ETV Bharat / bharat

টাইমস স্কোয়ার থেকে আইফেল টাওয়ার, রামলালার প্রাণ প্রতিষ্ঠার সম্প্রচারণ শতাধিক দেশে - Ram Lalla Pran Pratishtha

Ram Lalla Pran Pratishtha Live Telecast: আমেরিকার 300টি ভেন্যু, মরিশাসের 100টি, অস্ট্রেলিয়ার 30টি, ব্রিটেনের 25টি, কানাডার 30টি এবং জার্মানি, ফিজি, আয়ারল্যান্ড এবং ইন্দোনেশিয়া-সহ বিভিন্ন দেশে সরাসরি ভক্তরা দেখতে পারবেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ।

Ram Temple
রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 2:18 PM IST

লখনউ, 11 জানুয়ারি: আমেরিকার টাইমস স্কোয়ার থেকে ইউরোপের আইফেল টাওয়ার, 160টি দেশে সরাসরি দেখানো হবে অযোধ্যায় রাম মন্দিরের জমকালো উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান । এছাড়া প্যারিসে 21 জানুয়ারি রাম রথযাত্রার আয়োজন করা হবে ।

আমেরিকার টাইমস স্কোয়ারে রাম মন্দিরের ভূমি পুজো সরাসরি সম্প্রচারিত হয়েছিল ৷ তেমনই 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানো হবে ৷ দীপাবলি বা 'আলোর উৎসবের মতো উত্তর আমেরিকা থেকে কানাডার মন্দিরগুলিতে পালিতে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, শিকাগো এবং আমেরিকার অন্যান্য শহরে মিছিল ও কিছু অন্যান্য কর্মসূচি হতে চলেছে । ভারতীয় সময় দুপুর সাড়ে 12টায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সারা ইউরোপ থেকে এক হাজারেরও বেশি লোক জড়ো হয়ে বিভিন্ন মিছিলে অংশ নেবেন বলে জানা গিয়েছে ।

প্যারিসে বসবাসকারী অবিনাশ মিশ্র নামে একজন সোশাল মিডিয়ায় রাম রথযাত্রার কথা শেয়ার করেছেন । তিনি লিখেছেন, "ফ্রান্সে বসবাসকারী আমরা ভারতীয়রা অযোধ্যায় শ্রী রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সমাবেশে অংশ নেব । প্যারিস জুড়ে রাম রথযাত্রা এবং আইফেল টাওয়ারে বিশাল উদযাপন হল এই অনুষ্ঠানের মূল আর্কষণ ।"

রাম রথযাত্রার কোন পথ দিয়ে যাবে তাও পোস্টে শেয়ার করেছেন অবিনাশ । প্যারিসে বসবাসরত রাম ভক্তদেরও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে । হিন্দু মন্দির ক্ষমতায়ন পরিষদ উত্তর আমেরিকা থেকে কানাডার মন্দিরে পুজো ও আলোর উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন, শিকাগো এবং অন্যান্য আমেরিকান শহরে গাড়িতে করে মিছিল করা হচ্ছে । আয়োজকরা ক্যালিফোর্নিয়ায় একটি গাড়ির মিছিল করার পরিকল্পনা করেছেন । অবিনাশ মিশ্র সোশালে লেখেন, "আমি অযোধ্যায় যেতে পারছি না কিন্তু ভগবান রাম আমার হৃদয়ে রয়েছেন এবং আমি আমার বিশ্বাসে অটল আছি ৷"

5 অগস্ট 2020 সালে রাম মন্দিরের ভূমিপূজন হয় ৷ টাইমস স্কোয়ারে রাম মন্দিরের ভূমিপূজন একটি ডিজিটাল বিলবোর্ড দেখানো হয়েছিল । অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, "নিউইয়র্ক সিটির হিন্দু সম্প্রদায়ের জন্য এই অনুষ্ঠানটি খুবই তাৎপর্যপূর্ণ । এটি তাদের আধ্যাত্মিকতায় ডুবে যাওয়ার সুযোগ দেবে ।"

বিশ্ব হিন্দু পরিষদ 160টি দেশে রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে । এই উদ্যোগের তরফে বিশ্বের 50টিরও বেশি দেশে বড় বড় অনুষ্ঠান করা হবে । প্রাণ প্রতিষ্ঠা ওই সব দেশের ভেনুগুলিতে সরাসরি দেখানো হবে । আমেরিকার 300টি, ব্রিটেনের 25টি, অস্ট্রেলিয়ায় 30টি, কানাডায় 30টি, মরিশাসে 100টি এবং আয়ারল্যান্ড, ফিজি, ইন্দোনেশিয়া এবং জার্মানির মতো 50টিরও বেশি দেশে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে ।

আমেরিকা, কানাডা, জার্মানি এবং ফিজির মতো 50টি দেশের প্রতিনিধিদেরও ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । একই সময়ে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতেও রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে ।

আরও পড়ুন:

  1. 22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির
  2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  3. রাম মন্দিরের অলি-গলিতে চমক, উদ্বোধনের আগে সেই ভিডিয়োই প্রকাশ্যে

লখনউ, 11 জানুয়ারি: আমেরিকার টাইমস স্কোয়ার থেকে ইউরোপের আইফেল টাওয়ার, 160টি দেশে সরাসরি দেখানো হবে অযোধ্যায় রাম মন্দিরের জমকালো উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান । এছাড়া প্যারিসে 21 জানুয়ারি রাম রথযাত্রার আয়োজন করা হবে ।

আমেরিকার টাইমস স্কোয়ারে রাম মন্দিরের ভূমি পুজো সরাসরি সম্প্রচারিত হয়েছিল ৷ তেমনই 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানো হবে ৷ দীপাবলি বা 'আলোর উৎসবের মতো উত্তর আমেরিকা থেকে কানাডার মন্দিরগুলিতে পালিতে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ৷ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, শিকাগো এবং আমেরিকার অন্যান্য শহরে মিছিল ও কিছু অন্যান্য কর্মসূচি হতে চলেছে । ভারতীয় সময় দুপুর সাড়ে 12টায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সারা ইউরোপ থেকে এক হাজারেরও বেশি লোক জড়ো হয়ে বিভিন্ন মিছিলে অংশ নেবেন বলে জানা গিয়েছে ।

প্যারিসে বসবাসকারী অবিনাশ মিশ্র নামে একজন সোশাল মিডিয়ায় রাম রথযাত্রার কথা শেয়ার করেছেন । তিনি লিখেছেন, "ফ্রান্সে বসবাসকারী আমরা ভারতীয়রা অযোধ্যায় শ্রী রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সমাবেশে অংশ নেব । প্যারিস জুড়ে রাম রথযাত্রা এবং আইফেল টাওয়ারে বিশাল উদযাপন হল এই অনুষ্ঠানের মূল আর্কষণ ।"

রাম রথযাত্রার কোন পথ দিয়ে যাবে তাও পোস্টে শেয়ার করেছেন অবিনাশ । প্যারিসে বসবাসরত রাম ভক্তদেরও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে । হিন্দু মন্দির ক্ষমতায়ন পরিষদ উত্তর আমেরিকা থেকে কানাডার মন্দিরে পুজো ও আলোর উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন, শিকাগো এবং অন্যান্য আমেরিকান শহরে গাড়িতে করে মিছিল করা হচ্ছে । আয়োজকরা ক্যালিফোর্নিয়ায় একটি গাড়ির মিছিল করার পরিকল্পনা করেছেন । অবিনাশ মিশ্র সোশালে লেখেন, "আমি অযোধ্যায় যেতে পারছি না কিন্তু ভগবান রাম আমার হৃদয়ে রয়েছেন এবং আমি আমার বিশ্বাসে অটল আছি ৷"

5 অগস্ট 2020 সালে রাম মন্দিরের ভূমিপূজন হয় ৷ টাইমস স্কোয়ারে রাম মন্দিরের ভূমিপূজন একটি ডিজিটাল বিলবোর্ড দেখানো হয়েছিল । অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, "নিউইয়র্ক সিটির হিন্দু সম্প্রদায়ের জন্য এই অনুষ্ঠানটি খুবই তাৎপর্যপূর্ণ । এটি তাদের আধ্যাত্মিকতায় ডুবে যাওয়ার সুযোগ দেবে ।"

বিশ্ব হিন্দু পরিষদ 160টি দেশে রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে । এই উদ্যোগের তরফে বিশ্বের 50টিরও বেশি দেশে বড় বড় অনুষ্ঠান করা হবে । প্রাণ প্রতিষ্ঠা ওই সব দেশের ভেনুগুলিতে সরাসরি দেখানো হবে । আমেরিকার 300টি, ব্রিটেনের 25টি, অস্ট্রেলিয়ায় 30টি, কানাডায় 30টি, মরিশাসে 100টি এবং আয়ারল্যান্ড, ফিজি, ইন্দোনেশিয়া এবং জার্মানির মতো 50টিরও বেশি দেশে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে ।

আমেরিকা, কানাডা, জার্মানি এবং ফিজির মতো 50টি দেশের প্রতিনিধিদেরও ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । একই সময়ে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতেও রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে ।

আরও পড়ুন:

  1. 22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির
  2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  3. রাম মন্দিরের অলি-গলিতে চমক, উদ্বোধনের আগে সেই ভিডিয়োই প্রকাশ্যে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.