কানপুর, 27 জুন : শুক্রবার রাতে কানপুরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কনভয়ের নিরাপত্তায় শহরের যে রাস্তা বন্ধ ছিল, সেখানেই যানজটের কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বছর পঞ্চাশের বন্দনা মিশ্রর ৷ এবার সেই ঘটনায় 4 জন পুলিশ কর্মী সাসপেন্ড করা হল ৷
জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে সাসপেন্ড করা হয়েছে একজন সাব ইন্সপেক্টর ও তিনজন হেড কনস্টেবলকে ৷ সাসপেন্ডেড সাব ইন্সপেক্টরের নাম সুনীল কুমার ৷
আরও পড়ুন: রাষ্ট্রপতির কনভয়ের জন্য রাস্তায় যানজট, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু প্রৌঢ়ার
কানপুরের পুলিশ কমিশনার বলেন, "হাসপাতালে যাওয়ার পথে বন্দনা মিশ্রর মৃত্যুতে যন্ত্রণাবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ বন্দনা মিশ্র ছিলেন কানপুরের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ় অ্যাসোসিয়েশনের (IIA) মহিলা উইংয়ের সভাপতি ৷"
গতকাল বিষয়টি প্রকাশ্যে আসতেই মৃতার পরিবারের কাছে ক্ষমা চায় কানপুর নগর পুলিশ কমিশনারেট ৷ এক টুইট বার্তায় বলা হয়, "আইআইএ-র অধ্যক্ষা বন্দনা মিশ্রর মৃত্যুতে কানপুর পুলিশ একান্তভাবে শোকাহত ৷ এমন ঘটনা থেকে আমরা আগামীতে শিক্ষা নেব ৷ আমরা এমন পথে ভিভিআইপিদের নিয়ে যাব, যাতে সাধারণ নাগরিকদের কম সমস্যা হয় ৷"