ETV Bharat / bharat

পটনায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে গুলি - Former village head was shot at in Bihar's Paliganj

প্রাতঃভ্রমণ করার সময় এক দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁকে গুলি করে এলাকা থেকে পালিয়ে যায় ৷

Former village head was shot at in Bihar's Paliganj
পটনায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে গুলি
author img

By

Published : Nov 8, 2020, 1:48 PM IST

পটনা, 8 নভেম্বর :পটনায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি ৷ গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি ৷ নাম সঞ্জয় বর্মা ৷ বিহারের পটনার পালিগঞ্জের ঘটনা ৷ আজ ভোর 5টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি ৷ সেই সময় তাঁকে গুলি করা করা হয় ৷

প্রাতঃভ্রমণের সময় এক দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায় ৷ গুরুতর আহত হন সঞ্জয় বর্মা ৷ এরপর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাঁকে দুলহিন বাজার হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে তাঁকে পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে (PMCH) রেফার করা হয় ৷

সঞ্জয় বর্মা দুলহিন বাজার ব্লকের এনখা ভিমানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

পটনা, 8 নভেম্বর :পটনায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি ৷ গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি ৷ নাম সঞ্জয় বর্মা ৷ বিহারের পটনার পালিগঞ্জের ঘটনা ৷ আজ ভোর 5টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি ৷ সেই সময় তাঁকে গুলি করা করা হয় ৷

প্রাতঃভ্রমণের সময় এক দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায় ৷ গুরুতর আহত হন সঞ্জয় বর্মা ৷ এরপর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাঁকে দুলহিন বাজার হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে তাঁকে পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে (PMCH) রেফার করা হয় ৷

সঞ্জয় বর্মা দুলহিন বাজার ব্লকের এনখা ভিমানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.