হুবলি(কর্ণাটক), 16 এপ্রিল: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার শনিবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন ৷ 10 মে ওই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তাতে টিকিট না-পাওয়াতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷ 67 বছর বয়সি এই নেতা জানান, তিনি বিধানসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করবেন ।
কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলের নেতা ছিলেন জগদীশ শেত্তার ৷ তিনি জানিয়েছেন যে নিশ্চিতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । জগদীশ বলেন, "আমি বিধানসভা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি ৷ " তিনি আরও জানিয়েছেন, কর্ণাটক বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগডে কাগেরি সিরসিতে রয়েছেন ৷ তাঁর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন । জগদীশ শেত্তার বলেন,"ভারাকান্ত হৃদয়ে আমি দল ছাড়ছি । আমিই এই দলটিকে গড়ে তুলেছি এবং বড় করেছি । ওঁরা (দলের কিছু নেতা) পরিস্থিতি তৈরি করেছে যে আমায় দল ছাড়তে হচ্ছে ৷"
বিজেপিতে তাঁর অবদানের স্মরণ করিয়ে তিনি বলেন, " ওঁরা এখনও জগদীশ শেত্তারকে চিনতে পারেননি । আমাকে যেভাবে অপমান এবং উপেক্ষা করা হয়েছে তাতে আমি ক্ষুব্ধ । তাই আমার মনে হয় এখন চুপ করে বসে থাকা উচিত নয় । সেটা মাথায় রেখে বলেছি যে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব ।" নেতার আরও অভিযোগ, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷
মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি এবং ধর্মেন্দ্র প্রধান ছ'বারের বিধায়ক জগদীশ শেত্তারের সঙ্গে বৈঠক করেন ৷ তারপরও তাঁরা ব্যর্থ হন ৷ এরপরেই পদত্যাগের ঘোষণা করেন তিনি । এর আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে জগদীশের । সবমিলিয়ে হুবলি-ধারওয়াদ বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী না করার পরই বিজেপির সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি ৷ তারপর ওই তিনজন শনিবার রাতে তাঁর বাড়িতে পৌঁছন আলোচনা করতে । শেষমেশ দল ছাড়ার কথা ঘোষণা করলেন বিজেপির এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন: সচিনের জন্য বিজেপির দরজা খোলা, ইঙ্গিত শাহের