ETV Bharat / bharat

Begusarai Shootout Case: বেগুসরাই শুটআউটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ 4 - Shootout News

গত মঙ্গলবার বিহারের বেগুসরাইয়ে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত নাগাকে গ্রেফতার করা হয়েছে (Four Accused Arrested in Begusarai Shootout Case) ৷ ঝাঁঝা রেল স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করা হয় বলে খবর ৷

four-accused-arrested-in-begusarai-shootout-case
four-accused-arrested-in-begusarai-shootout-case
author img

By

Published : Sep 16, 2022, 10:36 AM IST

Updated : Sep 16, 2022, 11:18 AM IST

বেগুসরাই, 16 সেপ্টেম্বর: বেগুসরাই শুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেফতার করল বিহার পুলিশ (Four Accused Arrested in Begusarai Shootout Case) ৷ আজ বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার বিহারের বেগুসরাইয়ে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত নাগাকে গ্রেফতার করা হয়েছে ৷ সঙ্গে আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যে ঘটনায় 1 জনের মৃত্যু হয় এবং 11 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৷

জানা গিয়েছে, অভিযুক্তরা রাঁচি পালানোর চেষ্টা করছিল ৷ ঝাঁঝা রেল স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতেরা মৌর্য এক্সেপ্রেসে উঠে পালানোর চেষ্টা করছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ প্রধান অভিযুক্ত সুমিত কুমার ওরফে নাগা ছাড়াও দলে ছিল কেশব, যুবরাজ এবং অর্জুন ৷ প্রসঙ্গত, এর আগে বেগুসরাই পুলিশের তরফে জানানো হয়েছিল, মানসিক বিকারগ্রস্ত 4 জন দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালিয়েছে ৷ যে ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে এবং 11 জন আহত ৷

শুধু তাই নয়, গত মঙ্গলবারের ঘটনায় পুলিশের তরফে তদন্তে গাফিলতির অভিযোগও উঠেছিল ৷ যার জেরে 7 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ ঘটনার প্রায় 30 ঘণ্টা পরে পুলিশের তরফে তদন্তে তৎপর হওয়া অভিযোগ উঠেছে ৷ পরবর্তী সময় বেগুসরাইয়ের পুলিশ সুপার যোগেন্দ্র কুমার জানান, এই ঘটনায় পুলিশের 4টি দল গঠন করা হয়েছে ৷ যারা বিভিন্ন ভাগে তদন্ত করবে দুষ্কৃতীদের গ্রেফতার করতে ৷

আরও পড়ুন: ভাটপাড়ায় ফের শুটআউট, 'বন্ধুর' ছোড়া গুলিতে আহত যুবক

তদন্তে নেমে পুলিশের তরফে শুটারদের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় ৷ যেখানে দেখা গিয়েছে, নাগা সহ 4 জন বাইকে করে পালিয়ে যাচ্ছে ৷ সেই ফুটেজ এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের ঝাঝা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এর আগে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে 5 জনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷

বেগুসরাই, 16 সেপ্টেম্বর: বেগুসরাই শুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেফতার করল বিহার পুলিশ (Four Accused Arrested in Begusarai Shootout Case) ৷ আজ বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার বিহারের বেগুসরাইয়ে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত নাগাকে গ্রেফতার করা হয়েছে ৷ সঙ্গে আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যে ঘটনায় 1 জনের মৃত্যু হয় এবং 11 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৷

জানা গিয়েছে, অভিযুক্তরা রাঁচি পালানোর চেষ্টা করছিল ৷ ঝাঁঝা রেল স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতেরা মৌর্য এক্সেপ্রেসে উঠে পালানোর চেষ্টা করছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ প্রধান অভিযুক্ত সুমিত কুমার ওরফে নাগা ছাড়াও দলে ছিল কেশব, যুবরাজ এবং অর্জুন ৷ প্রসঙ্গত, এর আগে বেগুসরাই পুলিশের তরফে জানানো হয়েছিল, মানসিক বিকারগ্রস্ত 4 জন দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালিয়েছে ৷ যে ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে এবং 11 জন আহত ৷

শুধু তাই নয়, গত মঙ্গলবারের ঘটনায় পুলিশের তরফে তদন্তে গাফিলতির অভিযোগও উঠেছিল ৷ যার জেরে 7 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ ঘটনার প্রায় 30 ঘণ্টা পরে পুলিশের তরফে তদন্তে তৎপর হওয়া অভিযোগ উঠেছে ৷ পরবর্তী সময় বেগুসরাইয়ের পুলিশ সুপার যোগেন্দ্র কুমার জানান, এই ঘটনায় পুলিশের 4টি দল গঠন করা হয়েছে ৷ যারা বিভিন্ন ভাগে তদন্ত করবে দুষ্কৃতীদের গ্রেফতার করতে ৷

আরও পড়ুন: ভাটপাড়ায় ফের শুটআউট, 'বন্ধুর' ছোড়া গুলিতে আহত যুবক

তদন্তে নেমে পুলিশের তরফে শুটারদের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় ৷ যেখানে দেখা গিয়েছে, নাগা সহ 4 জন বাইকে করে পালিয়ে যাচ্ছে ৷ সেই ফুটেজ এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের ঝাঝা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এর আগে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে 5 জনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷

Last Updated : Sep 16, 2022, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.