ETV Bharat / bharat

Om Prakash Chautala : হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার চার বছরের কারাদণ্ড

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বিপাকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা ৷ শুক্রবার তাঁকে 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত (Former Haryana CM Om Prakash Chautala sentenced to 4 years imprisonment by CBI court) ৷

Former Haryana CM  Om Prakash Chautala
ওমপ্রকাশ চৌটালার চার বছরের কারাদণ্ড
author img

By

Published : May 27, 2022, 3:22 PM IST

Updated : May 27, 2022, 4:24 PM IST

নয়াদিল্লি, 27 মে : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় 4 বছরের কারাদণ্ড হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার (Former Haryana CM Om Prakash Chautala sentenced to 4 years imprisonment by CBI court) ৷ শুক্রবার দিল্লির বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে ৷ 50 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে ৷ একইসঙ্গে তাঁর 4টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত ৷

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার বিরুদ্ধে অভিযোগ, 1993 সাল থেকে 2006 সালের মধ্যে তিনি প্রচুর আয় বহির্ভূত সম্পত্তির মালিক হয়েছিলেন ৷ এর তদন্ত শুরু করে সিবিআই ৷ আদালতে এই মামলার শুনানিতে চৌটালার কড়া শাস্তির দাবি জানিয়েছিল সিবিআই ৷ তাদের যুক্তি ছিল, অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী, তাই দোষী সাব্যস্ত হওয়ার পরেও যদি তাঁর লঘু সাজা হয়, তাহলে সমাজে ভুল বার্তা যেতে পারে ৷

আরও পড়ুন : উন্নয়নমূলক কাজের খবর এনে দেয় ড্রোন, উৎসবের উদ্বোধনে জানালেন মোদি

গত সপ্তাহেই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ওমপ্রকাশ চৌটালাকে দোষী সাব্যস্ত করেন বিশেষ সিবিআই আদালতের বিচারক বিকাশ ধুল ৷ তিনি জানান, এই সম্পত্তিগুলির কোনও সন্তোষজনক হিসেব দিতে পারেননি ওমপ্রকাশ চৌটালা ৷ 1988 সালের দুর্নীতি বিরোধী আইনের 13 (1) ই, 13 (2) ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

নয়াদিল্লি, 27 মে : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় 4 বছরের কারাদণ্ড হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার (Former Haryana CM Om Prakash Chautala sentenced to 4 years imprisonment by CBI court) ৷ শুক্রবার দিল্লির বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে ৷ 50 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে ৷ একইসঙ্গে তাঁর 4টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত ৷

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার বিরুদ্ধে অভিযোগ, 1993 সাল থেকে 2006 সালের মধ্যে তিনি প্রচুর আয় বহির্ভূত সম্পত্তির মালিক হয়েছিলেন ৷ এর তদন্ত শুরু করে সিবিআই ৷ আদালতে এই মামলার শুনানিতে চৌটালার কড়া শাস্তির দাবি জানিয়েছিল সিবিআই ৷ তাদের যুক্তি ছিল, অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী, তাই দোষী সাব্যস্ত হওয়ার পরেও যদি তাঁর লঘু সাজা হয়, তাহলে সমাজে ভুল বার্তা যেতে পারে ৷

আরও পড়ুন : উন্নয়নমূলক কাজের খবর এনে দেয় ড্রোন, উৎসবের উদ্বোধনে জানালেন মোদি

গত সপ্তাহেই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ওমপ্রকাশ চৌটালাকে দোষী সাব্যস্ত করেন বিশেষ সিবিআই আদালতের বিচারক বিকাশ ধুল ৷ তিনি জানান, এই সম্পত্তিগুলির কোনও সন্তোষজনক হিসেব দিতে পারেননি ওমপ্রকাশ চৌটালা ৷ 1988 সালের দুর্নীতি বিরোধী আইনের 13 (1) ই, 13 (2) ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : May 27, 2022, 4:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.