ETV Bharat / bharat

উন্নাওতে গণইস্তফা দিলেন 14 জন চিকিৎসক

করোনা সংক্রমণের জন্য প্রশাসনিক কর্তাদের তরফে চিকিৎসকদের দায়ী করা এবং অক্লান্ত পরিশ্রমের পরও কাজের কৈফিত চাওয়ার প্রতিবাদে গণ ইস্তফা দিলেন উন্নাওয়ের এক গ্রামীণ হাসপাতালের 14 জন চিকিৎসক ৷

fourteen-government-doctors-resigned-from-their-posts-in-uttar-pradesh-unnao
উন্নাও-তে গণইস্তফা দিলেন 14 জন চিকিৎসক
author img

By

Published : May 13, 2021, 3:21 PM IST

লখনউ, 13 মে : উত্তরপ্রদেশের উন্নাওতে গণইস্তফা দিলেন গ্রামীণ হাসপাতালের 14 জন চিকিৎসক ৷ বুধবার রাতে 14 জন চিকিৎসকের মধ্যে 11 জন চিকিৎসক যৌথভাবে ইস্তফাপত্রে সই করে তা উন্নাও এর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেন ৷ এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷

আরও পড়ুন : ফের বিহারে গঙ্গার ঘাটে ভেসে এল 8টি দেহ

কিন্তু, কেন এমন পদক্ষেপ নিলেন ওই চিকিৎসকরা ? জানা গিয়েছে, চিকিৎসকদের অভিযোগ, তাঁরা দিনরাত এক করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করে চলেছেন ৷ কেউ নিজেদের কথা ভাবছেন না ৷ করোনা সংক্রমণের পিছনে তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে ৷ ওই চিকিৎসকরা ইস্তফাপত্রে অভিযোগ করেছেন, এসডিএম অফিসে গিয়ে রোজ তাঁদের রিভিউ মিটিং করতে হয় ৷ সেক্ষেত্রে যদি কোনও চিকিৎসক 30 কিলোমিটার দূরে কোনও করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্য়স্ত থাকেন, তা সত্ত্বেও তাঁকে সেখান থেকে রিভিউ মিটিংয়ের জন্য পৌঁছাতে হবে ৷ তাই নয়, রিভিউ মিটিংয়ের পর তাঁরা বাড়িতে আইসোলেশনে থাকা রোগীদের চিকিৎসা করতে যান ৷ সেখানে ওষুধ দেন ৷ তা সত্ত্বেও চিকিৎসকরা যে কাজ করছেন তা প্রমাণ করতে হবে ৷ আর তা করতে না পারলে, অফিসিয়াল রেকর্ডে দেখানো হচ্ছে চিকিৎসকরা কোনও কাজ করছেন না ৷ এমনই গুরুতর অভিযোগ এনে 14 জন চিকিৎসক গণইস্তফা দিয়েছেন ৷

লখনউ, 13 মে : উত্তরপ্রদেশের উন্নাওতে গণইস্তফা দিলেন গ্রামীণ হাসপাতালের 14 জন চিকিৎসক ৷ বুধবার রাতে 14 জন চিকিৎসকের মধ্যে 11 জন চিকিৎসক যৌথভাবে ইস্তফাপত্রে সই করে তা উন্নাও এর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেন ৷ এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷

আরও পড়ুন : ফের বিহারে গঙ্গার ঘাটে ভেসে এল 8টি দেহ

কিন্তু, কেন এমন পদক্ষেপ নিলেন ওই চিকিৎসকরা ? জানা গিয়েছে, চিকিৎসকদের অভিযোগ, তাঁরা দিনরাত এক করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করে চলেছেন ৷ কেউ নিজেদের কথা ভাবছেন না ৷ করোনা সংক্রমণের পিছনে তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে ৷ ওই চিকিৎসকরা ইস্তফাপত্রে অভিযোগ করেছেন, এসডিএম অফিসে গিয়ে রোজ তাঁদের রিভিউ মিটিং করতে হয় ৷ সেক্ষেত্রে যদি কোনও চিকিৎসক 30 কিলোমিটার দূরে কোনও করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্য়স্ত থাকেন, তা সত্ত্বেও তাঁকে সেখান থেকে রিভিউ মিটিংয়ের জন্য পৌঁছাতে হবে ৷ তাই নয়, রিভিউ মিটিংয়ের পর তাঁরা বাড়িতে আইসোলেশনে থাকা রোগীদের চিকিৎসা করতে যান ৷ সেখানে ওষুধ দেন ৷ তা সত্ত্বেও চিকিৎসকরা যে কাজ করছেন তা প্রমাণ করতে হবে ৷ আর তা করতে না পারলে, অফিসিয়াল রেকর্ডে দেখানো হচ্ছে চিকিৎসকরা কোনও কাজ করছেন না ৷ এমনই গুরুতর অভিযোগ এনে 14 জন চিকিৎসক গণইস্তফা দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.