ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে কোরোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার বার্তা বরিস - ভারতবাসীকে শুভেচ্ছা

সাধারণতন্ত্র দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ একই সঙ্গে তাঁর বার্তা, কোরোনা মহামারির সঙ্গে লড়াইয়ে ভারত ও ব্রিটেন এক অপরের পাশে থাকবে ৷ খুব দ্রুত এই মহামারির হাত থেকে মানবজাতিকে মুক্তি দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বরিস জনসন ৷

forced-to-cancel-visit-over-new-virus-strain-in-uk-boris-johnson-greets-india-on-republic-day
সাধারণতন্ত্র দিবসে কোরোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার বার্তা বরিস জনসনের
author img

By

Published : Jan 26, 2021, 7:19 PM IST

লন্ডন, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো বার্তা পাঠালেন ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ যেখানে মানবতাকে কোরোনা মহামারির প্রকোপ থেকে রক্ষা করতে ভারত ও ইংল্য়ান্ড একে অপরের পাশে থেকে লড়াই করবে বলে জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ এদিন ভারতবাসীকে উল্লেখ করে ওই ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘আমি অধীর আগ্রহে এই গুরুত্বপূর্ণ দিনটিতে আপনাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৷’’

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে দিল্লিতে উপস্থিত থাকার কথা ছিল বরিস জনসনের ৷ তবে, ইংল্য়ান্ডে কোরোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়ায়, তাঁর সফর বাতিল করা হয় ৷ তারপর আজ সাধারণতন্ত্র দিবসে তিনি ভিডিয়ো বার্তা দিয়ে বলেন, ‘‘অসাধারণ একটি সংবিধানের জন্মদিন, যা ভারতকে সবচেয়ে বড় সার্বভৌম গণতন্ত্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছে ৷’’

আরও পড়ুন : জি-7 সামিটে মোদিকে আমন্ত্রণ বরিস জনসনের

কোরোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশ যে একসঙ্গে রয়েছে সেই বার্তাও এদিন বরিস জনসন দেন ৷ তিনি বলেন, ‘‘আমি আগেও বলেছি, দুই দেশে কোরোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একে অপরের পাশে থেকে ভ্য়াকসিন আবিষ্কার, তৈরি এবং বণ্টন করছে ৷ এবং ভারত, ব্রিটেন ও অন্য়ান্য় দেশকে ধন্য়বাদ যাঁরা একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করছে ৷ এখন আমরা এই মহামারি থেকে মানবজাতিকে মুক্ত করার খুব কাছে চলে এসেছি ৷ তাই আমি এ বছরের শেষে ভারত সফরে যেতে মুখিয়ে রয়েছি ৷ যেখানে আমরা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলব ৷’’

লন্ডন, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো বার্তা পাঠালেন ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ যেখানে মানবতাকে কোরোনা মহামারির প্রকোপ থেকে রক্ষা করতে ভারত ও ইংল্য়ান্ড একে অপরের পাশে থেকে লড়াই করবে বলে জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ এদিন ভারতবাসীকে উল্লেখ করে ওই ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘আমি অধীর আগ্রহে এই গুরুত্বপূর্ণ দিনটিতে আপনাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৷’’

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে দিল্লিতে উপস্থিত থাকার কথা ছিল বরিস জনসনের ৷ তবে, ইংল্য়ান্ডে কোরোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়ায়, তাঁর সফর বাতিল করা হয় ৷ তারপর আজ সাধারণতন্ত্র দিবসে তিনি ভিডিয়ো বার্তা দিয়ে বলেন, ‘‘অসাধারণ একটি সংবিধানের জন্মদিন, যা ভারতকে সবচেয়ে বড় সার্বভৌম গণতন্ত্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছে ৷’’

আরও পড়ুন : জি-7 সামিটে মোদিকে আমন্ত্রণ বরিস জনসনের

কোরোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশ যে একসঙ্গে রয়েছে সেই বার্তাও এদিন বরিস জনসন দেন ৷ তিনি বলেন, ‘‘আমি আগেও বলেছি, দুই দেশে কোরোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একে অপরের পাশে থেকে ভ্য়াকসিন আবিষ্কার, তৈরি এবং বণ্টন করছে ৷ এবং ভারত, ব্রিটেন ও অন্য়ান্য় দেশকে ধন্য়বাদ যাঁরা একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করছে ৷ এখন আমরা এই মহামারি থেকে মানবজাতিকে মুক্ত করার খুব কাছে চলে এসেছি ৷ তাই আমি এ বছরের শেষে ভারত সফরে যেতে মুখিয়ে রয়েছি ৷ যেখানে আমরা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.