ETV Bharat / bharat

Trinamool Congress: তৃণমূলে যোগ দিলেন এনসিপি-র প্রাক্তন সাংসদ মাজিদ মেমন - তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে

বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন এনসিপি (NCP) সাংসদ মাজিদ মেমন (Majeed Memon) বুধবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ৷ নয়াদিল্লিতে তাঁকে তৃণমূলে স্বাগত জানান ডেরেক ও'ব্রায়েন এবং সৌগত রায় ৷

former-ncp-mp-majeed-memon-joins-trinamool-congress
Trinamool Congress: তৃণমূলে যোগ দিলেন এনসিপি-র প্রাক্তন সাংসদ মাজিদ মেমন
author img

By

Published : Dec 14, 2022, 3:50 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন এনসিপি (NCP) সাংসদ মাজিদ মেমন (Majeed Memon) । বুধবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek OBrien) এবং লোকসভার সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন তিনি ।

দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই যোগদান পর্ব সম্পন্ন হয় । দিল্লিতে যোগদান পর্বের পর সৌগত রায় জানিয়েছেন, বিশিষ্ট ফৌজদারি আইনজীবী, এনসিপির সদস্য হিসাবে 6 বছর রাজ্যসভার (Rajya Sabha) সাংসদের দায়িত্ব পালন করেছেন । সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিশেষ দায়িত্ব সামলেছেন । তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আইনগত লড়াইয়ে তৃণমূল আরও শক্তিশালী হল ।

তিনি আরও জানান, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhle) জামিনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল এই বিশিষ্ট আইনজীবী তথা রাজনীতিকের । আগামিদিনে গোটা দেশে মানুষকে বিচার দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকায় দেখা যেতে পারে এই বিশিষ্ট রাজনীতিবিদকে ৷

  • Trinamool family grows stronger.

    With a vision to serve people, eminent criminal lawyer and former Rajya Sabha MP of NCP, Shri Majeed Memon joined us in New Delhi today in the presence of MP Shri Saugata Roy and Parliamentary Party Leader, Rajya Sabha, Shri @derekobrienmp. pic.twitter.com/Hq9rsbV7T5

    — All India Trinamool Congress (@AITCofficial) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কে এই মাজিদ মেমন ?

তিনি প্রখ্যাত আইনজীবী জুলফিকার মেমনের সুযোগ্য উত্তরসূরি তথা পুত্র । মুম্বই বিস্ফোরণ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে । তিনি দেশে নামজাদা আইনজীবীদের মধ্যে অন্যতম । এখানেই শেষ নয়, 2014 থেকে 2020 সাল পর্যন্ত এনসিপির টিকিটে রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালন করেছেন তিনি ।

তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই বিশিষ্ট আইনজীবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব জানিয়েছেন, দেশ এবং সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে যুক্ত হলেন তিনি । একই সঙ্গে এ দিন তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেছেন ।

তাঁর কথায়, ‘‘যেভাবে বিজেপির মানি পাওয়ার, মাসল পাওয়ারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, তাতে আমি অনুপ্রাণিত । আমার বিশ্বাস এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নন, গোটা দেশে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে । তিনি দেশের সংবিধান রক্ষায় দেশের মানুষের কল্যাণে যেভাবে উদ্যোগী হয়েছেন সেই উদ্যোগে আমি সংযুক্ত হতে চাই ৷ তাই এই যোগদান ।’’

আরও পড়ুন: মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরা কংগ্রেসের প্রাক্তন সভাপতি

কলকাতা, 14 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন এনসিপি (NCP) সাংসদ মাজিদ মেমন (Majeed Memon) । বুধবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek OBrien) এবং লোকসভার সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন তিনি ।

দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই যোগদান পর্ব সম্পন্ন হয় । দিল্লিতে যোগদান পর্বের পর সৌগত রায় জানিয়েছেন, বিশিষ্ট ফৌজদারি আইনজীবী, এনসিপির সদস্য হিসাবে 6 বছর রাজ্যসভার (Rajya Sabha) সাংসদের দায়িত্ব পালন করেছেন । সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিশেষ দায়িত্ব সামলেছেন । তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আইনগত লড়াইয়ে তৃণমূল আরও শক্তিশালী হল ।

তিনি আরও জানান, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhle) জামিনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল এই বিশিষ্ট আইনজীবী তথা রাজনীতিকের । আগামিদিনে গোটা দেশে মানুষকে বিচার দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকায় দেখা যেতে পারে এই বিশিষ্ট রাজনীতিবিদকে ৷

  • Trinamool family grows stronger.

    With a vision to serve people, eminent criminal lawyer and former Rajya Sabha MP of NCP, Shri Majeed Memon joined us in New Delhi today in the presence of MP Shri Saugata Roy and Parliamentary Party Leader, Rajya Sabha, Shri @derekobrienmp. pic.twitter.com/Hq9rsbV7T5

    — All India Trinamool Congress (@AITCofficial) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কে এই মাজিদ মেমন ?

তিনি প্রখ্যাত আইনজীবী জুলফিকার মেমনের সুযোগ্য উত্তরসূরি তথা পুত্র । মুম্বই বিস্ফোরণ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে । তিনি দেশে নামজাদা আইনজীবীদের মধ্যে অন্যতম । এখানেই শেষ নয়, 2014 থেকে 2020 সাল পর্যন্ত এনসিপির টিকিটে রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালন করেছেন তিনি ।

তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই বিশিষ্ট আইনজীবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব জানিয়েছেন, দেশ এবং সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে যুক্ত হলেন তিনি । একই সঙ্গে এ দিন তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেছেন ।

তাঁর কথায়, ‘‘যেভাবে বিজেপির মানি পাওয়ার, মাসল পাওয়ারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, তাতে আমি অনুপ্রাণিত । আমার বিশ্বাস এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নেত্রী নন, গোটা দেশে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে । তিনি দেশের সংবিধান রক্ষায় দেশের মানুষের কল্যাণে যেভাবে উদ্যোগী হয়েছেন সেই উদ্যোগে আমি সংযুক্ত হতে চাই ৷ তাই এই যোগদান ।’’

আরও পড়ুন: মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরা কংগ্রেসের প্রাক্তন সভাপতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.