নয়াদিল্লি, 23 জুলাই: এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল রেলের 2 কর্মচারীর বিরুদ্ধে ৷ অভিযোগ এই নারকীয় কাণ্ড ঘটাতে সাহায্য করেছিল আরও 2 জন ! 4 জনকেই গ্রেফতার করা হয়েছে ৷ নয়াদিল্লি রেল স্টেশনের একটি ঘরে 2 কর্মচারী ওই মহিলাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ ৷ বাকি দু'জন তখন ওই ঘরটির বাইরে পাহাড়া দিচ্ছিলেন ৷ জানা গিয়েছে এই চারজনই রেলের ইলেকট্রিকাল দফতরের কর্মী (Four Railway Employees have been arrested over gangrape in Delhi railway station) ৷ আরও খবর, এই 4 জনের মধ্যে 1 জন নির্যাতিতার পূর্ব পরিচিত ৷
নির্যাতিতা মহিলাকে শুক্রবার নয়াদিল্লি স্টেশনের 8-9 নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হয় ৷ তিনি প্রথমে রেলের আধিকারিকদের ঘটনার কথা বলেন এবং পরে বিষয়টি আরপিএফকের কাছে যায় ৷ নির্যাতিতা গত এক বছর ধরে স্বামীর থেকে আলাদা রয়েছেন ৷ তাঁর বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে ৷
অন্যদিকে দু'বছর আগে এক বন্ধুর মাধ্যমে ওই অভিযুক্তর সঙ্গে নির্যাতিতার আলাপ হয় ৷ সেই ব্যক্তি মহিলাকে জানায় যে সে রেলের কর্মী এবং তাঁর জন্যও চাকরির ব্যবস্থা করে দিতে পারবে ৷ এরপরই দু'জনের মধ্যেই ফোনে কথাবার্তা হত ৷ 21 জুলাই অভিযুক্ত নির্যাতিতা মহিলাকে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করে ৷ ওই ব্যক্তি রাত সাড়ে দশটা নাগাদ কীর্তি নগর মেট্রো স্টেশনে মহিলার সঙ্গে দেখা করে এবং তাঁকে রেল স্টেশনের 8-9 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসে ৷ সেখানে তাঁকে ইলেকট্রিক মেনটেনেন্স স্টাফ রুমে বসতে বলে চলে যায় অভিযুক্ত ৷
আরও পড়ুন: একাধিক সম্পর্ক জেনে ফেলায় বোনকে গণধর্ষণ করিয়ে খুন, গ্রেফতার দিদি-সহ 7
কিছুক্ষণ পরে সে তার বন্ধুদের নিয়ে ফিরে আসে ৷ ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে দাবি ৷ বাকি দু'জন তখন বাইরে পাহাড়া দিচ্ছিল ৷ ধৃতদের স্থানীয় আদালতে পেশ করা হয়েছে ৷ আদালত তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷