নয়াদিল্লি,. 19 এপ্রিল : করোনায় আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ 88 বছরের বর্ষীয়ান মনমোহন সিংকে দিল্লির এইমস হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে ৷
হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন, গতকাল গভীর রাত থেকেই করোনার বেশ কিছু উপসর্গ মনমোহন সিংয়ের শরীরে দেখা দিতে শুরু করে ৷ এরপর আজ তাঁকে দিল্লির এমনইসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে ৷
দেশের ভয়াবহ কোভিড পরিস্থিতি নিয়ে দীর্ঘ নীরবতার পর অবশেষে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মনমোহন সিং ৷ চিঠিতে তিনি লিখেছিলেন, ফ্রন্টলাইন ওয়ার্কার-এর সংজ্ঞা নির্ধারণের দায়িত্ব ছাড়া হোক রাজ্যের উপর ৷ আর ভ্যাকসিন দেওয়া হোক 45 বছরের কম বয়সী হলেও ৷ রাজ্যগুলিকে ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি যেন স্বচ্ছ ফরমুলায় হয় সেই আবেদনও করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷
এরপর তাঁর চিঠির পাল্টা চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লেখেন, "ডক্টর মনমোহন সিংজি, আপনার এই গঠনমূলক সহযোগিতা আর বহুমূল্য পরামর্শ যদি ভারতের জাতীয় কংগ্রেসের নেতারা মেনে চলতেন সেই সব বিশেষ সময়ে, তাহলে ইতিহাস আপনার প্রতি সদয় হত ৷"
প্রাক্তন প্রধানমন্ত্রীর চিঠি আর পাল্টা চিঠি নিয়ে চাপানউতোর শুরু হয়েছে দিল্লির রাজনীতিতে ৷ আর এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷