মুম্বই, 24 মে : প্রয়াত পরমাণু গবেষণা জগতের বিখ্যাত বিজ্ঞানী শ্রীকুমার বন্দ্যোপাধ্য়ায় ৷ রবিবার মুম্বইয়ে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 70 বছর ৷ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন শ্রীকুমার বন্দ্যোপাধ্য়ায় ৷ সেরেও উঠেছিলেন ৷ কিন্তু রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজ্ঞানী মহলে শোকের ছায়া ৷ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ টুইটারে তিনি লেখেন, "ভারতীয় বিজ্ঞান বিশেষ করে পরমাণু শক্তি নিয়ে গবেষণায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে ৷ তিনি একজন অসাধারণ মেন্টর ছিলেন ৷ তাঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ ৷ ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷"
আরও পড়ুন : করোনা-মন্তব্যে কমল নাথের বিরুদ্ধে এফআইআর
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দু'বছর পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন ৷ এছাড়া ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন ৷ খড়গপুর আইআইটি-র ছাত্র শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় 2005 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন ৷ তার আগে 1989 সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান ৷