ETV Bharat / bharat

প্রয়াত তরুণ গগৈ - অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ।

প্রয়াত তরুণ গগৈ
প্রয়াত তরুণ গগৈ
author img

By

Published : Nov 23, 2020, 5:57 PM IST

Updated : Nov 23, 2020, 8:25 PM IST

গুয়াহাটি, 23 নভেম্বর : প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । বয়স হয়েছিল 84 বছর । তিনি গুয়াহাটির মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । 15 অগাস্ট তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছিল । এরপর থেকে প্রায় দু'মাস তিনি চিকিৎসাধীন ছিলেন ।

পরে সুস্থ হয়ে উঠলেও কোরোনা-পরবর্তী বিভিন্ন সমস্যা তাঁর শরীরে দেখা দেয় । 2 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

আজ কয়েক ঘণ্টা আগেই অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করেছিলেন । লিখেছিলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । মাঝপথে কর্মসূচি বাতিল করে তরুণ গগৈ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য ডিব্রুগড় থেকে গুয়াহাটি ফিরে যাচ্ছি । তিনি সবসময় আমার কাছে বাবার মতো ।"

এর আগে গুয়াহাটির ওই হাসপাতালের সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা জানিয়েছিলেন, "9 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল প্রতি মুহূর্তে তাঁর পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন ৷ এই মুহূর্তে তাঁর অবস্থা খুবই সংকটজনক ৷ চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন ৷"

মাল্টি অর্গান ফেলিওরের কারণে তরুণ গগৈকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ রবিবার তাঁর ডায়ালিসিস হয়েছিল ৷ তাঁর রক্তচাপ ওঠানামা করছিল ৷ শ্বাসপ্রশ্বাস কৃত্রিমভাবে চলছিল ৷ কিন্তু শেষরক্ষা হল না । আজ প্রয়াত হন তিনি ।

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরিবার ও পরিজনবর্গের কাছে সমবেদনা জানিয়ে টুইট করেছেন তিনি ।

  • Shri Tarun Gogoi Ji was a popular leader and a veteran administrator, who had years of political experience in Assam as well as the Centre. Anguished by his passing away. My thoughts are with his family and supporters in this hour of sadness. Om Shanti. pic.twitter.com/H6F6RGYyT4

    — Narendra Modi (@narendramodi) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । লিখেছেন, "অসমের উন্নয়নের জন্য তাঁর অবদান অনস্বীকার্য ।"

  • He will always be remembered for the development of Assam and especially towards his efforts to improve law and order and fighting insurgency in the state. His passing away marks the end of an era. In this hour of grief, condolences to his family, friends and supporters.

    — President of India (@rashtrapatibhvn) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

  • Saddened to hear about the passing away of veteran leader and former Chief Minister of Assam for 3 terms, Tarun Gogoi Ji. My deepest condolences to his family, followers and well-wishers

    — Mamata Banerjee (@MamataOfficial) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুয়াহাটি, 23 নভেম্বর : প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । বয়স হয়েছিল 84 বছর । তিনি গুয়াহাটির মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । 15 অগাস্ট তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছিল । এরপর থেকে প্রায় দু'মাস তিনি চিকিৎসাধীন ছিলেন ।

পরে সুস্থ হয়ে উঠলেও কোরোনা-পরবর্তী বিভিন্ন সমস্যা তাঁর শরীরে দেখা দেয় । 2 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

আজ কয়েক ঘণ্টা আগেই অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করেছিলেন । লিখেছিলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । মাঝপথে কর্মসূচি বাতিল করে তরুণ গগৈ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জন্য ডিব্রুগড় থেকে গুয়াহাটি ফিরে যাচ্ছি । তিনি সবসময় আমার কাছে বাবার মতো ।"

এর আগে গুয়াহাটির ওই হাসপাতালের সুপারিনটেনডেন্ট অভিজিৎ শর্মা জানিয়েছিলেন, "9 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল প্রতি মুহূর্তে তাঁর পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন ৷ এই মুহূর্তে তাঁর অবস্থা খুবই সংকটজনক ৷ চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন ৷"

মাল্টি অর্গান ফেলিওরের কারণে তরুণ গগৈকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ রবিবার তাঁর ডায়ালিসিস হয়েছিল ৷ তাঁর রক্তচাপ ওঠানামা করছিল ৷ শ্বাসপ্রশ্বাস কৃত্রিমভাবে চলছিল ৷ কিন্তু শেষরক্ষা হল না । আজ প্রয়াত হন তিনি ।

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পরিবার ও পরিজনবর্গের কাছে সমবেদনা জানিয়ে টুইট করেছেন তিনি ।

  • Shri Tarun Gogoi Ji was a popular leader and a veteran administrator, who had years of political experience in Assam as well as the Centre. Anguished by his passing away. My thoughts are with his family and supporters in this hour of sadness. Om Shanti. pic.twitter.com/H6F6RGYyT4

    — Narendra Modi (@narendramodi) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । লিখেছেন, "অসমের উন্নয়নের জন্য তাঁর অবদান অনস্বীকার্য ।"

  • He will always be remembered for the development of Assam and especially towards his efforts to improve law and order and fighting insurgency in the state. His passing away marks the end of an era. In this hour of grief, condolences to his family, friends and supporters.

    — President of India (@rashtrapatibhvn) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

  • Saddened to hear about the passing away of veteran leader and former Chief Minister of Assam for 3 terms, Tarun Gogoi Ji. My deepest condolences to his family, followers and well-wishers

    — Mamata Banerjee (@MamataOfficial) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Nov 23, 2020, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.