ETV Bharat / bharat

Manmohan Pays Homage to Mulayam: মুলায়ম ছিলেন সমাজবাদী আন্দোলনের আইকন, শোকপ্রকাশ মনমোহন সিংয়ের - UP CM Yogi Adityanath

সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) সোমবার সকালে প্রয়াত ৷ দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Former Prime Minister Manmohan Singh) ৷

former-prime-minister-manmohan-singh-says-mulayam-singh-yadav-was-icon-of-socialist-movement
Manmohan Pays Homage to Mulayam: মুলায়ম ছিলেন সমাজবাদী আন্দোলনের আইকন, শোকপ্রকাশ মনমোহন সিং
author img

By

Published : Oct 10, 2022, 12:17 PM IST

Updated : Oct 10, 2022, 12:54 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর : সমাজবাদী আন্দোলনের আইকন (Icon of Socialist Movement) ছিলেন মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার প্রয়াণে এভাবেই শোকপ্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Former Prime Minister Manmohan Singh) ৷

দীর্ঘ অসুস্থতার পর সোমবার সকালে প্রয়াত হন মুলায়ম সিং যাদব ৷ তাঁর প্রয়াণে ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই শোকপ্রকাশ করেছেন ৷ শোকবার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীও ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন মুলায়মের ছেলে তথা বর্তমান সমাদজবাদী পার্টির (Samajwadi Party) শীর্ষ নেতা অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) ৷

সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লিখেছেন, মুলায়ম খুব উচ্চমানের রাজনৈতিক নেতা ছিলেন ৷ দলমত নির্বিশেষে তাঁকে সবাই শ্রদ্ধা করতেন ৷ তিনি সমাজবাদী আন্দোলনের আইকন ছিলেন ৷ বেশ কয়েকবার তিনি উত্তরপ্রদেশ বিধানসভা ও লোকসভার সদস্য় হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৷ তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন ৷ কেন্দ্রের মন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি ৷ তিনি একজন মহান সাংসদ ছিলেন ৷ তিনি দক্ষ প্রশাসক হিসেবে নিজের সারা জীবন গরিব ও পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ করেছেন ৷

চিঠির শেষে মনমোহন সিং নিজের পক্ষ থেকে ও স্ত্রীর পক্ষ থেকে অখিলেশ যাদব ও তাঁর পরিবারের অন্য সদস্য়দের প্রতি সমবেদনা প্রকাশ করেন ৷ শোকের মধ্যেই মানসিক ভাবে শক্ত থাকার বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷

প্রসঙ্গত, বয়স জনিত কারণে গত 2 বছর ধরেই মুলায়ম সিং যাদব অসুস্থ ছিলেন ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর ৷ গত 22 অগস্ট থেকে তিনি হাসপাতালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি ৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ গতকাল রাত থেকে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা আরও অবনতি হয় ৷ চিকিৎসকরা শেষবারের মতো চেষ্টা করলেও, আজ সকাল 8টা 16 মিনিটে সব লড়াই শেষ করে পরোলোক গমন করেন তিনি ৷

মুলায়মের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) শোকপ্রকাশ করেছেন ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ওই রাজ্যে তিনদিনের শোকের ঘোষণা করেছেন ৷ অন্যদিকে শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও ৷ তিনি মুলায়মকে একজন দৃঢ়চেতা রাজনৈতিক ব্যক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ রাজনৈতিক পরিসরে মুলায়মের অনেক ভক্ত ছিল বলেও জানিয়েছেন ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হিসেবেও মুলায়ম অত্যন্ত সফল ছিলেন ৷

জাতীয় রাজনীতিতে মুলায়মের দু’টো গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন জয়রাম ৷ তার মধ্যে একটি হল, কেন্দ্রে দেবেগৌড়া ও গুজরাল সরকারে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ৷ আর দ্বিতীয়টি হল, রাষ্ট্রপতি পদে এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করা ৷

আরও পড়ুন : প্রয়াত মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল 82 বছর

নয়াদিল্লি, 10 অক্টোবর : সমাজবাদী আন্দোলনের আইকন (Icon of Socialist Movement) ছিলেন মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার প্রয়াণে এভাবেই শোকপ্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Former Prime Minister Manmohan Singh) ৷

দীর্ঘ অসুস্থতার পর সোমবার সকালে প্রয়াত হন মুলায়ম সিং যাদব ৷ তাঁর প্রয়াণে ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই শোকপ্রকাশ করেছেন ৷ শোকবার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীও ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন মুলায়মের ছেলে তথা বর্তমান সমাদজবাদী পার্টির (Samajwadi Party) শীর্ষ নেতা অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) ৷

সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লিখেছেন, মুলায়ম খুব উচ্চমানের রাজনৈতিক নেতা ছিলেন ৷ দলমত নির্বিশেষে তাঁকে সবাই শ্রদ্ধা করতেন ৷ তিনি সমাজবাদী আন্দোলনের আইকন ছিলেন ৷ বেশ কয়েকবার তিনি উত্তরপ্রদেশ বিধানসভা ও লোকসভার সদস্য় হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৷ তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন ৷ কেন্দ্রের মন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি ৷ তিনি একজন মহান সাংসদ ছিলেন ৷ তিনি দক্ষ প্রশাসক হিসেবে নিজের সারা জীবন গরিব ও পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ করেছেন ৷

চিঠির শেষে মনমোহন সিং নিজের পক্ষ থেকে ও স্ত্রীর পক্ষ থেকে অখিলেশ যাদব ও তাঁর পরিবারের অন্য সদস্য়দের প্রতি সমবেদনা প্রকাশ করেন ৷ শোকের মধ্যেই মানসিক ভাবে শক্ত থাকার বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷

প্রসঙ্গত, বয়স জনিত কারণে গত 2 বছর ধরেই মুলায়ম সিং যাদব অসুস্থ ছিলেন ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর ৷ গত 22 অগস্ট থেকে তিনি হাসপাতালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি ৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ গতকাল রাত থেকে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা আরও অবনতি হয় ৷ চিকিৎসকরা শেষবারের মতো চেষ্টা করলেও, আজ সকাল 8টা 16 মিনিটে সব লড়াই শেষ করে পরোলোক গমন করেন তিনি ৷

মুলায়মের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) শোকপ্রকাশ করেছেন ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ওই রাজ্যে তিনদিনের শোকের ঘোষণা করেছেন ৷ অন্যদিকে শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও ৷ তিনি মুলায়মকে একজন দৃঢ়চেতা রাজনৈতিক ব্যক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ রাজনৈতিক পরিসরে মুলায়মের অনেক ভক্ত ছিল বলেও জানিয়েছেন ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হিসেবেও মুলায়ম অত্যন্ত সফল ছিলেন ৷

জাতীয় রাজনীতিতে মুলায়মের দু’টো গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন জয়রাম ৷ তার মধ্যে একটি হল, কেন্দ্রে দেবেগৌড়া ও গুজরাল সরকারে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ৷ আর দ্বিতীয়টি হল, রাষ্ট্রপতি পদে এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করা ৷

আরও পড়ুন : প্রয়াত মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল 82 বছর

Last Updated : Oct 10, 2022, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.