ETV Bharat / bharat

4 Bodies Recovered: গয়ায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার চারটি দেহ, তদন্তে জিআরপি - পণ্ডিত দীনদয়াল রেলওয়ে ব্লক

বিহারের গয়ায় রেললাইন থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । সব দেহ বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে । এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি । একই সঙ্গে চারটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি । এটি দুর্ঘটনা নাকি হত্যা, তা এখনই স্পষ্ট নয় ।

4 Bodies Recovered
4 Bodies Recovered
author img

By

Published : Jul 5, 2023, 12:20 PM IST

গয়া, 5 জুলাই: পণ্ডিত দীনদয়াল রেলওয়ে ব্লক ও গয়া রেল ব্লকের পাড়িয়া স্টেশনে রেললাইনের কাছে এক যুবক ও এক শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছে । যুবকের বয়স আনুমানিক 35 ৷ শিশুটির বয়স এক বছরের কাছাকাছি বলে প্রত্যক্ষদর্শীরা অনুমান করছেন ৷

পুলিশ জানিয়েছে, দেহ দু’টি বিকৃত অবস্থায় উদ্ধার হয়েছে রেল লাইনের পাশ থেকে ৷ মৃতদের পরিচয় মেলেনি ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷ অন্যদিকে এই দু‘টি দেহ যেখানে উদ্ধার হয়, সেখান থেকে কিছুটা দূরেই আরও একটি মৃতদেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে ৷ সেই দেহটিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, তৃতীয় মৃতদেহটি রেল লাইনের ডাউন ট্র্যাকের কাছে উদ্ধার হয়েছে ৷ সেই জায়গা থেকে কিছুটা দূরে গয়ার মনপুরে রেলপথের কাছে থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । রেল লাইনের পাশেই সেই মৃতদেহটি পড়েছিল ৷ সেই দেহটিও ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ মৃত্যুর কারণ জানতে এই দু’টি ক্ষেত্রেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ৷

আরও পড়ুন: হাজারিবাগে বোলেরো-বাইকের সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত 6

পুলিশ সূত্রে খবর, চারটি মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ তাদের মধ্যে কোনও যোগসূত্র ছিল না কি না খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনাটি প্রাথমিকভাবে খুন বলেই মনে করছে পুলিশ ৷ তবে দুর্ঘটনা বা আত্মহত্যার তত্ত্বকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ জিআরপির আধিকারিক সুনীল কুমার দ্বিবেদী জানিয়েছেন, ট্রেনে ধাক্কায় মৃত্যুর মতো ঘটনা প্রায়ই ঘটছে ৷ এক্ষেত্রেও ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তিনি এই বিষয়ে এর বেশি কিছু বলতে পারেননি ৷

গয়া, 5 জুলাই: পণ্ডিত দীনদয়াল রেলওয়ে ব্লক ও গয়া রেল ব্লকের পাড়িয়া স্টেশনে রেললাইনের কাছে এক যুবক ও এক শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছে । যুবকের বয়স আনুমানিক 35 ৷ শিশুটির বয়স এক বছরের কাছাকাছি বলে প্রত্যক্ষদর্শীরা অনুমান করছেন ৷

পুলিশ জানিয়েছে, দেহ দু’টি বিকৃত অবস্থায় উদ্ধার হয়েছে রেল লাইনের পাশ থেকে ৷ মৃতদের পরিচয় মেলেনি ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷ অন্যদিকে এই দু‘টি দেহ যেখানে উদ্ধার হয়, সেখান থেকে কিছুটা দূরেই আরও একটি মৃতদেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে ৷ সেই দেহটিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, তৃতীয় মৃতদেহটি রেল লাইনের ডাউন ট্র্যাকের কাছে উদ্ধার হয়েছে ৷ সেই জায়গা থেকে কিছুটা দূরে গয়ার মনপুরে রেলপথের কাছে থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । রেল লাইনের পাশেই সেই মৃতদেহটি পড়েছিল ৷ সেই দেহটিও ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ মৃত্যুর কারণ জানতে এই দু’টি ক্ষেত্রেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ৷

আরও পড়ুন: হাজারিবাগে বোলেরো-বাইকের সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত 6

পুলিশ সূত্রে খবর, চারটি মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ তাদের মধ্যে কোনও যোগসূত্র ছিল না কি না খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনাটি প্রাথমিকভাবে খুন বলেই মনে করছে পুলিশ ৷ তবে দুর্ঘটনা বা আত্মহত্যার তত্ত্বকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ জিআরপির আধিকারিক সুনীল কুমার দ্বিবেদী জানিয়েছেন, ট্রেনে ধাক্কায় মৃত্যুর মতো ঘটনা প্রায়ই ঘটছে ৷ এক্ষেত্রেও ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তিনি এই বিষয়ে এর বেশি কিছু বলতে পারেননি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.