ETV Bharat / bharat

Mobile Phone Manufacturing: নির্মলার শুল্ক ছাড়ের ঘোষণায় সস্তা হতে পারে মোবাইল ফোন - কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

বুধবার লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Budget) ৷ সেই বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি ৷ বিভিন্ন জিনিস শুল্ক বেশি ও কম করার কথাও তিনি ঘোষণা করেন ৷

Mobile Phone Manufacturing
Mobile Phone Manufacturing
author img

By

Published : Feb 1, 2023, 5:18 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: সস্তা হতে চলেছে মোবাইল ফোন (Mobile Phone) ৷ কারণ, মোবাইল ফোন প্রস্তুতির ক্ষেত্রে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার লোকসভায় (Lok Sabha) পেশ হওয়া 2023-24 আর্থিক বছরের বাজেটে (Union Budget 2023) এই প্রস্তাবের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ তিনি আরও জানিয়েছেন যে 2014-15 অর্থবর্ষে ভারতে 5.8 কোটি মোবাইল ফোন তৈরি হত ৷ গত আট বছরে সেই পরিমাণ প্রায় 6 গুন বৃদ্ধি পেয়েছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দেওয়া হিসেব অনুযায়ী, এখন দেশে প্রতি বছর 31 কোটি মোবাইল ফোন তৈরি হয় ৷

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে নির্মলার এই সিদ্ধান্ত খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে মোবাইল উৎপাদন শিল্পে (Mobile Phone Manufacturing) ৷ কারণ, যন্ত্রাংশ শুল্ক কমলে আমদানি খরচ অনেকটাই কমবে ৷ তার জেরে মোবাইল তৈরির খরচ কমবে ৷ এতে উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি মোবাইলের দামও কমবে ৷ তাছাড়া বৈদ্যুতিন সামগ্রী নির্মাণের ক্ষেত্রে ভারত বিশ্বে মহাশক্তিধর হয়ে উঠতে চাইছে ৷ পিছনে ফেলতে চাইছে চিনকে ৷ সেই লক্ষ্যে কেন্দ্রের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে ৷

বিশেষজ্ঞরা বলছেন যে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ ৷ কেন্দ্রীয় সরকারের কার্যকরী নীতি ও কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্যই এই সাফল্য এসেছে ৷ আগামিদিনে ভারত মোবাইল প্রস্তুতকারক হিসেবে চিনকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসতেই পারে ৷

এদিনের বাজেটে কর ছাড় বা কর বৃদ্ধি নিয়ে একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ সেই তালিকায় রয়েছে টিভি প্যানেলের খোলা ব্যাটারি ৷ যার শুল্ক 2.5 শতাংশ করা হয়েছে ৷ এছাড়া ইলেকট্রনিক কিচেন চিমনির ক্ষেত্রে শুল্ক দ্বিগুন করা হয়েছে ৷ এক্ষেত্রে আগে শুল্ক ছিল 7.5 শতাংশ ৷ এখন তা বাড়িয়ে করা হচ্ছে 15 শতাংশ ৷ সিগারেটের ক্ষেত্রেও শুল্ক 16 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ তবে কিছু ক্ষেত্রে কর বৃদ্ধি করলেও করের সঙ্গে কৃষি পরিকাঠামো উন্নয়নের জন্য যে সেস (AIDC) নেওয়া হত এবং সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ (SWC) নেওয়া হত, তা মকুব করা হয়েছে ৷

আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে চলতি বছরে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ বিশেষজ্ঞরা বলছেন যে সেসব মাথায় রেখেই এই বাজেট তৈরি করা হয়েছে ৷ যা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ তবে প্রত্যাশিত ভাবে এই বাজেটের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর বক্তব্য, এই বাজেট কৃষক থেকে মধ্যবিত্ত, সমাজের বঞ্চিত অংশ থেকে উচ্চাকাঙ্খীদের স্বপ্নপূরণের কাজ করবে ৷

আরও পড়ুন: অমৃতকালের প্রথম বাজেট কৃষক থেকে মধ্যবিত্তের স্বপ্নপূরণ করবে, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: সস্তা হতে চলেছে মোবাইল ফোন (Mobile Phone) ৷ কারণ, মোবাইল ফোন প্রস্তুতির ক্ষেত্রে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার লোকসভায় (Lok Sabha) পেশ হওয়া 2023-24 আর্থিক বছরের বাজেটে (Union Budget 2023) এই প্রস্তাবের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ তিনি আরও জানিয়েছেন যে 2014-15 অর্থবর্ষে ভারতে 5.8 কোটি মোবাইল ফোন তৈরি হত ৷ গত আট বছরে সেই পরিমাণ প্রায় 6 গুন বৃদ্ধি পেয়েছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দেওয়া হিসেব অনুযায়ী, এখন দেশে প্রতি বছর 31 কোটি মোবাইল ফোন তৈরি হয় ৷

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে নির্মলার এই সিদ্ধান্ত খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে মোবাইল উৎপাদন শিল্পে (Mobile Phone Manufacturing) ৷ কারণ, যন্ত্রাংশ শুল্ক কমলে আমদানি খরচ অনেকটাই কমবে ৷ তার জেরে মোবাইল তৈরির খরচ কমবে ৷ এতে উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি মোবাইলের দামও কমবে ৷ তাছাড়া বৈদ্যুতিন সামগ্রী নির্মাণের ক্ষেত্রে ভারত বিশ্বে মহাশক্তিধর হয়ে উঠতে চাইছে ৷ পিছনে ফেলতে চাইছে চিনকে ৷ সেই লক্ষ্যে কেন্দ্রের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে ৷

বিশেষজ্ঞরা বলছেন যে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ ৷ কেন্দ্রীয় সরকারের কার্যকরী নীতি ও কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্যই এই সাফল্য এসেছে ৷ আগামিদিনে ভারত মোবাইল প্রস্তুতকারক হিসেবে চিনকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসতেই পারে ৷

এদিনের বাজেটে কর ছাড় বা কর বৃদ্ধি নিয়ে একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ সেই তালিকায় রয়েছে টিভি প্যানেলের খোলা ব্যাটারি ৷ যার শুল্ক 2.5 শতাংশ করা হয়েছে ৷ এছাড়া ইলেকট্রনিক কিচেন চিমনির ক্ষেত্রে শুল্ক দ্বিগুন করা হয়েছে ৷ এক্ষেত্রে আগে শুল্ক ছিল 7.5 শতাংশ ৷ এখন তা বাড়িয়ে করা হচ্ছে 15 শতাংশ ৷ সিগারেটের ক্ষেত্রেও শুল্ক 16 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ তবে কিছু ক্ষেত্রে কর বৃদ্ধি করলেও করের সঙ্গে কৃষি পরিকাঠামো উন্নয়নের জন্য যে সেস (AIDC) নেওয়া হত এবং সোশ্যাল ওয়েলফেয়ার চার্জ (SWC) নেওয়া হত, তা মকুব করা হয়েছে ৷

আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে চলতি বছরে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ বিশেষজ্ঞরা বলছেন যে সেসব মাথায় রেখেই এই বাজেট তৈরি করা হয়েছে ৷ যা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ তবে প্রত্যাশিত ভাবে এই বাজেটের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর বক্তব্য, এই বাজেট কৃষক থেকে মধ্যবিত্ত, সমাজের বঞ্চিত অংশ থেকে উচ্চাকাঙ্খীদের স্বপ্নপূরণের কাজ করবে ৷

আরও পড়ুন: অমৃতকালের প্রথম বাজেট কৃষক থেকে মধ্যবিত্তের স্বপ্নপূরণ করবে, বললেন প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.