ETV Bharat / bharat

Monsoon Causes Flood Situation: প্রবল বৃষ্টিতে জলমগ্ন গুজরাত-তেলেঙ্গানা-মহারাষ্ট্র-কর্নাটক, স্বস্তি দিল্লিতে - তেলেঙ্গানায় বন্যা

দেশে বর্ষা এসেছে জুনের প্রথমে, সময়ের খানিক আগেই ৷ গত কয়েকদিন ধরে আইএমডি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছে ৷ ইতিমধ্যেই গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, তেলেঙ্গানায় বহু জেলা ডুবে গিয়েছে (Monsoon Causes Flood Situation) ৷

India Monsoon
দেশে বর্ষা
author img

By

Published : Jul 13, 2022, 9:18 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই: মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে ৷ এই বৃষ্টিতে অনেক রাজ্যই গরমের হাত থেকে রেহাই পেয়েছে ৷ আবার অন্যদিকে ডুবে গিয়েছে গুজরাত, মহারাষ্ট্র, অসম, তেলেঙ্গানা, কর্নাটকের বিস্তীর্ণ এলাকা ৷ দেশে বৃষ্টির বলি হয়েছেন 18 জন ৷ মঙ্গলবারের বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী ৷ আবহাওয়া দফতরের (Indian Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, রাজধানী এবং তার আশপাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Flood situation in 4 states as heavy to heavy rainfall) ৷

আইএমডি মহারাষ্ট্রে কমলা সতর্কতা জারি করেছে ৷ বিশেষত মুম্বই, থানে, রায়গড় এবং পালঘরে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ মুম্বইবাসীদের এখনও জলের মধ্যেই দিন কাটাতে হবে ৷ আগামী 2-3 দিন ধরে মাঝারি বৃষ্টিপাত চলবে শহরে ৷ ভাণ্ডারা, নাগপুর, গোন্ডিয়া এবং ওয়ার্ধাতে খোলা জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ 14 জুলাই পর্যন্ত কোলাপুর, পালঘর, নাসিক, পুনে এবং রত্নগিরি জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷

এর মধ্যে নাগপুরে একটি বন্যা বিধ্বস্ত সেতু পারাপারের সময় এসইউভি জলের তোড়ে ভেসে যায় ৷ গাড়িটিতে 8 জন যাত্রী ছিলেন ৷ তার মধ্যে 2 জন সাঁতরে নিরাপদ স্থলে পৌঁছন ৷ 3 জন মারা গিয়েছেন ৷ সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা ৷

প্রবল বৃষ্টিতে রাজধানী দিল্লির তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে, যা স্বাভাবিকের থেকে কম ৷ তবে জল জমে আর ট্রাফিক যানজটে নাজেহাল শহরবাসী ৷ আইএমডি অনুযায়ী, গাজিয়াবাদ, ছাপরৌলা, দাদরি, গ্রেটার নয়ডায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷

আরও পড়ুন: কীভাবে রূপ পেল অশোক স্তম্ভ ? ইটিভি ভারতকে জানালেন স্থপতি লক্ষ্মণ ব্যাস

গুজরাতের অবস্থা খুবই খারাপ ৷ মোদি-রাজ্যের ভালসাদ, নভসারি, সুরাট, তাপি, দাং, নর্মদা, ছোটা উদয়পুর জেলা এমনকী কুচ, রাজকোট, জামনগর, দেবভূমি, দ্বারকা এবং সৌরাষ্ট্রের মরবি অঞ্চলে বুধবার সকালে বৃষ্টি হওয়ার কথা ৷ গত 24 ঘণ্টায় প্রবল ঝড়-বৃষ্টিতে রাজ্যে 6 জন প্রাণ হারিয়েছেন ৷ 1 জুন থেকে এখনও পর্যন্ত 69 জনের মৃত্যু হয়েছে ৷ 27 হাজার 896 জনকে বন্যা প্লাবিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৷ এদের মধ্যে 18 হাজার 225 জন ত্রাণ শিবিরেই রয়েছেন ৷ বাকিরা বাড়ি ফিরে গিয়েছেন, জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক ৷ বর্ষায় বিধ্বস্ত দক্ষিণ গুজরাত ৷

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলছে তেলেঙ্গানায় ৷ আইএমডি জানিয়েছে, আগামী 3 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে ৷ লাগাতার বৃষ্টিতে রাজ্যের দক্ষিণাঞ্চলের নিচু এলাকাগুলিতে জল জমে গিয়েছে ৷ এর মধ্যে আদিলাবাদ, ওয়ারাঙ্গল আছে ৷ বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, জাগিতয়াল, করিমনগর, পেড্ডাপল্লি, জয়শঙ্কর, ভূপালাপল্লি, মুলুগা, ভদরাদ্রি, কোঠাগুদেম, ওয়ারাঙ্গলের গ্রামাঞ্চল এবং শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ৷ ইতিমধ্যে রাজধানী হায়দরাবাদ, হুসেন সাগর লেকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বিগত দু'দিন ধরে রাজ্যজুড়ে স্কুল, কলেজ বন্ধ রয়েছে ৷ আদিলাবাদ জেলায় প্রায় 10টি গ্রাম এবং অস্থায়ী সেতুগুলি ডুবে গিয়েছে ৷ নদী পার হওয়ার সময় দুই যুবক জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন ৷ তাঁরা নেরাডিগোন্ডার দরবাঠান্ডার বাসিন্দা ৷ স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করেন ৷

নয়াদিল্লি, 13 জুলাই: মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে ৷ এই বৃষ্টিতে অনেক রাজ্যই গরমের হাত থেকে রেহাই পেয়েছে ৷ আবার অন্যদিকে ডুবে গিয়েছে গুজরাত, মহারাষ্ট্র, অসম, তেলেঙ্গানা, কর্নাটকের বিস্তীর্ণ এলাকা ৷ দেশে বৃষ্টির বলি হয়েছেন 18 জন ৷ মঙ্গলবারের বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী ৷ আবহাওয়া দফতরের (Indian Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, রাজধানী এবং তার আশপাশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Flood situation in 4 states as heavy to heavy rainfall) ৷

আইএমডি মহারাষ্ট্রে কমলা সতর্কতা জারি করেছে ৷ বিশেষত মুম্বই, থানে, রায়গড় এবং পালঘরে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ মুম্বইবাসীদের এখনও জলের মধ্যেই দিন কাটাতে হবে ৷ আগামী 2-3 দিন ধরে মাঝারি বৃষ্টিপাত চলবে শহরে ৷ ভাণ্ডারা, নাগপুর, গোন্ডিয়া এবং ওয়ার্ধাতে খোলা জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ 14 জুলাই পর্যন্ত কোলাপুর, পালঘর, নাসিক, পুনে এবং রত্নগিরি জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷

এর মধ্যে নাগপুরে একটি বন্যা বিধ্বস্ত সেতু পারাপারের সময় এসইউভি জলের তোড়ে ভেসে যায় ৷ গাড়িটিতে 8 জন যাত্রী ছিলেন ৷ তার মধ্যে 2 জন সাঁতরে নিরাপদ স্থলে পৌঁছন ৷ 3 জন মারা গিয়েছেন ৷ সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা ৷

প্রবল বৃষ্টিতে রাজধানী দিল্লির তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে, যা স্বাভাবিকের থেকে কম ৷ তবে জল জমে আর ট্রাফিক যানজটে নাজেহাল শহরবাসী ৷ আইএমডি অনুযায়ী, গাজিয়াবাদ, ছাপরৌলা, দাদরি, গ্রেটার নয়ডায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷

আরও পড়ুন: কীভাবে রূপ পেল অশোক স্তম্ভ ? ইটিভি ভারতকে জানালেন স্থপতি লক্ষ্মণ ব্যাস

গুজরাতের অবস্থা খুবই খারাপ ৷ মোদি-রাজ্যের ভালসাদ, নভসারি, সুরাট, তাপি, দাং, নর্মদা, ছোটা উদয়পুর জেলা এমনকী কুচ, রাজকোট, জামনগর, দেবভূমি, দ্বারকা এবং সৌরাষ্ট্রের মরবি অঞ্চলে বুধবার সকালে বৃষ্টি হওয়ার কথা ৷ গত 24 ঘণ্টায় প্রবল ঝড়-বৃষ্টিতে রাজ্যে 6 জন প্রাণ হারিয়েছেন ৷ 1 জুন থেকে এখনও পর্যন্ত 69 জনের মৃত্যু হয়েছে ৷ 27 হাজার 896 জনকে বন্যা প্লাবিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৷ এদের মধ্যে 18 হাজার 225 জন ত্রাণ শিবিরেই রয়েছেন ৷ বাকিরা বাড়ি ফিরে গিয়েছেন, জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক ৷ বর্ষায় বিধ্বস্ত দক্ষিণ গুজরাত ৷

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলছে তেলেঙ্গানায় ৷ আইএমডি জানিয়েছে, আগামী 3 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে ৷ লাগাতার বৃষ্টিতে রাজ্যের দক্ষিণাঞ্চলের নিচু এলাকাগুলিতে জল জমে গিয়েছে ৷ এর মধ্যে আদিলাবাদ, ওয়ারাঙ্গল আছে ৷ বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, জাগিতয়াল, করিমনগর, পেড্ডাপল্লি, জয়শঙ্কর, ভূপালাপল্লি, মুলুগা, ভদরাদ্রি, কোঠাগুদেম, ওয়ারাঙ্গলের গ্রামাঞ্চল এবং শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ৷ ইতিমধ্যে রাজধানী হায়দরাবাদ, হুসেন সাগর লেকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বিগত দু'দিন ধরে রাজ্যজুড়ে স্কুল, কলেজ বন্ধ রয়েছে ৷ আদিলাবাদ জেলায় প্রায় 10টি গ্রাম এবং অস্থায়ী সেতুগুলি ডুবে গিয়েছে ৷ নদী পার হওয়ার সময় দুই যুবক জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন ৷ তাঁরা নেরাডিগোন্ডার দরবাঠান্ডার বাসিন্দা ৷ স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.