ETV Bharat / bharat

Andhra Student Murder: দশমের ছাত্রের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে খুনে অভিযুক্ত বন্ধুরা

শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের চেরুকুপল্লি মণ্ডলের রাজোলুতে দশম শ্রেণির ছাত্রকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ৷ নিহত ছাত্রের নাম উপল্লা অমরনাথ ৷ বন্ধুরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ৷

Andhra Student Murder
Andhra Student Murder
author img

By

Published : Jun 16, 2023, 1:53 PM IST

চেরুকুপল্লি (অন্ধ্রপ্রদেশ), 16 জুন: দশম শ্রেণির ছাত্রকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশে ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ওই রাজ্যের চেরুকুপল্লি মণ্ডলের রাজোলুতে ৷ নিহতের নাম উপল্লা অমরনাথ ৷ ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন তার বন্ধু ৷ সেই বন্ধুর নাম ভেঙ্কটেশ্বর রেড্ডি ৷ মৃত্যুকালীন জবানবন্দিতে পুলিশকে সব জানিয়ে গিয়েছে অমরনাথ ৷

পুলিশ জানিয়েছে, অমরনাথ ওই রাজোলু এলাকার বাসিন্দা ৷ সে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত ৷ রোজ সকালে টিউশনি পড়তে যেত সে ৷ শুক্রবার সকালেও সে পড়তে যাচ্ছিল ৷ সেই সময়ই তাকে রাস্তায় ঘিরে ধরে ভেঙ্কটেশ্বর ও তার সহযোগীরা ৷ কিছু বুঝে ওঠার আগেই তার গায়ে পেট্রল ঢেলে দেয় ভেঙ্কটেশ্বররা ৷ তার পর আগুন ধরিয়ে দেয় ৷

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ঘটনাটি ঘটে ওই এলাকার রেডলাপালেমে ৷ এলাকার লোকেরা হঠাৎ দেখেন যে কেউ একজন আগুনে পুড়ছেন ৷ স্থানীয়রাই অমরনাথকে উদ্ধারে এগিয়ে যান ৷ আগুন নেভান ৷ তার পর তাকে কাছের গুন্টুরের একটি হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানে তাকে ভরতি করা হয় ৷ কিন্তু অমরনাথ চিকিৎসার বিশেষ সুযোগ দেয়নি চিকিৎসকদের ৷ তার আগেই মারা যায় সে ৷

অমরনাথের মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে ভেঙ্কটেশ্বর ও বাকিদের বিরুদ্ধে ৷ তাদের খোঁজ করা হচ্ছে ৷ পুলিশের ধারণা, ভেঙ্কটেশ্বরকে ধরতে পারলেই এই ঘটনার উদ্দেশ্যে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ৷ তবে এই ঘটনায় সমস্ত খতিয়ে দেখছে পুলিশ ৷ দুই বন্ধুর মধ্যে কোনও বিষয় নিয়ে গোলমাল, নাকি ত্রিকোণ প্রেমের কোনও বিষয় আছে, আপাতত সেগুলিই খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: লন্ডনে ব্রাজিলিয়ান যুবকের হাতে কুপিয়ে খুন হায়দরাবাদের তরুণী

চেরুকুপল্লি (অন্ধ্রপ্রদেশ), 16 জুন: দশম শ্রেণির ছাত্রকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশে ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ওই রাজ্যের চেরুকুপল্লি মণ্ডলের রাজোলুতে ৷ নিহতের নাম উপল্লা অমরনাথ ৷ ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন তার বন্ধু ৷ সেই বন্ধুর নাম ভেঙ্কটেশ্বর রেড্ডি ৷ মৃত্যুকালীন জবানবন্দিতে পুলিশকে সব জানিয়ে গিয়েছে অমরনাথ ৷

পুলিশ জানিয়েছে, অমরনাথ ওই রাজোলু এলাকার বাসিন্দা ৷ সে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত ৷ রোজ সকালে টিউশনি পড়তে যেত সে ৷ শুক্রবার সকালেও সে পড়তে যাচ্ছিল ৷ সেই সময়ই তাকে রাস্তায় ঘিরে ধরে ভেঙ্কটেশ্বর ও তার সহযোগীরা ৷ কিছু বুঝে ওঠার আগেই তার গায়ে পেট্রল ঢেলে দেয় ভেঙ্কটেশ্বররা ৷ তার পর আগুন ধরিয়ে দেয় ৷

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ঘটনাটি ঘটে ওই এলাকার রেডলাপালেমে ৷ এলাকার লোকেরা হঠাৎ দেখেন যে কেউ একজন আগুনে পুড়ছেন ৷ স্থানীয়রাই অমরনাথকে উদ্ধারে এগিয়ে যান ৷ আগুন নেভান ৷ তার পর তাকে কাছের গুন্টুরের একটি হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানে তাকে ভরতি করা হয় ৷ কিন্তু অমরনাথ চিকিৎসার বিশেষ সুযোগ দেয়নি চিকিৎসকদের ৷ তার আগেই মারা যায় সে ৷

অমরনাথের মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে ভেঙ্কটেশ্বর ও বাকিদের বিরুদ্ধে ৷ তাদের খোঁজ করা হচ্ছে ৷ পুলিশের ধারণা, ভেঙ্কটেশ্বরকে ধরতে পারলেই এই ঘটনার উদ্দেশ্যে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ৷ তবে এই ঘটনায় সমস্ত খতিয়ে দেখছে পুলিশ ৷ দুই বন্ধুর মধ্যে কোনও বিষয় নিয়ে গোলমাল, নাকি ত্রিকোণ প্রেমের কোনও বিষয় আছে, আপাতত সেগুলিই খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: লন্ডনে ব্রাজিলিয়ান যুবকের হাতে কুপিয়ে খুন হায়দরাবাদের তরুণী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.