মুম্বই, 28 এপ্রিল: 18 থেকে 44 বছর বয়সীদের জন্য বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা ঘোষাণা করলে মহারাষ্ট্র সরকার ৷ বুধবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রীর দফতরের তরফে টুইট করে এই কথা ঘোষণা করা হয়েছে ৷ তবে পূর্ব ঘোষণা অনুযায়ী 1 মে থেকে এই ভ্যাকসিনেশন চালু হচ্ছে না ৷ কবে থেকে এই টিকাকরণ চালু করা হবে সেই সম্পর্কেও কিছু জানানো হয়নি ৷
-
Today, the Cabinet under the leadership of CM Uddhav Balasaheb Thackeray has decided to provide free COVID-19 vaccination to all the citizens of Maharashtra aged between 18-44years.#BreakTheChain pic.twitter.com/Kv1vIyVEow
— CMO Maharashtra (@CMOMaharashtra) April 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today, the Cabinet under the leadership of CM Uddhav Balasaheb Thackeray has decided to provide free COVID-19 vaccination to all the citizens of Maharashtra aged between 18-44years.#BreakTheChain pic.twitter.com/Kv1vIyVEow
— CMO Maharashtra (@CMOMaharashtra) April 28, 2021Today, the Cabinet under the leadership of CM Uddhav Balasaheb Thackeray has decided to provide free COVID-19 vaccination to all the citizens of Maharashtra aged between 18-44years.#BreakTheChain pic.twitter.com/Kv1vIyVEow
— CMO Maharashtra (@CMOMaharashtra) April 28, 2021
গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 66 হাজার 358 জন এবং মৃতের সংখ্যা 895 জন ৷ 18 থেকে 44 বছরের জন্য বিনামূল্যে টিকাকরণের দাবি ওঠে ৷ গত সোমবার পুনেতে 78 হাজার প্রাপককে টিকা দেওয়া হয়, রাজ্যে যে সংখ্যা এখনও অবধি সর্বাধিক ৷ তবে তারপরই ভাঁড়ারে টান পড়ে ৷
এদিন দুপুরেই মুম্বইয়ের নেসকো আইসোলেশন সেন্টারে করোনা টিকার ভাঁড়ার শেষ হয়ে যাওয়ায় টিকাকরণ বন্ধ রাখতে হয় এবং টিকাকরণ স্থগিত রাখার বিজ্ঞপ্তি দেওয়া হয় ৷ তার মধ্যেই এদিন বিকেল তিনটে নাগাদ রাজ্যে 18 থেকে 44-এর করোনার টিকাকরণ বিনামূল্যে করার কথা টুইটারে জানাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর ৷
আরও পড়ুন: টিকার জন্য আজ থেকে শুরু নাম নথিভুক্তকরণ, কীভাবে করবেন ?