ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'য় রাহুলের পাশে হাঁটলেন মুনমুন-কন্যা - কংগ্রেস

কংগ্রেসের (Congress) 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)-এ সামিল হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মুনমুন সেনের (Moon Moon Sen) ছোট মেয়ে অভিনেত্রী রিয়া সেন (Riya Sen) ৷ হাঁটলেন রাহুল গান্ধির (Rahul Gandhi) পাশে ৷ আর তা নিয়েই শুরু নতুন জল্পনা ৷

former TMC MP Moon Moon Sen daughter Riya Sen walk with Rahul Gandhi for Bharat Jodo Yatra
Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'য় রাহুলের পাশে হাঁটলেন মুনমুনের মেয়ে রিয়া
author img

By

Published : Nov 17, 2022, 1:28 PM IST

Updated : Nov 17, 2022, 3:59 PM IST

পাতুর (মহারাষ্ট্র), 17 নভেম্বর: কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)-এ আবারও গ্ল্য়ামারের ছোঁয়া ৷ এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) পাশে থাকার বার্তা দিয়ে এই কর্মসূচিতে তাঁর সঙ্গে পা মেলালেন অভিনেত্রী রিয়া সেন (Riya Sen) ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) পাতুর (Patur) থেকে হাঁটা শুরু করেন কংগ্রেসের নেতা, কর্মী ও অনুগামীরা ৷ সামনে থেকে তাতে নেতৃত্ব দেন রাহুল ৷ তাঁর পাশেই হাঁটতে দেখা যায় রিয়াকে ৷ প্রসঙ্গত, রিয়া সেন অভিনেত্রী মুনমুন সেনের (Moon Moon Sen) ছোট মেয়ে ৷ সেই মুনমুন সেন, যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জিতে পৌঁছে গিয়েছিলেন সংসদে ৷ এদিকে, 2024 সালের লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে কংগ্রেসকে (Congress) ছাড়াই বিজেপিবিরোধী মহাজোট গঠনের চেষ্টা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেই প্রেক্ষাপটে তৃণমূলেরই প্রাক্তন সাংসদের মেয়ে এভাবে রাহুল গান্ধির পাশে হাঁটায় শুরু হয়েছে নতুন জল্পনা ৷

  • Actress Riya Sen joined the Congress party's Bharat Jodo Yatra today.

    Party MP Rahul Gandhi and others resumed the Maharashtra leg of the Yatra today from Patur.

    (Pics: AICC) pic.twitter.com/vAalLn4er6

    — ANI (@ANI) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন মহারাষ্ট্রের আকোলায় রাহুল গান্ধির সঙ্গে হাঁটতে দেখা যায় রিয়া সেনকে ৷ ইতিমধ্য়েই সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাতে হাঁটার ফাঁকেই রাহুলের সঙ্গে একাধিকবার কথা বলতে দেখা গিয়েছে রিয়াকে ৷ তাঁর পরনে ছিল কমলা রঙের ছাপা কুর্তি এবং ডেনিম ৷ কুর্তির সামনের অংশে গলার কাছে ঝোলানো ছিল সানগ্লাস ৷ অন্যদিকে, রাহুল গান্ধি পরেছিলে সাদা রঙের টিশার্ট এবং ছাই রঙা ট্রাউজার ৷ রিয়ার এই ছবি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটনাগরিকদের একটা বড় অংশ তাঁর প্রশংসা করতে শুরু করেন ৷ কংগ্রেসকে এভাবে সমর্থন করার জন্যই অভিনেত্রীর প্রশংসা করা হয় ৷ প্রসঙ্গত, এর আগে হায়দরাবাদে রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিলেন অভিনেত্রী তথা চিত্র পরিচালক পূজা ভাট ৷

আরও পড়ুন: রাহুল গান্ধির আসল চেহারা প্রকাশ পেয়েছে ভারত জোড়ো যাত্রায়: কানহাইয়া কুমার

প্রসঙ্গত, অভিনেত্রী হিসাবে রিয়া সেভাবে সাফল্য না পেলেও কংগ্রেসের প্রতি তাঁর এই সমর্থন নিঃসন্দেহে রাজনৈতিক মহলের নজর কাড়ছে ৷ কারণ, রিয়া শুধুমাত্র মুনমুন সেনের মেয়ে নন ৷ তাঁর বাবা ভরত দেববর্মা আদতে ত্রিপুরার রাজ পরিবারের উত্তরসূরি ৷ ভরতের মা ইলা দেবী ছিলেন ত্রিপুরার রাজকুমারী ৷ আর ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক দীর্ঘদিনের ৷ যদিও বর্তমানে সেই সমীকরণে অনেক বদল এসেছে ৷ এদিকে, কংগ্রেসের দাবি, ভারত জোড়ো যাত্রায় সারা দেশেই খুব ভালো সাড়া পাচ্ছে তারা ৷ এমনকী, মহারাষ্ট্রে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীও কংগ্রেসের এই কর্মসূচিতে সামিল হয়েছে ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তাই বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে কংগ্রেসের সম্ভাব্য রসায়ন ও বোঝাপড়া নিয়ে আলোচনা চলছে ৷ সেক্ষেত্রে বাংলার শাসকদল তৃণমূলের কী অবস্থান হয়, সেদিকেও নজর থাকবে ওয়াকিবহাল মহলের ৷ এই অবস্থায় ভারত জোড়ো যাত্রায় রিয়া সেনের অংশগ্রহণ এই সংক্রান্ত আলোচনায় আলাদা মাত্রা জুড়বে বলেই মনে করা হচ্ছে ৷

পাতুর (মহারাষ্ট্র), 17 নভেম্বর: কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)-এ আবারও গ্ল্য়ামারের ছোঁয়া ৷ এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) পাশে থাকার বার্তা দিয়ে এই কর্মসূচিতে তাঁর সঙ্গে পা মেলালেন অভিনেত্রী রিয়া সেন (Riya Sen) ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) পাতুর (Patur) থেকে হাঁটা শুরু করেন কংগ্রেসের নেতা, কর্মী ও অনুগামীরা ৷ সামনে থেকে তাতে নেতৃত্ব দেন রাহুল ৷ তাঁর পাশেই হাঁটতে দেখা যায় রিয়াকে ৷ প্রসঙ্গত, রিয়া সেন অভিনেত্রী মুনমুন সেনের (Moon Moon Sen) ছোট মেয়ে ৷ সেই মুনমুন সেন, যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জিতে পৌঁছে গিয়েছিলেন সংসদে ৷ এদিকে, 2024 সালের লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে কংগ্রেসকে (Congress) ছাড়াই বিজেপিবিরোধী মহাজোট গঠনের চেষ্টা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেই প্রেক্ষাপটে তৃণমূলেরই প্রাক্তন সাংসদের মেয়ে এভাবে রাহুল গান্ধির পাশে হাঁটায় শুরু হয়েছে নতুন জল্পনা ৷

  • Actress Riya Sen joined the Congress party's Bharat Jodo Yatra today.

    Party MP Rahul Gandhi and others resumed the Maharashtra leg of the Yatra today from Patur.

    (Pics: AICC) pic.twitter.com/vAalLn4er6

    — ANI (@ANI) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন মহারাষ্ট্রের আকোলায় রাহুল গান্ধির সঙ্গে হাঁটতে দেখা যায় রিয়া সেনকে ৷ ইতিমধ্য়েই সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাতে হাঁটার ফাঁকেই রাহুলের সঙ্গে একাধিকবার কথা বলতে দেখা গিয়েছে রিয়াকে ৷ তাঁর পরনে ছিল কমলা রঙের ছাপা কুর্তি এবং ডেনিম ৷ কুর্তির সামনের অংশে গলার কাছে ঝোলানো ছিল সানগ্লাস ৷ অন্যদিকে, রাহুল গান্ধি পরেছিলে সাদা রঙের টিশার্ট এবং ছাই রঙা ট্রাউজার ৷ রিয়ার এই ছবি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটনাগরিকদের একটা বড় অংশ তাঁর প্রশংসা করতে শুরু করেন ৷ কংগ্রেসকে এভাবে সমর্থন করার জন্যই অভিনেত্রীর প্রশংসা করা হয় ৷ প্রসঙ্গত, এর আগে হায়দরাবাদে রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিলেন অভিনেত্রী তথা চিত্র পরিচালক পূজা ভাট ৷

আরও পড়ুন: রাহুল গান্ধির আসল চেহারা প্রকাশ পেয়েছে ভারত জোড়ো যাত্রায়: কানহাইয়া কুমার

প্রসঙ্গত, অভিনেত্রী হিসাবে রিয়া সেভাবে সাফল্য না পেলেও কংগ্রেসের প্রতি তাঁর এই সমর্থন নিঃসন্দেহে রাজনৈতিক মহলের নজর কাড়ছে ৷ কারণ, রিয়া শুধুমাত্র মুনমুন সেনের মেয়ে নন ৷ তাঁর বাবা ভরত দেববর্মা আদতে ত্রিপুরার রাজ পরিবারের উত্তরসূরি ৷ ভরতের মা ইলা দেবী ছিলেন ত্রিপুরার রাজকুমারী ৷ আর ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক দীর্ঘদিনের ৷ যদিও বর্তমানে সেই সমীকরণে অনেক বদল এসেছে ৷ এদিকে, কংগ্রেসের দাবি, ভারত জোড়ো যাত্রায় সারা দেশেই খুব ভালো সাড়া পাচ্ছে তারা ৷ এমনকী, মহারাষ্ট্রে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীও কংগ্রেসের এই কর্মসূচিতে সামিল হয়েছে ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তাই বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে কংগ্রেসের সম্ভাব্য রসায়ন ও বোঝাপড়া নিয়ে আলোচনা চলছে ৷ সেক্ষেত্রে বাংলার শাসকদল তৃণমূলের কী অবস্থান হয়, সেদিকেও নজর থাকবে ওয়াকিবহাল মহলের ৷ এই অবস্থায় ভারত জোড়ো যাত্রায় রিয়া সেনের অংশগ্রহণ এই সংক্রান্ত আলোচনায় আলাদা মাত্রা জুড়বে বলেই মনে করা হচ্ছে ৷

Last Updated : Nov 17, 2022, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.