ETV Bharat / bharat

উন্নাওতে গণইস্তফা দিলেন 14 জন চিকিৎসক - করোনা সংক্রমণ

করোনা সংক্রমণের জন্য প্রশাসনিক কর্তাদের তরফে চিকিৎসকদের দায়ী করা এবং অক্লান্ত পরিশ্রমের পরও কাজের কৈফিত চাওয়ার প্রতিবাদে গণ ইস্তফা দিলেন উন্নাওয়ের এক গ্রামীণ হাসপাতালের 14 জন চিকিৎসক ৷

fourteen-government-doctors-resigned-from-their-posts-in-uttar-pradesh-unnao
উন্নাও-তে গণইস্তফা দিলেন 14 জন চিকিৎসক
author img

By

Published : May 13, 2021, 3:21 PM IST

লখনউ, 13 মে : উত্তরপ্রদেশের উন্নাওতে গণইস্তফা দিলেন গ্রামীণ হাসপাতালের 14 জন চিকিৎসক ৷ বুধবার রাতে 14 জন চিকিৎসকের মধ্যে 11 জন চিকিৎসক যৌথভাবে ইস্তফাপত্রে সই করে তা উন্নাও এর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেন ৷ এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷

আরও পড়ুন : ফের বিহারে গঙ্গার ঘাটে ভেসে এল 8টি দেহ

কিন্তু, কেন এমন পদক্ষেপ নিলেন ওই চিকিৎসকরা ? জানা গিয়েছে, চিকিৎসকদের অভিযোগ, তাঁরা দিনরাত এক করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করে চলেছেন ৷ কেউ নিজেদের কথা ভাবছেন না ৷ করোনা সংক্রমণের পিছনে তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে ৷ ওই চিকিৎসকরা ইস্তফাপত্রে অভিযোগ করেছেন, এসডিএম অফিসে গিয়ে রোজ তাঁদের রিভিউ মিটিং করতে হয় ৷ সেক্ষেত্রে যদি কোনও চিকিৎসক 30 কিলোমিটার দূরে কোনও করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্য়স্ত থাকেন, তা সত্ত্বেও তাঁকে সেখান থেকে রিভিউ মিটিংয়ের জন্য পৌঁছাতে হবে ৷ তাই নয়, রিভিউ মিটিংয়ের পর তাঁরা বাড়িতে আইসোলেশনে থাকা রোগীদের চিকিৎসা করতে যান ৷ সেখানে ওষুধ দেন ৷ তা সত্ত্বেও চিকিৎসকরা যে কাজ করছেন তা প্রমাণ করতে হবে ৷ আর তা করতে না পারলে, অফিসিয়াল রেকর্ডে দেখানো হচ্ছে চিকিৎসকরা কোনও কাজ করছেন না ৷ এমনই গুরুতর অভিযোগ এনে 14 জন চিকিৎসক গণইস্তফা দিয়েছেন ৷

লখনউ, 13 মে : উত্তরপ্রদেশের উন্নাওতে গণইস্তফা দিলেন গ্রামীণ হাসপাতালের 14 জন চিকিৎসক ৷ বুধবার রাতে 14 জন চিকিৎসকের মধ্যে 11 জন চিকিৎসক যৌথভাবে ইস্তফাপত্রে সই করে তা উন্নাও এর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেন ৷ এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷

আরও পড়ুন : ফের বিহারে গঙ্গার ঘাটে ভেসে এল 8টি দেহ

কিন্তু, কেন এমন পদক্ষেপ নিলেন ওই চিকিৎসকরা ? জানা গিয়েছে, চিকিৎসকদের অভিযোগ, তাঁরা দিনরাত এক করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করে চলেছেন ৷ কেউ নিজেদের কথা ভাবছেন না ৷ করোনা সংক্রমণের পিছনে তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে ৷ ওই চিকিৎসকরা ইস্তফাপত্রে অভিযোগ করেছেন, এসডিএম অফিসে গিয়ে রোজ তাঁদের রিভিউ মিটিং করতে হয় ৷ সেক্ষেত্রে যদি কোনও চিকিৎসক 30 কিলোমিটার দূরে কোনও করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্য়স্ত থাকেন, তা সত্ত্বেও তাঁকে সেখান থেকে রিভিউ মিটিংয়ের জন্য পৌঁছাতে হবে ৷ তাই নয়, রিভিউ মিটিংয়ের পর তাঁরা বাড়িতে আইসোলেশনে থাকা রোগীদের চিকিৎসা করতে যান ৷ সেখানে ওষুধ দেন ৷ তা সত্ত্বেও চিকিৎসকরা যে কাজ করছেন তা প্রমাণ করতে হবে ৷ আর তা করতে না পারলে, অফিসিয়াল রেকর্ডে দেখানো হচ্ছে চিকিৎসকরা কোনও কাজ করছেন না ৷ এমনই গুরুতর অভিযোগ এনে 14 জন চিকিৎসক গণইস্তফা দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.