ETV Bharat / bharat

দিল্লির বাসভবনে খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রী

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলমকে শ্বাসরোধ করে খুন ৷ গতকাল রাতে দিল্লির বাসভবনে স্থানীয় এক সাফাই কর্মী তার 2 সঙ্গী মিলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীকে হত্যা করে বলে অভিযোগ ৷ সেই সময় বাড়িতে তিনি আর পরিচারিকা ছিলেন ৷ পরিচারিকাকে অভিযুক্তরা হাত-পা বেঁধে ফেলে রেখেছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ ৷ ঘটনায় 1 জনকে আটক করা হয়েছে ৷

former-union-minister-pr-kumaramangalams-wife-found-murdered-at-delhi-residence-police
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রীকে দিল্লির বাসভবনে খুনের অভিযোগ
author img

By

Published : Jul 7, 2021, 10:32 AM IST

Updated : Jul 7, 2021, 11:39 AM IST

নয়াদিল্লি, 7 জুলাই : দিল্লির বাসভবনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ৷ গতকাল রাতে দিল্লির বসন্ত বিহারের বাসভবনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলমের দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷ এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ৷ ঘটনায় আরও 2 অভিযুক্তের খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ ৷ এমনই জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ৷

পুলিশ জানিয়েছে, রাত 9টা নাগাদ 67 বছরের কিট্টি কুমারমঙ্গলম এবং তাঁর বাড়ির পরিচারিকা বাড়িতে ছিলেন ৷ সেই সময় এলাকারই এক সাফাই কর্মী রাজু কলিং বেল বাজায় ৷ বাড়ির পরিচারিকা দরজা খুলতেই রাজু তাঁকে ধাক্কা মেরে ভিতরে ঢুকে পড়ে ৷ সেই সঙ্গে আরও দু’জন বাড়ির মধ্যে ঢোকে ৷ পরিচারিকা পুলিশকে জানিয়েছেন, রাজু তাঁকে একটি ঘরের মধ্যে হাত-পা বেঁধে আটকে রাখে ৷ সেই সময় অন্য দু’জন কিট্টি কুমারমঙ্গলমের উপর হামলা চালায় ৷ তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয় বলে অভিযোগ ৷ পরিচারিকা পুলিশকে জানিয়েছেন, তিনি কোনও মতে নিজেকে ছাড়িয়ে সাহায্যের জন্য অ্যালার্ম বাজিয়ে দেন এবং চিৎকার শুরু করেন ৷

আরও পড়ুন : Gulshan Kumar Murder Case: গুলশন কুমার হত্যা মামলায় দাউদ ঘনিষ্ঠ রউফের যাবজ্জীবন বহাল

পুলিশ জানিয়েছে, বাড়ির মধ্যে বেশ কয়েকটি ব্রিফকেস খোলা অবস্থায় তাঁরা পেয়েছেন ৷ পাশাপাশি বেশকিছু সামগ্রী ছড়ানো ছিটানো ছিল ৷ যা দেখে প্রাথমকি তদন্তের পর পুলিশের অনুমান রাজু ও তার সঙ্গীরা ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়েছিল ৷ সেই সময় কিট্টি কুমারমঙ্গলম বাধা দিতে গেলে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ তিন অভিযুক্তের মধ্যে একজনকে পুলিশ আটক করেছে ৷ বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে ৷

নয়াদিল্লি, 7 জুলাই : দিল্লির বাসভবনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ৷ গতকাল রাতে দিল্লির বসন্ত বিহারের বাসভবনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলমের দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ৷ এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ৷ ঘটনায় আরও 2 অভিযুক্তের খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ ৷ এমনই জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ৷

পুলিশ জানিয়েছে, রাত 9টা নাগাদ 67 বছরের কিট্টি কুমারমঙ্গলম এবং তাঁর বাড়ির পরিচারিকা বাড়িতে ছিলেন ৷ সেই সময় এলাকারই এক সাফাই কর্মী রাজু কলিং বেল বাজায় ৷ বাড়ির পরিচারিকা দরজা খুলতেই রাজু তাঁকে ধাক্কা মেরে ভিতরে ঢুকে পড়ে ৷ সেই সঙ্গে আরও দু’জন বাড়ির মধ্যে ঢোকে ৷ পরিচারিকা পুলিশকে জানিয়েছেন, রাজু তাঁকে একটি ঘরের মধ্যে হাত-পা বেঁধে আটকে রাখে ৷ সেই সময় অন্য দু’জন কিট্টি কুমারমঙ্গলমের উপর হামলা চালায় ৷ তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয় বলে অভিযোগ ৷ পরিচারিকা পুলিশকে জানিয়েছেন, তিনি কোনও মতে নিজেকে ছাড়িয়ে সাহায্যের জন্য অ্যালার্ম বাজিয়ে দেন এবং চিৎকার শুরু করেন ৷

আরও পড়ুন : Gulshan Kumar Murder Case: গুলশন কুমার হত্যা মামলায় দাউদ ঘনিষ্ঠ রউফের যাবজ্জীবন বহাল

পুলিশ জানিয়েছে, বাড়ির মধ্যে বেশ কয়েকটি ব্রিফকেস খোলা অবস্থায় তাঁরা পেয়েছেন ৷ পাশাপাশি বেশকিছু সামগ্রী ছড়ানো ছিটানো ছিল ৷ যা দেখে প্রাথমকি তদন্তের পর পুলিশের অনুমান রাজু ও তার সঙ্গীরা ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়েছিল ৷ সেই সময় কিট্টি কুমারমঙ্গলম বাধা দিতে গেলে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ তিন অভিযুক্তের মধ্যে একজনকে পুলিশ আটক করেছে ৷ বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে ৷

Last Updated : Jul 7, 2021, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.