ETV Bharat / bharat

Road Accident in AP: শবরীমালা দর্শন করে ফেরার পথে দুর্ঘটনা, অন্ধ্রপ্রদেশে মৃত্যু 4 পুণ্যার্থীর - শবরীমালা মন্দির

অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলায় টেম্পো উলটে 4 জনের মৃত্যু (Four Ayyappa Devotees Dead in Road Accident) ৷ জানা গিয়েছে, মৃতেরা সকলেই শবরীমালা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন ৷

four-ayyappa-devotees-dead-in-road-accident-in-andhra-pradesh
four-ayyappa-devotees-dead-in-road-accident-in-andhra-pradesh
author img

By

Published : Dec 5, 2022, 3:12 PM IST

বাপাতলা (অন্ধ্রপ্রদেশ), 5 ডিসেম্বর: শবরীমালা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল (Four Ayyappa Devotees Dead in Road Accident) ৷ অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ভেমুরু মণ্ডলের চিভুকুলাভারি পুকুরের কাছে গাড়ি উলটে ঘটনাটি ঘটেছে (Road Accident in Andhra Pradesh) ৷ জানা গিয়েছে, দৃশ্যমানতা কম থাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুলিশের সতর্কতামূলক বোর্ডে ধাক্কা মারে ৷ ঘটনায় 3 পুণ্যার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

ভেমুরি পুলিশের তরফে জানানো হয়েছে, কৃষ্ণা জেলার নুলুপুডি গ্রামের 23 জন পুণ্যার্থী শবরীমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷ তাঁরা পুজো দিয়ে সোমবার সকালে তেনালি স্টেশনে নামেন ৷ সেখান থেকে গ্রামে ফেরার জন্য একটি টেম্পো ভাড়া করেন ৷ ভেমুরু মণ্ডলের চিভুকুলাভারি পুকুরের কাছে দৃশ্যমানতা কম ছিল ৷ পাশাপাশি, গাড়ির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ যার জেরে রাস্তার ধারে পুলিশের সতর্কতামূলক বোর্ডে ধাক্কা মারে টেম্পোটি ৷ সঙ্গে সঙ্গে 23 জন যাত্রী নিয়ে উলটে যায় সেটি ৷

আরও পড়ুন: ফের রাতের অন্ধকারে গতির বলি তিন, আহত এক

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ কিন্তু ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ বাকিদের মধ্যে 3 জন গুরুতর জখম হন ৷ তাঁদের গুন্টুরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা ৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷

বাপাতলা (অন্ধ্রপ্রদেশ), 5 ডিসেম্বর: শবরীমালা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল (Four Ayyappa Devotees Dead in Road Accident) ৷ অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ভেমুরু মণ্ডলের চিভুকুলাভারি পুকুরের কাছে গাড়ি উলটে ঘটনাটি ঘটেছে (Road Accident in Andhra Pradesh) ৷ জানা গিয়েছে, দৃশ্যমানতা কম থাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুলিশের সতর্কতামূলক বোর্ডে ধাক্কা মারে ৷ ঘটনায় 3 পুণ্যার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

ভেমুরি পুলিশের তরফে জানানো হয়েছে, কৃষ্ণা জেলার নুলুপুডি গ্রামের 23 জন পুণ্যার্থী শবরীমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷ তাঁরা পুজো দিয়ে সোমবার সকালে তেনালি স্টেশনে নামেন ৷ সেখান থেকে গ্রামে ফেরার জন্য একটি টেম্পো ভাড়া করেন ৷ ভেমুরু মণ্ডলের চিভুকুলাভারি পুকুরের কাছে দৃশ্যমানতা কম ছিল ৷ পাশাপাশি, গাড়ির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ যার জেরে রাস্তার ধারে পুলিশের সতর্কতামূলক বোর্ডে ধাক্কা মারে টেম্পোটি ৷ সঙ্গে সঙ্গে 23 জন যাত্রী নিয়ে উলটে যায় সেটি ৷

আরও পড়ুন: ফের রাতের অন্ধকারে গতির বলি তিন, আহত এক

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ কিন্তু ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ বাকিদের মধ্যে 3 জন গুরুতর জখম হন ৷ তাঁদের গুন্টুরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা ৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.