ETV Bharat / bharat

Rahul Attacks PM: আদানি-মোদি সংযোগে এবার 'মোদানি' শব্দ প্রয়োগ রাহুলের, জানতে চাইলেন প্রধানমন্ত্রীর ভয়ের কারণ - Rahul Attacks PM

আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ প্রশ্ন তুললেন তাঁর নীরবতা নিয়ে (Rahul Gandhi on Adani issue)

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 27, 2023, 4:42 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: সাংসদ পদ বাতিলের জেরে সোমবার লোকসভার অধিবেশনে যোগ দিতে পারেননি রাহুল গান্ধি ৷ তবে সংসদে যেতে না-পারলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদানি গোষ্ঠীর মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে এদিনও আক্রমণ বজায় রেখেছেন কংগ্রেস নেতা ৷ টুইটারে এদিন নতুন শব্দ ব্যবহার করে আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল, তুলেছেন প্রশ্ন (Rahul Gandhi attacks PM Modi) ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির যোগ বোঝাতে 'মোদানি' শব্দবন্ধ ব্যবহার করেছেন রাহুল গান্ধি ৷ সোমবার টুইটারে তিনি লেখেন, "এলআইসির অর্থ আদানিকে, এসবিআই-এর অর্থ আদানিকে, ইপিএফও-এর অর্থ আদানিকে ! 'মোদানি' সামনে আসার পরেও জনতার অবসরের টাকা কেন আদানির সংস্থাগুলিকে নিয়োগ করা হচ্ছে ? কোনও তদন্ত নেই, নেই কোনও উত্তর ৷ এত ভয় কিসের মাননীয় প্রধানমন্ত্রী ?" এদিন হিন্দিতে এই টুইটটি করেছেন রাহুল (Rahul Gandhi tweets) ৷

উল্লেখ্য, ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে শুক্রবার রাহুল গান্ধির লোকসভার সদস্যপদ খারিজ করে দেন স্পিকার ওম বিড়লা ৷ রাহুল ও কংগ্রেসের অভিযোগ, সংসদে তিনি আদানি গোষ্ঠীর কেলেঙ্কারি নিয়ে সরব হওয়ায় এবং গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হয়েছে ৷

  • LIC की पूंजी, अडानी को!
    SBI की पूंजी, अडानी को!
    EPFO की पूंजी भी, अडानी को!

    ‘मोडानी’ के खुलासे के बाद भी, जनता के रिटायरमेंट का पैसा अडानी की कंपनियों में निवेश क्यों किया जा रहा है?

    प्रधानमंत्री जी, न जांच, न जवाब! आख़िर इतना डर क्यों?

    — Rahul Gandhi (@RahulGandhi) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সংকল্প সত্যাগ্রহের দ্বিতীয়দিনে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের, বৈঠক খাড়গের দফতরে

তবে, শনিবারই সাংবাদিক বৈঠকে রাহুল জানিয়েছিলেন, তাঁকে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হলেও তিনি এই নিয়ে প্রশ্ন করে যাবেন ৷ তাঁকে জেলে ভরলেও তিনি ভয় পান না বলে জানিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ অন্যদিকে, রাহুলের সদস্য পদ বাতিলের প্রতিবাদে ও দেশে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে এদিন সংসদ চত্বরে কালো পোশাক পরে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন: 'দেশে গণতন্ত্র বিপন্ন্ ও পদদলিত', সংসদের বাইরে কালো পোশাকে কংগ্রেস সাংসদরা

নয়াদিল্লি, 27 মার্চ: সাংসদ পদ বাতিলের জেরে সোমবার লোকসভার অধিবেশনে যোগ দিতে পারেননি রাহুল গান্ধি ৷ তবে সংসদে যেতে না-পারলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদানি গোষ্ঠীর মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে এদিনও আক্রমণ বজায় রেখেছেন কংগ্রেস নেতা ৷ টুইটারে এদিন নতুন শব্দ ব্যবহার করে আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল, তুলেছেন প্রশ্ন (Rahul Gandhi attacks PM Modi) ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির যোগ বোঝাতে 'মোদানি' শব্দবন্ধ ব্যবহার করেছেন রাহুল গান্ধি ৷ সোমবার টুইটারে তিনি লেখেন, "এলআইসির অর্থ আদানিকে, এসবিআই-এর অর্থ আদানিকে, ইপিএফও-এর অর্থ আদানিকে ! 'মোদানি' সামনে আসার পরেও জনতার অবসরের টাকা কেন আদানির সংস্থাগুলিকে নিয়োগ করা হচ্ছে ? কোনও তদন্ত নেই, নেই কোনও উত্তর ৷ এত ভয় কিসের মাননীয় প্রধানমন্ত্রী ?" এদিন হিন্দিতে এই টুইটটি করেছেন রাহুল (Rahul Gandhi tweets) ৷

উল্লেখ্য, ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে শুক্রবার রাহুল গান্ধির লোকসভার সদস্যপদ খারিজ করে দেন স্পিকার ওম বিড়লা ৷ রাহুল ও কংগ্রেসের অভিযোগ, সংসদে তিনি আদানি গোষ্ঠীর কেলেঙ্কারি নিয়ে সরব হওয়ায় এবং গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হয়েছে ৷

  • LIC की पूंजी, अडानी को!
    SBI की पूंजी, अडानी को!
    EPFO की पूंजी भी, अडानी को!

    ‘मोडानी’ के खुलासे के बाद भी, जनता के रिटायरमेंट का पैसा अडानी की कंपनियों में निवेश क्यों किया जा रहा है?

    प्रधानमंत्री जी, न जांच, न जवाब! आख़िर इतना डर क्यों?

    — Rahul Gandhi (@RahulGandhi) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সংকল্প সত্যাগ্রহের দ্বিতীয়দিনে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের, বৈঠক খাড়গের দফতরে

তবে, শনিবারই সাংবাদিক বৈঠকে রাহুল জানিয়েছিলেন, তাঁকে সাংসদ পদ থেকে বরখাস্ত করা হলেও তিনি এই নিয়ে প্রশ্ন করে যাবেন ৷ তাঁকে জেলে ভরলেও তিনি ভয় পান না বলে জানিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ অন্যদিকে, রাহুলের সদস্য পদ বাতিলের প্রতিবাদে ও দেশে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে এদিন সংসদ চত্বরে কালো পোশাক পরে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন: 'দেশে গণতন্ত্র বিপন্ন্ ও পদদলিত', সংসদের বাইরে কালো পোশাকে কংগ্রেস সাংসদরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.