ETV Bharat / bharat

প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি - former cm of Gujarat passes away

গুজরাতের 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন মাধব সিং সোলাঙ্কি ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

মাধব সিং সোলাঙ্কি
মাধব সিং সোলাঙ্কি
author img

By

Published : Jan 9, 2021, 9:54 AM IST

Updated : Jan 9, 2021, 10:24 AM IST

গুজরাত, 9 জানুয়ারি : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা মাধব সিং সোলাঙ্কি ৷ বয়স হয়েছিল 93 বছর ৷ তিনি চার বার গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি ৷ শনিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা এক সময় বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ এদিন টুইটে তিনি লেখেন, "তাঁর মৃত্যুতে আমরা শোকাহত ৷ মাধবজি একজন দুর্দান্ত নেতা ছিলেন ৷ দশকের পর দশক তিনি গুজরাতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ সমাজের কাজের জন্য তাঁকে সবসময় মনে রাখা হবে ৷ তাঁর ছেলের সঙ্গে কথা বলে শোকবার্তা জানিয়েছি ৷"

টুইটে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরও লেখেন, "রাজনীতির পাশাপাশি তিনি পড়াশোনা করতে ভালোবাসতেন ৷ সংস্কৃতি সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন ছিলেন ৷ তাঁর সঙ্গে দেখা বা কথা হলেই বই নিয়ে আলোচনা হত ৷ শেষ কোন বইটি তিনি পড়েছেন সে সম্পর্কেও কথা বলতেন ৷"

মাধব সিং সোলাঙ্কির মৃত্যুতে শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লেখেন, "মাধব সিং সোলাঙ্কির মৃত্যুতে আমরা শোকাহত ৷ কংগ্রেসকে আরও শক্তিশালী করার জন্য তাঁর ভূমিকা অনস্বীকার্য ৷ তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই ৷"

গুজরাত, 9 জানুয়ারি : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা মাধব সিং সোলাঙ্কি ৷ বয়স হয়েছিল 93 বছর ৷ তিনি চার বার গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি ৷ শনিবার সকালে তাঁর মৃত্যু হয় ৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা এক সময় বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ এদিন টুইটে তিনি লেখেন, "তাঁর মৃত্যুতে আমরা শোকাহত ৷ মাধবজি একজন দুর্দান্ত নেতা ছিলেন ৷ দশকের পর দশক তিনি গুজরাতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ সমাজের কাজের জন্য তাঁকে সবসময় মনে রাখা হবে ৷ তাঁর ছেলের সঙ্গে কথা বলে শোকবার্তা জানিয়েছি ৷"

টুইটে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরও লেখেন, "রাজনীতির পাশাপাশি তিনি পড়াশোনা করতে ভালোবাসতেন ৷ সংস্কৃতি সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন ছিলেন ৷ তাঁর সঙ্গে দেখা বা কথা হলেই বই নিয়ে আলোচনা হত ৷ শেষ কোন বইটি তিনি পড়েছেন সে সম্পর্কেও কথা বলতেন ৷"

মাধব সিং সোলাঙ্কির মৃত্যুতে শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লেখেন, "মাধব সিং সোলাঙ্কির মৃত্যুতে আমরা শোকাহত ৷ কংগ্রেসকে আরও শক্তিশালী করার জন্য তাঁর ভূমিকা অনস্বীকার্য ৷ তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই ৷"

Last Updated : Jan 9, 2021, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.