ETV Bharat / bharat

Virender Sehwag sister joins AAP : আম আদমি পার্টিতে যোগদান করলেন সেওয়াগের বোন - Anju Sehwag the sister of Virender Sehwag joins AAP

কংগ্রেস ছেড়ে কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগদান করলেন বীরেন্দ্র সেওয়াগের বোন অঞ্জু সেওয়াগ ৷ তাঁর সঙ্গে যোগদান করেন বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ চান্দেলাও (Virender Sehwag sister Anju Sehwag joins AAP)৷

Former cricketer Virender Sehwag sister joins Aam Aadmi Party
আম আদমি পার্টিতে যোগদান করলেন বীরেন্দ্র সেওয়াগের বোন অঞ্জু সেওয়াগ
author img

By

Published : Jan 1, 2022, 7:47 AM IST

নতুন দিল্লি, 1 জানুয়ারি : রাজনীতিতে ঘর বদল করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের বোন অঞ্জু সেওয়াগ (Virender Sehwag sister Anju Sehwag joins AAP) ৷ শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগদান করেছেন তিনি ৷ অবশ্য শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে আম আদমি পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ চান্দেলাও ৷ দিল্লির রাজৌরি গার্ডেনে দলের জাতীয় সভাপতি পঙ্কজ গুপ্তা এবং মালব্য নগরের বিধায়ক সোমনাথ ভারতীর হাত ধরে যোগদান করেন তাঁরা ৷

এর আগে কংগ্রেস পার্টির হয়ে দক্ষিণপুর থেকে কাউন্সিলর ছিলেন অঞ্জু ৷ 2017 সাল অবধি সেই দায়িত্ব পালন করেছিলেন তিনি ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, নিজের এলাকায় প্রচুর কাজ করেছিলেন তিনি ৷ কিন্তু তাঁর এলাকার কাউন্সিলর আসনটি আপাতত সংরক্ষিত তাই সেখান থেকে লড়াই করার কোনও সুযোগ ছিল না ৷

আরও পড়ুন :ভোটমুখী উত্তরপ্রদেশে যোগীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

আম আদমি পার্টিতে যোগদান প্রসঙ্গে ইটিভি ভারত-কে তিনি বলেন, "পরিবর্তন প্রকৃতির ধর্ম ৷ গত কয়েক বছর ধরে আম আদমি পার্টি দিল্লিতে অসাধারণ কাজ করে চলেছে ৷ দল যেভাবে কাজ করেছে তা আমাকে ভীষণ প্রভাবিত করেছে ৷ তা সে স্কুল তৈরির ক্ষেত্রেই হোক বা স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতিতেই হোক ৷" তাঁর মতে, এই মহামারিতে দিল্লির পরিস্থিতিকে সংকটজনক হয়ে উঠতে না দেওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছে সরকার ৷ দল যে দায়িত্ব দেবে তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও জানিয়েছেন অঞ্জু ৷

নতুন দিল্লি, 1 জানুয়ারি : রাজনীতিতে ঘর বদল করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের বোন অঞ্জু সেওয়াগ (Virender Sehwag sister Anju Sehwag joins AAP) ৷ শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগদান করেছেন তিনি ৷ অবশ্য শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে আম আদমি পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ চান্দেলাও ৷ দিল্লির রাজৌরি গার্ডেনে দলের জাতীয় সভাপতি পঙ্কজ গুপ্তা এবং মালব্য নগরের বিধায়ক সোমনাথ ভারতীর হাত ধরে যোগদান করেন তাঁরা ৷

এর আগে কংগ্রেস পার্টির হয়ে দক্ষিণপুর থেকে কাউন্সিলর ছিলেন অঞ্জু ৷ 2017 সাল অবধি সেই দায়িত্ব পালন করেছিলেন তিনি ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, নিজের এলাকায় প্রচুর কাজ করেছিলেন তিনি ৷ কিন্তু তাঁর এলাকার কাউন্সিলর আসনটি আপাতত সংরক্ষিত তাই সেখান থেকে লড়াই করার কোনও সুযোগ ছিল না ৷

আরও পড়ুন :ভোটমুখী উত্তরপ্রদেশে যোগীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

আম আদমি পার্টিতে যোগদান প্রসঙ্গে ইটিভি ভারত-কে তিনি বলেন, "পরিবর্তন প্রকৃতির ধর্ম ৷ গত কয়েক বছর ধরে আম আদমি পার্টি দিল্লিতে অসাধারণ কাজ করে চলেছে ৷ দল যেভাবে কাজ করেছে তা আমাকে ভীষণ প্রভাবিত করেছে ৷ তা সে স্কুল তৈরির ক্ষেত্রেই হোক বা স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতিতেই হোক ৷" তাঁর মতে, এই মহামারিতে দিল্লির পরিস্থিতিকে সংকটজনক হয়ে উঠতে না দেওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছে সরকার ৷ দল যে দায়িত্ব দেবে তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও জানিয়েছেন অঞ্জু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.