ETV Bharat / bharat

Jallikattu in Chennai: নয়া ইতিহাস, চেন্নাইতে বসবে জালিকাট্টুর আসর

জালিকাট্টু তামিলনাড়ুর ইতিহাস এবং সংস্কৃতির অংশ। ষাঁড় আর মানুষের এই লড়াই চলে আসছে বহুকাল ধরে । নানা সংগঠনের আপত্তি থেকে শুরু করে সুপ্রিম নিষেধাজ্ঞা-সবই হয়েছিল । তবে আদালতের ছাড়পত্র মিলেছে ।এই প্রথম জালিকাট্টুর আসর বসছে চেন্নাইয়ে (Chennai to see Jallikattu for the first time ) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 12, 2023, 8:34 AM IST

চেন্নাই,12 জানুয়ারি: জালিকাট্টুকে ঘিরে নয়া ইতিহাস তৈরি হতে চলেছে । এই প্রথম চেন্নাইতেও খেলা হবে জালিকাট্টু । ষাঁড় আর মানুষের এই লড়াই মাদুরাইতে হয়ে আসত সেই আদিকাল থেকে। এবারই প্রথম চেন্নাইতে হবে জালিকাট্টু । দক্ষিণ তামিলনাড়ুর এই খেলাটি চেন্নাইতে উঠে আসার এই ঘটনাকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন (Social observers think organizing Jallikattu in Chennai is very significant )।

দক্ষিণ তামিলনাড়ুর মাদুরাই থেকে শুরু করে বিভিন্ন অংশে জালিকাট্টু খেলা হয়ে থাকে । কিন্তু চেন্নাইতে এই ধরনের কোনও ঘটনা আগে কখনও ঘটেনি। এবার মার্চ মাসের 5 তারিখ সেই ঘটনাই ঘটতে চলেছে তামিলভূমের রাজধানী শহরে । খেলা না হলেও জালিকাট্টুর সঙ্গে চেন্নাই যোগ যে একদম নেই বা আগে কখনও ছিল না সেটা ভাবার কোনও কারণ নেই । 2017 সালে জালিকাট্টু বন্ধ করার পর চেন্নাইয়ে প্রতিবাদ সংগঠিত হয় । এবার জালিকাট্টু খেলাও হবে এখানে । এমনিতেই চেন্নাইয়ের প্রায় সমস্ত মলে ষাঁড়ের প্রতিকৃতি রাখা থাকে। সেটাও জালিকাট্টুকে স্মরণ করে।

চেন্নাই শহরে জালিকাট্টু আয়োজনের মূল উদ্যোগ নিয়েছেন আলান্দুরের বিধায়ক আনবারাসান । ডিএমকে প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের জন্মদিন উপলক্ষ্যে 5 মার্চ হবে এই বিশেষ জালিকাট্টু । প্রায় 500টি ষাঁড় এবং জালিকাট্টুতে পারদর্শী বেশ কয়েকজনকে নিয়ে আসা হবে । চেন্নাই বিমানবন্দর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এক জায়গায় বসছে প্রতিযোগিতার আসর । সেরা খেলোয়াড় পাবেন একটি গাড়ি ও মোটর বাইক ।বিধায়ক জানান, প্রায় দশ হাজার দর্শক হাজির থাকবেন সেদিন ।

গতবছরই এরকম একটি উদ্যোগ নিয়েছিলেন আরবাসান-সহ কয়েকজন । সেরে ফেলেছিলেন প্রস্তুতিও । তবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ থাকায় আয়োজন করা যায়নি শেষমেশ । কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন । তাই সকলেই আশা করছেন চেন্নাইতে শেষমেশ জালিকাট্টু খেলা সম্ভব হবে । আরও পড়ুন: জালিকাট্টু কি থাকবে ? বড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট

চেন্নাই,12 জানুয়ারি: জালিকাট্টুকে ঘিরে নয়া ইতিহাস তৈরি হতে চলেছে । এই প্রথম চেন্নাইতেও খেলা হবে জালিকাট্টু । ষাঁড় আর মানুষের এই লড়াই মাদুরাইতে হয়ে আসত সেই আদিকাল থেকে। এবারই প্রথম চেন্নাইতে হবে জালিকাট্টু । দক্ষিণ তামিলনাড়ুর এই খেলাটি চেন্নাইতে উঠে আসার এই ঘটনাকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন (Social observers think organizing Jallikattu in Chennai is very significant )।

দক্ষিণ তামিলনাড়ুর মাদুরাই থেকে শুরু করে বিভিন্ন অংশে জালিকাট্টু খেলা হয়ে থাকে । কিন্তু চেন্নাইতে এই ধরনের কোনও ঘটনা আগে কখনও ঘটেনি। এবার মার্চ মাসের 5 তারিখ সেই ঘটনাই ঘটতে চলেছে তামিলভূমের রাজধানী শহরে । খেলা না হলেও জালিকাট্টুর সঙ্গে চেন্নাই যোগ যে একদম নেই বা আগে কখনও ছিল না সেটা ভাবার কোনও কারণ নেই । 2017 সালে জালিকাট্টু বন্ধ করার পর চেন্নাইয়ে প্রতিবাদ সংগঠিত হয় । এবার জালিকাট্টু খেলাও হবে এখানে । এমনিতেই চেন্নাইয়ের প্রায় সমস্ত মলে ষাঁড়ের প্রতিকৃতি রাখা থাকে। সেটাও জালিকাট্টুকে স্মরণ করে।

চেন্নাই শহরে জালিকাট্টু আয়োজনের মূল উদ্যোগ নিয়েছেন আলান্দুরের বিধায়ক আনবারাসান । ডিএমকে প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের জন্মদিন উপলক্ষ্যে 5 মার্চ হবে এই বিশেষ জালিকাট্টু । প্রায় 500টি ষাঁড় এবং জালিকাট্টুতে পারদর্শী বেশ কয়েকজনকে নিয়ে আসা হবে । চেন্নাই বিমানবন্দর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এক জায়গায় বসছে প্রতিযোগিতার আসর । সেরা খেলোয়াড় পাবেন একটি গাড়ি ও মোটর বাইক ।বিধায়ক জানান, প্রায় দশ হাজার দর্শক হাজির থাকবেন সেদিন ।

গতবছরই এরকম একটি উদ্যোগ নিয়েছিলেন আরবাসান-সহ কয়েকজন । সেরে ফেলেছিলেন প্রস্তুতিও । তবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ থাকায় আয়োজন করা যায়নি শেষমেশ । কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন । তাই সকলেই আশা করছেন চেন্নাইতে শেষমেশ জালিকাট্টু খেলা সম্ভব হবে । আরও পড়ুন: জালিকাট্টু কি থাকবে ? বড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.