ETV Bharat / bharat

Kalyan Singh: প্রয়াত কল্যাণ সিং, শোক প্রকাশ মোদি-যোগীর

গত 4 জুলাইয়ে লখনউর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালে কল্যাণ সিং-কে ভর্তি করা হয় ৷ আজ হাসপাতালের তরফে জানানো হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপালের ৷

s
s
author img

By

Published : Aug 21, 2021, 9:50 PM IST

Updated : Aug 21, 2021, 11:12 PM IST

লখনউ, 21 অগস্ট : প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (Kalyan Singh) ৷ বয়স হয়েছিল 89 বছর ৷ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ আজ প্রয়াত হন তিনি ৷

উত্তরপ্রদেশের আলিগড়ে 1932 সালে 5 জানুয়ারি জন্ম কল্যাণ সিংয়ের ৷ 1991 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি ৷ গত 4 জুলাইয়ে লখনউর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালে কল্যাণ সিং-কে ভর্তি করা হয় ৷ এদিন হাসপাতালের তরফে জানানো হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপালের ৷

  • I am saddened beyond words. Kalyan Singh Ji…statesman, veteran administrator, grassroots level leader and great human. He leaves behind an indelible contribution towards the development of Uttar Pradesh. Spoke to his son Shri Rajveer Singh and expressed condolences. Om Shanti. pic.twitter.com/ANOU2AJIpS

    — Narendra Modi (@narendramodi) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কল্য়াণ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ প্রধানমন্ত্রী লেখেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি ৷ কল্যাণ সিংজি... রাষ্ট্রনায়ক, প্রবীণ প্রশাসক, তৃণমূল স্তরের নেতা এবং অসাধারণ মানুষ ৷ উত্তরপ্রদেশের উন্নতিতে অসামান্য অবদান রেখে গেলেন তিনি ৷ কথা বলেছি ওঁর ছেলে রাজবীর সিংয়ের সঙ্গে ৷ সমবেদনা জানিয়েছি ৷"

  • प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत पुण्यात्मा को अपने श्री चरणों में स्थान दें और शोक-संतप्त परिजनों को दु:ख सहने की शक्ति प्रदान करें।

    समाज, कल्याण सिंह जी को उनके युगांतरकारी निर्णयों, कर्तव्यनिष्ठा व शुचितापूर्ण जीवन के लिए सदियों तक स्मरण करते हुए प्रेरित होता रहेगा।

    — Yogi Adityanath (@myogiadityanath) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কল্যাণ সিয়ের মৃত্যুতে উত্তর প্রদেশে তিনদিনের শোক পালন করা হবে ৷ ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi adityanath) ৷ তিনি জানিয়েছেন, কল্যাণ সিংকে সম্মান জানাতে উত্তর প্রদেশ তিন দিন শোকপালন করবে ৷ 23 অগস্টে নারোরা গঙ্গাতীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ ওই দিন রাজ্যে ছুট থাকবে ৷

  • श्री कल्याण सिंह जी उ. प्र. ही नहीं भारतीय राजनीति की वह क़द्दावर हस्ती थे, जिन्होंने अपने व्यक्तित्व एवं कृतित्व से देश और समाज पर एक अमिट छाप छोड़ी। उनका लम्बा राजनीतिक जीवन जनता-जनार्दन की सेवा में समर्पित रहा। वे उत्तर प्रदेश के अत्यंत लोकप्रिय मुख्यमंत्री के रूप में जाने गए।

    — Rajnath Singh (@rajnathsingh) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Kalyan Singh : বিজেপির সঙ্গ ছাড়ার পর কী ঘটেছিল কল্যাণ সিংয়ের জীবনে ?

এছাড়াও কল্যাণ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (M Venkaiah Naidu) প্রমুখ ৷

লখনউ, 21 অগস্ট : প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (Kalyan Singh) ৷ বয়স হয়েছিল 89 বছর ৷ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ আজ প্রয়াত হন তিনি ৷

উত্তরপ্রদেশের আলিগড়ে 1932 সালে 5 জানুয়ারি জন্ম কল্যাণ সিংয়ের ৷ 1991 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি ৷ গত 4 জুলাইয়ে লখনউর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট হাসপাতালে কল্যাণ সিং-কে ভর্তি করা হয় ৷ এদিন হাসপাতালের তরফে জানানো হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপালের ৷

  • I am saddened beyond words. Kalyan Singh Ji…statesman, veteran administrator, grassroots level leader and great human. He leaves behind an indelible contribution towards the development of Uttar Pradesh. Spoke to his son Shri Rajveer Singh and expressed condolences. Om Shanti. pic.twitter.com/ANOU2AJIpS

    — Narendra Modi (@narendramodi) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কল্য়াণ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ প্রধানমন্ত্রী লেখেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি ৷ কল্যাণ সিংজি... রাষ্ট্রনায়ক, প্রবীণ প্রশাসক, তৃণমূল স্তরের নেতা এবং অসাধারণ মানুষ ৷ উত্তরপ্রদেশের উন্নতিতে অসামান্য অবদান রেখে গেলেন তিনি ৷ কথা বলেছি ওঁর ছেলে রাজবীর সিংয়ের সঙ্গে ৷ সমবেদনা জানিয়েছি ৷"

  • प्रभु श्री राम से प्रार्थना है कि दिवंगत पुण्यात्मा को अपने श्री चरणों में स्थान दें और शोक-संतप्त परिजनों को दु:ख सहने की शक्ति प्रदान करें।

    समाज, कल्याण सिंह जी को उनके युगांतरकारी निर्णयों, कर्तव्यनिष्ठा व शुचितापूर्ण जीवन के लिए सदियों तक स्मरण करते हुए प्रेरित होता रहेगा।

    — Yogi Adityanath (@myogiadityanath) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কল্যাণ সিয়ের মৃত্যুতে উত্তর প্রদেশে তিনদিনের শোক পালন করা হবে ৷ ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi adityanath) ৷ তিনি জানিয়েছেন, কল্যাণ সিংকে সম্মান জানাতে উত্তর প্রদেশ তিন দিন শোকপালন করবে ৷ 23 অগস্টে নারোরা গঙ্গাতীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ ওই দিন রাজ্যে ছুট থাকবে ৷

  • श्री कल्याण सिंह जी उ. प्र. ही नहीं भारतीय राजनीति की वह क़द्दावर हस्ती थे, जिन्होंने अपने व्यक्तित्व एवं कृतित्व से देश और समाज पर एक अमिट छाप छोड़ी। उनका लम्बा राजनीतिक जीवन जनता-जनार्दन की सेवा में समर्पित रहा। वे उत्तर प्रदेश के अत्यंत लोकप्रिय मुख्यमंत्री के रूप में जाने गए।

    — Rajnath Singh (@rajnathsingh) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Kalyan Singh : বিজেপির সঙ্গ ছাড়ার পর কী ঘটেছিল কল্যাণ সিংয়ের জীবনে ?

এছাড়াও কল্যাণ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (M Venkaiah Naidu) প্রমুখ ৷

Last Updated : Aug 21, 2021, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.