ETV Bharat / bharat

Pakistan involvement in Pulwama attack : পুলওয়ামা হামলায় সরাসরি জড়িত পাকিস্তান, দাবি অবসরপ্রাপ্ত সেনাকর্তার

author img

By

Published : Feb 15, 2022, 2:27 PM IST

অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল কেজেএস ধিঁলোর দাবি, ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থা যে প্রমাণ, নথি ও অস্ত্র উদ্ধার করেছিল তদন্তের সময়, তার থেকেই প্রমাণ মেলে যে ওই হামলায় পাকিস্তান সরাসরি যুক্ত ছিল (Evidences of Pulwama attack proves Pakistan Army involved) ৷

former-army-officer-says-pakistan-was-directly-involved-in-2019-pulwama-attack-as-per-evidence-recovered
Pakistan involvement in Pulwama attack : পুলওয়ামা হামলায় সরাসরি জড়িত পাকিস্তান, দাবি অবসরপ্রাপ্ত সেনাকর্তার

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি : পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান সরাসরি জড়িত ৷ সোমবার এমনই দাবি করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল কেজেএস ধিঁলো ৷ 2019 সালে পুলওয়ামায় ওই আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছিল (Pulwama terror attack 2019) ৷ সেই সময় অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল কেজেএস ধিঁলো জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে 15 কর্পসের দায়িত্বে ছিলেন ৷

তিনি জানিয়েছেন, ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থা যে প্রমাণ, নথি ও অস্ত্র উদ্ধার করেছিল তদন্তের সময়, তার থেকেই প্রমাণ মেলে যে ওই হামলায় পাকিস্তান সরাসরি যুক্ত ছিল (Evidences of Pulwama attack proves Pakistan Army involved) ৷ জইশ-ই-মহম্মদ বা জেইএম পাকিস্তানে বসে চালানো হয় ৷ অর্থ-সহ সবরকম সাহায্যও করে পাকিস্তান ৷ ওই সংগঠনে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা এসে কাশ্মীর উপত্যকায় হামলা চালালো এবং সিআরপিএফ জওয়ানদের মারল ৷ এর ফলে ওই এলাকার শান্তি পুরোপুরি বিঘ্নিত হয়ে গিয়েছিল ৷

তিনি আরও জানিয়েছেন, হামলার একশো ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত মডিউলকে নিকেশ করা হয় ৷ ওই মডিউলের নেতৃত্বে কামরান নামে একজন ছিল ৷ সে পাকিস্তানের নাগরিক ৷ তার পর জেইএম-এর বাকি সদস্যরা ভয় পেয়ে যায় ৷ তাই তারা আর কেউ নেতৃত্ব দিতে চায়নি ৷ পাকিস্তান থেকে নির্দেশ আসার পরও তারা রাজি হয়নি ৷

তাঁর বক্তব্য, পাকিস্তানি সেনা, আইএসআই ও জঙ্গি গোষ্ঠীগুলো এক হয়ে কাজ করে ৷ পাক সেনার মদত না থাকলে কেউ নিয়ন্ত্রণ রেখা পার করে আসতে পারে না ৷ পাকিস্তানের ওই নাগরিককে সেনাই এনেছিল বলে মনে করা হয় ৷

2019 সালের 14 ফেব্রুয়ারি ওই হামলা হয় ৷ আদিল আহমেদ দার নামে এক জেইএম জঙ্গি সিআরপিএফ কনভয়ে ঢুকে পড়ে ৷ তার পর আত্মঘাতী হামলা চালানো হয় ৷ 40 জন সিআরপিএফ জওয়ান শহিদ হন (40 CRPF personnel died in Pulwama terror attack) ৷

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি : পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান সরাসরি জড়িত ৷ সোমবার এমনই দাবি করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল কেজেএস ধিঁলো ৷ 2019 সালে পুলওয়ামায় ওই আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছিল (Pulwama terror attack 2019) ৷ সেই সময় অবসরপ্রাপ্ত লেফটেন্য়ান্ট জেনারেল কেজেএস ধিঁলো জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে 15 কর্পসের দায়িত্বে ছিলেন ৷

তিনি জানিয়েছেন, ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থা যে প্রমাণ, নথি ও অস্ত্র উদ্ধার করেছিল তদন্তের সময়, তার থেকেই প্রমাণ মেলে যে ওই হামলায় পাকিস্তান সরাসরি যুক্ত ছিল (Evidences of Pulwama attack proves Pakistan Army involved) ৷ জইশ-ই-মহম্মদ বা জেইএম পাকিস্তানে বসে চালানো হয় ৷ অর্থ-সহ সবরকম সাহায্যও করে পাকিস্তান ৷ ওই সংগঠনে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা এসে কাশ্মীর উপত্যকায় হামলা চালালো এবং সিআরপিএফ জওয়ানদের মারল ৷ এর ফলে ওই এলাকার শান্তি পুরোপুরি বিঘ্নিত হয়ে গিয়েছিল ৷

তিনি আরও জানিয়েছেন, হামলার একশো ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত মডিউলকে নিকেশ করা হয় ৷ ওই মডিউলের নেতৃত্বে কামরান নামে একজন ছিল ৷ সে পাকিস্তানের নাগরিক ৷ তার পর জেইএম-এর বাকি সদস্যরা ভয় পেয়ে যায় ৷ তাই তারা আর কেউ নেতৃত্ব দিতে চায়নি ৷ পাকিস্তান থেকে নির্দেশ আসার পরও তারা রাজি হয়নি ৷

তাঁর বক্তব্য, পাকিস্তানি সেনা, আইএসআই ও জঙ্গি গোষ্ঠীগুলো এক হয়ে কাজ করে ৷ পাক সেনার মদত না থাকলে কেউ নিয়ন্ত্রণ রেখা পার করে আসতে পারে না ৷ পাকিস্তানের ওই নাগরিককে সেনাই এনেছিল বলে মনে করা হয় ৷

2019 সালের 14 ফেব্রুয়ারি ওই হামলা হয় ৷ আদিল আহমেদ দার নামে এক জেইএম জঙ্গি সিআরপিএফ কনভয়ে ঢুকে পড়ে ৷ তার পর আত্মঘাতী হামলা চালানো হয় ৷ 40 জন সিআরপিএফ জওয়ান শহিদ হন (40 CRPF personnel died in Pulwama terror attack) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.