ETV Bharat / bharat

মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে - Four arrested for allegedly killing woman

Killing Woman on Suspicion of Being Witch: ও ডাইনি! ঠিক এই বলেই এক মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে প্রথমে বেধড়ক মারধর করা হয় ৷ চলল অকথ্য অত্যাচার ৷ তারপর তাঁর সন্তানদের সামনে জীবন্ত পুড়িয়ে খুন করে প্রতিবেশীরা ৷

ডাইনি সন্দেহে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে
Killing Woman on Suspicion of Being Witch
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 6:42 PM IST

Updated : Dec 25, 2023, 7:50 PM IST

তেজপুর, 25 ডিসেম্বর: একবিংশ শতকেও মধ্যযুগীও বর্বরতা বজায়। কুসংস্কারের দাপট দেশের বিভিন্ন প্রান্তে। এবার ডাইনি অপবাদে এক মহিলাকে তাঁর সন্তানদের সামনে ধারাল অস্ত্র দিয়ে বেধড়ক মারধরের পর অকথ্য অত্যাচার চলে। তারপর জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় ৷ রবিবার রাতে হাড়হিম এই ঘটনা অসমের তেজপুরের বাঁশবাড়িতে ঘটে।

যে সময়ে আমরা বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন জ্ঞান অর্জনের কথা বলছি, সেখানে কিছু কুসংস্কার এবং অন্ধ বিশ্বাসের এখনও মানুষের মানসিকতাকে ঢেকে রেখেছে। ডাইনি অপবাদে এক মহিলাকে নৃশংসভাবে খুন তাও তাঁর দুই নাবালক সন্তানের সামনে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা বাচ্চারা সামনে থেকেই দাঁড়িয়ে দেখে ও অঝোরে কেঁদে চলে ৷ মৃত মহিলার বয়স 30 বছর ৷

ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা অজয় ​​সংঘর, টিঙ্কো মালহার এবং সূর্য বাঘওয়ার। এদের মধ্য়ে একজনের নাম এখনও জানা যায়নি। আরও দুই অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত 10টার দিকে প্রতিবেশী সুরজ বাঘওয়ার তার চার সঙ্গীকে নিয়ে ওই মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে পিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় সোনিতপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুরিমা দাস বলেন, "ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য দু'জনের খোঁজ চলছে।

তেজপুরের এই ঘটনাটি কোনও ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটেছে বলে সন্দেহ করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন এখনও পর্যন্ত এসব এলাকায় সচেতনতা সৃষ্টিতে কোনও পদক্ষেপ করেনি।

আরও পড়ুন:

  1. তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত যুবতীকে শিকলে বেঁধে পুড়িয়ে হত্যা! ঘটনায় গ্রেফতার বন্ধু
  2. দুর্গাপুরে মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃত 2, আশঙ্কাজনক 6; দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ
  3. ডাইনি অপবাদ দিয়ে মহিলাদের উপর অত্যাচার, প্রতিবাদে সরব আদিবাসীরা

তেজপুর, 25 ডিসেম্বর: একবিংশ শতকেও মধ্যযুগীও বর্বরতা বজায়। কুসংস্কারের দাপট দেশের বিভিন্ন প্রান্তে। এবার ডাইনি অপবাদে এক মহিলাকে তাঁর সন্তানদের সামনে ধারাল অস্ত্র দিয়ে বেধড়ক মারধরের পর অকথ্য অত্যাচার চলে। তারপর জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় ৷ রবিবার রাতে হাড়হিম এই ঘটনা অসমের তেজপুরের বাঁশবাড়িতে ঘটে।

যে সময়ে আমরা বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন জ্ঞান অর্জনের কথা বলছি, সেখানে কিছু কুসংস্কার এবং অন্ধ বিশ্বাসের এখনও মানুষের মানসিকতাকে ঢেকে রেখেছে। ডাইনি অপবাদে এক মহিলাকে নৃশংসভাবে খুন তাও তাঁর দুই নাবালক সন্তানের সামনে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা বাচ্চারা সামনে থেকেই দাঁড়িয়ে দেখে ও অঝোরে কেঁদে চলে ৷ মৃত মহিলার বয়স 30 বছর ৷

ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা অজয় ​​সংঘর, টিঙ্কো মালহার এবং সূর্য বাঘওয়ার। এদের মধ্য়ে একজনের নাম এখনও জানা যায়নি। আরও দুই অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত 10টার দিকে প্রতিবেশী সুরজ বাঘওয়ার তার চার সঙ্গীকে নিয়ে ওই মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে পিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় সোনিতপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুরিমা দাস বলেন, "ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য দু'জনের খোঁজ চলছে।

তেজপুরের এই ঘটনাটি কোনও ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটেছে বলে সন্দেহ করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন এখনও পর্যন্ত এসব এলাকায় সচেতনতা সৃষ্টিতে কোনও পদক্ষেপ করেনি।

আরও পড়ুন:

  1. তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত যুবতীকে শিকলে বেঁধে পুড়িয়ে হত্যা! ঘটনায় গ্রেফতার বন্ধু
  2. দুর্গাপুরে মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃত 2, আশঙ্কাজনক 6; দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ
  3. ডাইনি অপবাদ দিয়ে মহিলাদের উপর অত্যাচার, প্রতিবাদে সরব আদিবাসীরা
Last Updated : Dec 25, 2023, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.