নয়াদিল্লি ও বিজয়ওয়াড়া: চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিকে বেআইনি বলে জানালেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর নাগেশ্বর রাও ৷ শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করা হয় ৷ সেই নিয়েই এক্স হ্যান্ডেলে (আগে টুইটার নামে পরিচিত ছিল) প্রতিক্রিয়া দেন নাগেশ্বর রাও ৷
এক্স হ্যান্ডেলে নাগেশ্বর রাও লেখেন, "আমি মামলার তথ্য সম্পর্কে মন্তব্য করতে পারি না ৷ কারণ, সেগুলি আমার কাছে নেই ৷ তাই আমি মামলার বৈধতা ও যথার্থতা এবং আজ ভোরে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখব ৷" এর পর তিনি এই গ্রেফতারির আইনি বৈধতা নিয়ে ব্যাখ্যা দেন ৷
সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর নাগেশ্বর রাও লেখেন, "দুর্নীতি প্রতিরোধ আইন, 1988 কে সংসদ সংশোধন করে দুর্নীতি প্রতিরোধ (সংশোধন) আইন, 2018 করেছে৷ এর মাধ্যমে ব্যাপকভাবে সংশোধন করা হয়েছে ৷ এতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে । এতে একটি নতুন ধারা 17এ যুক্ত করা হয়েছে । সরকারি দায়িত্ব বা কার্য সম্পাদনের ক্ষেত্রে একজন সরকারি কর্মচারী দ্বারা গৃহীত সুপারিশ বা সিদ্ধান্ত সম্পর্কিত অপরাধের তদন্ত সংক্রান্ত কিছু বিধি রয়েছে । কোনও পুলিশ অফিসার এই আইনের অধীনে কোনও সরকারী কর্মচারী কর্তৃক সংঘটিত অপরাধের বিষয়ে কোনও তদন্ত পরিচালনা করবেন না ।’’
তিনি আরও লিখেছেন, "দুই বছরেরও কম সময় আগে নথিভুক্ত হওয়ায় একটি মামলায়.. এটি একটি আইনগত বিষয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রীরস্তরের একজন ব্যক্তিকে কোনও নোটিশ না দিয়েই গ্রেফতার করা প্রয়োজন ছিল কি না !" নাগেশ্বর রাও-এর বক্তব্য, গ্রেফতার করার ক্ষমতা পুলিশের আছে, তবে তা বেআইনি কি না খতিয়ে দেখতে হবে ।
সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর আরও বলেন, "আমি জানি যে আদালতের পরোয়ানা ছাড়াই আইন অনুযায়ী একজন অভিযুক্ত জন প্রতিনিধিকে গ্রেফতার করার ক্ষমতা পুলিশের আছে । কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ, তা হল ক্ষমতা থাকা এক জিনিস এবং এটা সম্পূর্ণ আলাদা জিনিস । এটা সঠিকভাবে প্রয়োগ করুন । এবং যখন আইনি ক্ষমতা সত্যের সঙ্গে প্রয়োগ করা হয় না, তখন এটা আইনের অপব্যবহারে পরিণত হয় ।"
উল্লেখ্য, শনিবার চন্দ্রবাবু নাইডুকে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা থেকে ভারতীয় দণ্ডবিধির 120বি (অপরাধী ষড়যন্ত্রের পক্ষপাত) ও 420 (প্রতারণা)-সহ বিভিন্ন ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া সিআইডি আইনেও কিছু ধারা দেওয়া হয়েছে ৷ স্কিল ডেভেলপমেন্ট মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ আজই তাঁকে আদালতে পেশ করা হতে পারে ৷
আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশের 371 কোটির স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার চন্দ্রবাবু নাইডু