেশনের একটি অংশ গম্বুজের আকারের ৷ যা কাঁচে মোরা ৷ আর স্টেশনে প্রবেশের ক্ষেত্রে দোতলায় রাস্তা ৷ সেই সঙ্গে কাঁচে ঘেরা ফুট ওভার ব্রিজ ৷ আর একদম নিচে রেল স্টেশন ৷ আর যাত্রীরা স্টেশনের যে অংশে গাড়িতে নামবেন, সেটি মাটি থেকে অনেকটা উপরে ৷ কেউ এই নতুন রূপের প্রশংসা করেছেন ৷ তো কেউ আবার বাজে খরচ বলে সরকারের সমালোচনাও করেছেন ৷ যেমন এর সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘‘গণপরিবহণের নতুন যুগ এবং আধুনিক পরিকাঠামোর উদাহরণ ৷’’ আবার একজন লিখেছেন, ‘‘সরকার টাকার অপচয় বন্ধ করুক ৷’’ ভালো-মন্দ মিলিয়ে মিশিয়ে একাধিক প্রতিক্রিয়া নয়াদিল্লি রেল স্টেশনের প্রস্তাবিত নয়া রূপকে ঘিরে ৷

Last Updated : Sep 3, 2022, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.