ETV Bharat / bharat

Bengaluru Gang Rape: গাড়িতে তুলে তরুণীকে গণধর্ষণের অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার চার যুবক - gang raping young woman in car

গত 25 মার্চ বেঙ্গালুরুতে এক তরুণীকে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ ওই ঘটনায় পুলিশ চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Bengaluru Gang Rape
Bengaluru Gang Rape
author img

By

Published : Mar 31, 2023, 1:19 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 31 মার্চ: গাড়িতে তুলে নিয়ে গিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ ৷ গত 25 মার্চ ওই ধর্ষণের ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থল ছিল বেঙ্গালুরুর কোরামানগালা থানা এলাকা ৷ পুলিশ জানিয়েছে, মেয়েটি সেই সময় স্থানীয় ন্যাশনাল গেমস পার্কে বসেছিলেন ৷ এক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন ৷ সেই সময় অভিযুক্ত চারজন মেয়েটিকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটে রাত দশটা নাগাদ ৷ ফলে সেই সময় পার্কে খুব বেশি লোকও ছিলেন না ৷ সেই সুযোগেই সতীশ, বিজয়, শ্রীধর ও কিরণ নামে ওই চারজন সেখানে আসে ৷ প্রথমে ওই তরুণীর সঙ্গে থাকা যুবকটির সঙ্গে বচসায় জড়ায় তারা ৷ তার পর ভয় দেখিয়ে ছেলেটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় ৷ তার পর মেয়েটির সঙ্গে পার্কেই দীর্ঘক্ষণ ধ্বস্তাধ্বস্তি হয় ওই চার যুবকের ৷

তার পর তারা মেয়েটিকে তুলে নিয়ে যায় ৷ মেয়েটিকে গাড়িতে নিয়ে তারা উদ্দেশ্যহীনভাবে বেঙ্গালুরুর ডোম্মালুর, ইন্দিরা নগর, আঙ্কেল, নাইস রোজ এলাকায় ঘুরতে থাকে ৷ সেই সময় চারজন ওই তরুণীকে ধর্ষণ করে ৷ ভোর চারটে নাগাদ তারা রাস্তার পাশে অসুস্থ মেয়েটিকে ফেলে দিয়ে তারা পালিয়ে যায় ৷

পরে মেয়েটি সেখান থেকে কোনও ভাবে হাসপাতালে পৌঁছান ৷ তার পর সেখানে চিকিৎসার পর তিনি গত 26 মার্চ যান কোরামানগালা থানায় ৷ সেখানে তিনি গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ তদন্ত শুরু করে ৷ তার পর ওই চারজনকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ আপাতত এই নিয়ে বেশি কিছু বলতে নারাজ ৷ তবে জানা গিয়েছে, ওই চারজনের অতীত খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ধরনের অপরাধের সঙ্গে তারা আগে জড়িত ছিল কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে ৷

বেঙ্গালুরুর মতো একটা শহরে রাত 10টা নাগাদ এভাবে একটি মেয়েকে পার্ক থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ওই শহরে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে ওই রাজ্যে বিধানসভার ভোট ঘোষণা হয়েছে ৷ ফলে এই নিয়ে রাজনৈতিক নেতাদেরও সুর চড়তে শুরু করেছে ৷

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দিল্লিতে মৃত 6

বেঙ্গালুরু (কর্ণাটক), 31 মার্চ: গাড়িতে তুলে নিয়ে গিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ ৷ গত 25 মার্চ ওই ধর্ষণের ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থল ছিল বেঙ্গালুরুর কোরামানগালা থানা এলাকা ৷ পুলিশ জানিয়েছে, মেয়েটি সেই সময় স্থানীয় ন্যাশনাল গেমস পার্কে বসেছিলেন ৷ এক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন ৷ সেই সময় অভিযুক্ত চারজন মেয়েটিকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ৷

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটে রাত দশটা নাগাদ ৷ ফলে সেই সময় পার্কে খুব বেশি লোকও ছিলেন না ৷ সেই সুযোগেই সতীশ, বিজয়, শ্রীধর ও কিরণ নামে ওই চারজন সেখানে আসে ৷ প্রথমে ওই তরুণীর সঙ্গে থাকা যুবকটির সঙ্গে বচসায় জড়ায় তারা ৷ তার পর ভয় দেখিয়ে ছেলেটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় ৷ তার পর মেয়েটির সঙ্গে পার্কেই দীর্ঘক্ষণ ধ্বস্তাধ্বস্তি হয় ওই চার যুবকের ৷

তার পর তারা মেয়েটিকে তুলে নিয়ে যায় ৷ মেয়েটিকে গাড়িতে নিয়ে তারা উদ্দেশ্যহীনভাবে বেঙ্গালুরুর ডোম্মালুর, ইন্দিরা নগর, আঙ্কেল, নাইস রোজ এলাকায় ঘুরতে থাকে ৷ সেই সময় চারজন ওই তরুণীকে ধর্ষণ করে ৷ ভোর চারটে নাগাদ তারা রাস্তার পাশে অসুস্থ মেয়েটিকে ফেলে দিয়ে তারা পালিয়ে যায় ৷

পরে মেয়েটি সেখান থেকে কোনও ভাবে হাসপাতালে পৌঁছান ৷ তার পর সেখানে চিকিৎসার পর তিনি গত 26 মার্চ যান কোরামানগালা থানায় ৷ সেখানে তিনি গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ তদন্ত শুরু করে ৷ তার পর ওই চারজনকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ আপাতত এই নিয়ে বেশি কিছু বলতে নারাজ ৷ তবে জানা গিয়েছে, ওই চারজনের অতীত খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ধরনের অপরাধের সঙ্গে তারা আগে জড়িত ছিল কি না, সেটাও পুলিশ খতিয়ে দেখছে ৷

বেঙ্গালুরুর মতো একটা শহরে রাত 10টা নাগাদ এভাবে একটি মেয়েকে পার্ক থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ওই শহরে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে ওই রাজ্যে বিধানসভার ভোট ঘোষণা হয়েছে ৷ ফলে এই নিয়ে রাজনৈতিক নেতাদেরও সুর চড়তে শুরু করেছে ৷

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দিল্লিতে মৃত 6

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.