ETV Bharat / bharat

সোশ্যাল মিডিয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজা চিরাগের বিক্ষোভের পরিকল্পনার অডিয়ো ফাঁস - অডিয়ো ফাঁস

চিরাগ পাসওয়ান আর এলজেপির আরেক নেতা সঞ্জীব সর্দারের কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তাতে ভাইপো কী ভাবে কাকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বেরিয়ে পড়েছে সেই গোপন ষড়যন্ত্র ৷ তবে অডিয়োটি কতটা সত্য, তা যাচাই করে দেখা হয়নি ৷

চাচা-ভাতিজা লড়াই
চাচা-ভাতিজা লড়াই
author img

By

Published : Jun 19, 2021, 3:28 PM IST

পটনা, 19 জুন : চাচা-ভাতিজা লড়াইয়ে নতুন মোড় ৷ সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন লোকজনশক্তি পার্টি বা এলজেপি (LJP) প্রধান চিরাগ পাসওয়ান আর দলের আরেক সদস্যের মধ্যে কথোপকথনের একটি অডিয়ো ফাঁস হয় শুক্রবার ৷

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারে সামিল হওয়ার ঘোষণা করে বিতর্কে পশুপতি

ওই অডিয়োয় চিরাগ এলজেপির এক নেতা সঞ্জীব সর্দারকে অনেক লোক জড়ো করে দলীয় অফিসে বিক্ষোভের নির্দেশ দিচ্ছেন, আর সেইসঙ্গে পটনা বিমান বন্দরে তাঁর কাকা পশুপতিকুমার এলেও যেন বিক্ষোভ দেখানোর কথা বলছেন ৷ তিনি (পশুপতি) যেন কোনও ভাবে পটনায় এলজেপির পার্টি অফিসে ঢুকতে না পারেন, তার জন্য জোরদার ব্যবস্থা নিতে বলছেন সর্দারকে ৷ এর উত্তরে সর্দার চিরাগকে আশ্বস্ত করে জানাচ্ছেন যে, পারসের আসার প্রতিবাদে তিনি দলিত হস্টেল থেকে তরুণদের জোগাড় করে জমায়েত করার ব্যবস্থা করবেন ৷ যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করে দেখা হয়নি ৷ তবে এই অডিযো ঘিরে পারদ চড়ছে বিহারের ৷

বুধবার পশুপতি দিল্লি থেকে পটনায় পৌঁছেছেন ৷ বৃহস্পতিবার জাতীয় স্তরের বৈঠকে পাঁচজন বিধায়কের সম্মতিতে তিনি এলজেপি প্রেসিডেন্ট নির্বাচিত হন ৷ এঁদের মধ্যে একজন পারসের আত্মীয় প্রিন্স রাজ ৷ এরপর তিনি মন্তব্য করেন যে তাঁর দল অর্থাৎ এলজেপি এবার কেন্দ্রীয় সরকারের শরিক হবে ৷ স্বভাবতই এতে বিহার তথা দেশের রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷

পটনা, 19 জুন : চাচা-ভাতিজা লড়াইয়ে নতুন মোড় ৷ সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন লোকজনশক্তি পার্টি বা এলজেপি (LJP) প্রধান চিরাগ পাসওয়ান আর দলের আরেক সদস্যের মধ্যে কথোপকথনের একটি অডিয়ো ফাঁস হয় শুক্রবার ৷

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারে সামিল হওয়ার ঘোষণা করে বিতর্কে পশুপতি

ওই অডিয়োয় চিরাগ এলজেপির এক নেতা সঞ্জীব সর্দারকে অনেক লোক জড়ো করে দলীয় অফিসে বিক্ষোভের নির্দেশ দিচ্ছেন, আর সেইসঙ্গে পটনা বিমান বন্দরে তাঁর কাকা পশুপতিকুমার এলেও যেন বিক্ষোভ দেখানোর কথা বলছেন ৷ তিনি (পশুপতি) যেন কোনও ভাবে পটনায় এলজেপির পার্টি অফিসে ঢুকতে না পারেন, তার জন্য জোরদার ব্যবস্থা নিতে বলছেন সর্দারকে ৷ এর উত্তরে সর্দার চিরাগকে আশ্বস্ত করে জানাচ্ছেন যে, পারসের আসার প্রতিবাদে তিনি দলিত হস্টেল থেকে তরুণদের জোগাড় করে জমায়েত করার ব্যবস্থা করবেন ৷ যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করে দেখা হয়নি ৷ তবে এই অডিযো ঘিরে পারদ চড়ছে বিহারের ৷

বুধবার পশুপতি দিল্লি থেকে পটনায় পৌঁছেছেন ৷ বৃহস্পতিবার জাতীয় স্তরের বৈঠকে পাঁচজন বিধায়কের সম্মতিতে তিনি এলজেপি প্রেসিডেন্ট নির্বাচিত হন ৷ এঁদের মধ্যে একজন পারসের আত্মীয় প্রিন্স রাজ ৷ এরপর তিনি মন্তব্য করেন যে তাঁর দল অর্থাৎ এলজেপি এবার কেন্দ্রীয় সরকারের শরিক হবে ৷ স্বভাবতই এতে বিহার তথা দেশের রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.