ETV Bharat / bharat

OP Chautala : 86 বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী

author img

By

Published : Sep 5, 2021, 10:00 AM IST

বয়স হয়েছে তো কী ? ইচ্ছেটা আসল ৷ তাই 86 বছর বয়সে বার্ধক্যজনতি সব রকম বাধা উপেক্ষা করে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাও তিহার জেল থেকে পরীক্ষা দিয়ে ৷

ওম প্রকাশ চৌতালা
ওম প্রকাশ চৌতালা

চণ্ডীগড়, 5 সেপ্টেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী দশম শ্রেণির পরীক্ষা দিলেন 86 বছর বয়সে ! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ বছর 18 অগস্ট ওম প্রকাশ চৌটালা (Om Prakash Chautala) বোর্ড অফ স্কুল এডুকেশন হরিয়ানার (BSEH) 10ম শ্রেণির ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়েছেন ৷ তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Haryana Chief Minister) ৷ হরিয়ানা স্কুল এডুকেশন বোর্ডের (Haryana School Education Board) সভাপতি ড. জগবীর সিং (Dr Jagbir Singh) জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই পরীক্ষায় 100-র মধ্যে 88 পেয়েছেন ৷ 86 বছর বয়সে 10ম শ্রেণির পরীক্ষা দিয়ে চৌটালা সবচেয়ে বেশি বয়সে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রেকর্ড গড়লেন ৷

তবে একটি আবেদনপত্র জমা দিতে হবে ওম প্রকাশকে, তারপর তাঁর এই ফলাফল ঘোষণা করা যাবে ৷ ড. জগবীর সিং জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফলাফলের বিষয়ে জানাতে ফোন করলে তাঁর সহকারী (PA) ফোন তোলেন ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সে সময় পাঁচকুলায় (Panchkula) একটি কর্মীসভায় ভাষণ দিচ্ছিলেন ৷

আরও পড়ুন : Sikhsaratna : আদর্শ স্কুল গড়ে বর্ধমানের সুবীরকুমার দে এবার শিক্ষারত্ন

সম্প্রতি দিল্লির তিহার জেল থেকে তিনি প্রথমে 10ম ও পরে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন ৷ যদিও তাঁর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল জানানো হয়নি ৷ কারণ, 10ম শ্রেণির পরীক্ষায় তিনি ইংরেজি বিষয়ে ফেল করেছিলেন ৷ তাই ফের ওই বিষয়ে পরীক্ষা দেন ৷

কিন্তু 86 বছরের চৌটালার পরীক্ষা পাশে 14 বছরের মালকিতের (Malkit) অবদান রয়েছে ৷ নবম শ্রেণির এই ছাত্রটি চৌটালাকে পরীক্ষায় লিখে দিয়ে সাহায্য করেছিল ৷ বয়সের কারণে আর হাতে চোটের জন্যে চৌটালা বোর্ডের তরফে এমন একজনকে চেয়েছিলেন, যে তাঁর হয়ে পরীক্ষায় লিখে দেওয়ার কাজটা করে দেবে ৷ মালকিত সেটা করেছে ৷

চৌটালা কিন্তু এর আগেও একবার 10ম শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন ৷ তখন তাঁর বয়স 82 বছর ৷ 2017-য় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল (National Institute of Open School) থেকে উর্দু, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ আর ভারতীয় সংস্কৃতি এবং হেরিটেজ বিষয়ে 53.40 শতাংশ নম্বর পেয়ে 10ম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন ৷

চণ্ডীগড়, 5 সেপ্টেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী দশম শ্রেণির পরীক্ষা দিলেন 86 বছর বয়সে ! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ বছর 18 অগস্ট ওম প্রকাশ চৌটালা (Om Prakash Chautala) বোর্ড অফ স্কুল এডুকেশন হরিয়ানার (BSEH) 10ম শ্রেণির ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়েছেন ৷ তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Haryana Chief Minister) ৷ হরিয়ানা স্কুল এডুকেশন বোর্ডের (Haryana School Education Board) সভাপতি ড. জগবীর সিং (Dr Jagbir Singh) জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই পরীক্ষায় 100-র মধ্যে 88 পেয়েছেন ৷ 86 বছর বয়সে 10ম শ্রেণির পরীক্ষা দিয়ে চৌটালা সবচেয়ে বেশি বয়সে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রেকর্ড গড়লেন ৷

তবে একটি আবেদনপত্র জমা দিতে হবে ওম প্রকাশকে, তারপর তাঁর এই ফলাফল ঘোষণা করা যাবে ৷ ড. জগবীর সিং জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফলাফলের বিষয়ে জানাতে ফোন করলে তাঁর সহকারী (PA) ফোন তোলেন ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সে সময় পাঁচকুলায় (Panchkula) একটি কর্মীসভায় ভাষণ দিচ্ছিলেন ৷

আরও পড়ুন : Sikhsaratna : আদর্শ স্কুল গড়ে বর্ধমানের সুবীরকুমার দে এবার শিক্ষারত্ন

সম্প্রতি দিল্লির তিহার জেল থেকে তিনি প্রথমে 10ম ও পরে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন ৷ যদিও তাঁর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল জানানো হয়নি ৷ কারণ, 10ম শ্রেণির পরীক্ষায় তিনি ইংরেজি বিষয়ে ফেল করেছিলেন ৷ তাই ফের ওই বিষয়ে পরীক্ষা দেন ৷

কিন্তু 86 বছরের চৌটালার পরীক্ষা পাশে 14 বছরের মালকিতের (Malkit) অবদান রয়েছে ৷ নবম শ্রেণির এই ছাত্রটি চৌটালাকে পরীক্ষায় লিখে দিয়ে সাহায্য করেছিল ৷ বয়সের কারণে আর হাতে চোটের জন্যে চৌটালা বোর্ডের তরফে এমন একজনকে চেয়েছিলেন, যে তাঁর হয়ে পরীক্ষায় লিখে দেওয়ার কাজটা করে দেবে ৷ মালকিত সেটা করেছে ৷

চৌটালা কিন্তু এর আগেও একবার 10ম শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন ৷ তখন তাঁর বয়স 82 বছর ৷ 2017-য় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল (National Institute of Open School) থেকে উর্দু, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ আর ভারতীয় সংস্কৃতি এবং হেরিটেজ বিষয়ে 53.40 শতাংশ নম্বর পেয়ে 10ম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.