নয়াদিল্লি, 12 এপ্রিল: প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 99 বছর ৷ টুইটারে ইনস্পেসের চেয়ারম্যান পবন কে গোয়েঙ্কা মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, "শিল্প জগৎ আজ খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বকে হারাল । শ্রী কেশব মাহিন্দ্রার জুড়ি মেলা ভার ৷ খুব ভালো মানুষ ছিলেন তিনি ৷ তাঁকে জানার সুযোগ হয়েছিল আমার ৷ তাঁর কাজে আমি অনুপ্রাণিত হয়েছিলাম । ওম শান্তি ৷"
নিজের বাড়িতে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন কেশব মাহিন্দ্রা । একজন সুপরিচিত সমাজসেবী, মাহিন্দ্রা ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ৷ যখন 1984 সালের ডিসেম্বরে ভোপাল গ্যাস লিক হয়েছিল তখন তিনি চেয়ারম্যান পদে ছিলেন । ভোপাল গ্যাস লিকের ঘটনাকে বিশ্বের সবচেয়ে খারাপ শিল্প বিপর্যয় হিসাবে চিহ্নিত করা হয় ৷ কেশব মাহিন্দ্রা ও ঘটনায় অভিযুক্ত অন্যদের পরে 2010 সালে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত ৷ পরে অবশ্য তাঁরা জামিন পেয়ে যান ।
কেশব মাহিন্দ্রা 9 অক্টোবর 1923 সালে সিমলায় জন্মগ্রহণ করেন ৷ পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে উচ্চশিক্ষা পান তিনি । পরবর্তীকালে 1947 সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপে যোগদান করেন ৷ 1963 সালে এই সংস্থার চেয়ারম্যান হন । কেশব মাহিন্দ্রা বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন উচ্চস্তরের সরকারি কমিটি এবং প্যানেলে কাজ করেছেন ৷ 2004-2010 সাল পর্যন্ত বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রধানমন্ত্রীর কাউন্সিলে ছিলেন তিনি । তিনি বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছিলেন ৷ তাঁর নেতৃত্বে বছরের পর বছর ধরে মাহিন্দ্রা গ্রুপ অটোমোবাইল ক্ষেত্রে শীর্ষস্থানে ছিল ৷ সেসময় মাহিন্দ্রা গ্রুপের তৈরি জনপ্রিয় উইলিস জিপগুলি রাস্তায় দাপিয়ে বেরিয়েছিল ৷
আরও পড়ুন: অটো রিকশা চালকের আসনে বিল গেটস, প্রতিযোগিতায় আহ্বান আনন্দ মাহিন্দ্রার