ETV Bharat / bharat

Captain Amarinder Singh: অবশেষে বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্জাবের ক্যাপ্টেন - পঞ্জাব লোক কংগ্রেস

গত বছর কংগ্রেস ছাড়েন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ তৈরি করেন পঞ্জাব লোক কংগ্রেস ৷ বিজেপির সঙ্গে জোট করে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়াই করেন ৷ অবশেষে তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে (BJP) ৷

former-punjab-cm-captain-amarinder-singh-to-join-bjp-in-delhi-on-monday
Captain Amarinder Singh: অবশেষে বিজেপিতে যোগ দিচ্ছেন পঞ্জাবের ক্যাপ্টেন
author img

By

Published : Sep 16, 2022, 4:40 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : বছরখানেক আগে যে জল্পনা তৈরি হয়েছিল, এবার সেটাই সত্যি হতে চলেছে ৷ বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ আগামী সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন ৷ শুক্রবার এই খবর দিয়েছেন বিজেপি নেতা প্রতিপাল সিং বালিওয়াল ৷

প্রসঙ্গত, গত বছর কংগ্রেস (Congress) ছাড়েন ক্যাপ্টেন ৷ ততদিনে তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রিত্ব যাওয়া নিয়ে গোলমালের জেরেই গান্ধি পরিবারের সঙ্গে তাঁর গোলমাল হয় ৷ সেই কারণেই তিনি কংগ্রেস ছাড়েন ৷ তার পর রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে তাঁর বৈঠক সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয় ৷

কিন্তু শেষ পর্যন্ত অমরিন্দর সিং বিজেপিতে যোগ দেননি ৷ বরং তিনি তৈরি করেন নিজের রাজনৈতিক দল পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) ৷ সেই দল নিয়েই তিনি জোট করেন বিজেপির সঙ্গে ৷ বিজেপির জোটসঙ্গী হয়েই তিনি লড়াই করেন পঞ্জাবের বিধানসভা নির্বাচনে (Punjab Assembly Elections 2022) ৷

চলতি বছরের মার্চে পঞ্জাবে বিধানসভা নির্বাচন হয় ৷ সেই ভোটে অবশ্য ভালো ফল করতে পারেনি বিজেপি ও পঞ্জাব লোক কংগ্রেসের জোট ৷ তার পর থেকে সেভাবে রাজনৈতিক বৃত্তে দেখা যায়নি অমরিন্দর সিংকে ৷ এবার জানা গেল যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ একই সঙ্গে তাঁর দলকেও মিশিয়ে দেবেন বিজেপির সঙ্গে ৷

আরও পড়ুন : ক্যাপ্টেনকে ফের আক্রমণ কংগ্রেসের, পালটা জবাব অমরিন্দরের

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : বছরখানেক আগে যে জল্পনা তৈরি হয়েছিল, এবার সেটাই সত্যি হতে চলেছে ৷ বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ আগামী সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন ৷ শুক্রবার এই খবর দিয়েছেন বিজেপি নেতা প্রতিপাল সিং বালিওয়াল ৷

প্রসঙ্গত, গত বছর কংগ্রেস (Congress) ছাড়েন ক্যাপ্টেন ৷ ততদিনে তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রিত্ব যাওয়া নিয়ে গোলমালের জেরেই গান্ধি পরিবারের সঙ্গে তাঁর গোলমাল হয় ৷ সেই কারণেই তিনি কংগ্রেস ছাড়েন ৷ তার পর রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে তাঁর বৈঠক সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয় ৷

কিন্তু শেষ পর্যন্ত অমরিন্দর সিং বিজেপিতে যোগ দেননি ৷ বরং তিনি তৈরি করেন নিজের রাজনৈতিক দল পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) ৷ সেই দল নিয়েই তিনি জোট করেন বিজেপির সঙ্গে ৷ বিজেপির জোটসঙ্গী হয়েই তিনি লড়াই করেন পঞ্জাবের বিধানসভা নির্বাচনে (Punjab Assembly Elections 2022) ৷

চলতি বছরের মার্চে পঞ্জাবে বিধানসভা নির্বাচন হয় ৷ সেই ভোটে অবশ্য ভালো ফল করতে পারেনি বিজেপি ও পঞ্জাব লোক কংগ্রেসের জোট ৷ তার পর থেকে সেভাবে রাজনৈতিক বৃত্তে দেখা যায়নি অমরিন্দর সিংকে ৷ এবার জানা গেল যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ একই সঙ্গে তাঁর দলকেও মিশিয়ে দেবেন বিজেপির সঙ্গে ৷

আরও পড়ুন : ক্যাপ্টেনকে ফের আক্রমণ কংগ্রেসের, পালটা জবাব অমরিন্দরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.