ETV Bharat / bharat

পরপর ধাক্কা অটো-বাইকে, মৃত দুই শিশু-সহ 5; বেপরোয়া ভ্যানে আগুন স্থানীয়দের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 11:21 AM IST

Updated : Jan 6, 2024, 11:43 AM IST

Five People Died in an Accident: অটো ও বাইকে ধাক্কা ভ্যানের ৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ দুর্ঘটনার পরই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী ৷

Five People Died in an Accident
প্রতীকী ছবি

হায়দরাবাদ, 6 জানুয়ারি: ভ্যানের ধাক্কায় মৃত্য়ু হল থাকা 5 যাত্রীর ৷ শুক্রবার হায়দরাবাদের মহাবুবনগর জেলার ঘটনা ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন ৷ তাদের মধ্যে দু‘জনের অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর মাহবুবনগর জেলার বালানগর মণ্ডলকেন্দ্রের গ্রামবাসীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান ৷ এদিকে, দুর্ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে 4 নম্বর জাতীয় সড়কের উপর বালানগর জংশনের কাছে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন ৷ সেই সময়েই দ্রতগতিতে একটি ভ্যান হায়দরাবাদ থেকে জাদচারলার দিকে যাচ্ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেটি একটি দাঁড়িয়ে থাকা অটোয় ধাক্কা মারে। তারপর ধাক্কা মারে একটি বাইকে ৷ এই বাইকে ছিলেন, ওয়াংগুরু রাজু, তাঁর স্ত্রী সুনিতা ও তাঁদের মেয়ে মক্ষিতা ৷ জানা গিয়েছে ঘটনাস্থলেই প্রাণ যায় 8 বছরের মক্ষিতার । এর পাশপাশি, পুলিশ জানিয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে অটোয় থাকা পাতলাওয়াট পান্নি নামে এক ব্যক্তিরও ৷ তিনি স্থানীয় বিবিনগরে বাসিন্দা ৷ তাঁর দু'বছরের ছোট নাতনি জুন্নুরও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি হন ওয়াঙ্গুর রাজু, সুনিতা, যশবন্ত, মৌনিকা এবং ভদ্র সিং নামে মধ্য প্রদেশের এক শ্রমিক। পরে ওয়াঙ্গুর রাজু ও সুনিতার হাসপাতালেই মৃত্যু হয় ৷ ভদ্রসিং ও মৌনিকাকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর ৷ ঘটনার পর থেকেই পলাতক ভ্যান চালক ৷

দুর্ঘটনার পরই ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়কে উপর বালানগর মোড়ে বিক্ষোভ দেখান। ঘাতক ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনাত । আগুন নেভাতে আসা দমকলের আধিকারিকদেরও প্রবেশ করতে বাধা দেয় বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি সামল দিতে জাদচরলা গ্রামীণ থানার সিআই বিরাট বাহিনী ঘটনাস্থলে পৌঁছন ৷ জনতার রোষের মধ্যে পড়ে পুলিশও পিছু হটতে বাধ্য হয় ৷ অবশেষে মাহবুবনগরের ডিএসপি বিক্ষোভকারীদের গ্রেফতার করে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করেন। এই বিক্ষোভের কারণে জাতীয় সড়কের দু'দিকের 10 কিলোমিটার রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে যায় একাধিক গাড়ি ৷ তার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷

আরও পড়ুন:

  1. পটনা হাইকোর্টে বোমাতঙ্ক, শুরু হয়েছে তদন্ত
  2. দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
  3. নাবালিকা নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ, মির্জাপুরে আটক দাদা-সহ 3

হায়দরাবাদ, 6 জানুয়ারি: ভ্যানের ধাক্কায় মৃত্য়ু হল থাকা 5 যাত্রীর ৷ শুক্রবার হায়দরাবাদের মহাবুবনগর জেলার ঘটনা ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন ৷ তাদের মধ্যে দু‘জনের অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর মাহবুবনগর জেলার বালানগর মণ্ডলকেন্দ্রের গ্রামবাসীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান ৷ এদিকে, দুর্ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে 4 নম্বর জাতীয় সড়কের উপর বালানগর জংশনের কাছে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন ৷ সেই সময়েই দ্রতগতিতে একটি ভ্যান হায়দরাবাদ থেকে জাদচারলার দিকে যাচ্ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেটি একটি দাঁড়িয়ে থাকা অটোয় ধাক্কা মারে। তারপর ধাক্কা মারে একটি বাইকে ৷ এই বাইকে ছিলেন, ওয়াংগুরু রাজু, তাঁর স্ত্রী সুনিতা ও তাঁদের মেয়ে মক্ষিতা ৷ জানা গিয়েছে ঘটনাস্থলেই প্রাণ যায় 8 বছরের মক্ষিতার । এর পাশপাশি, পুলিশ জানিয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে অটোয় থাকা পাতলাওয়াট পান্নি নামে এক ব্যক্তিরও ৷ তিনি স্থানীয় বিবিনগরে বাসিন্দা ৷ তাঁর দু'বছরের ছোট নাতনি জুন্নুরও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি হন ওয়াঙ্গুর রাজু, সুনিতা, যশবন্ত, মৌনিকা এবং ভদ্র সিং নামে মধ্য প্রদেশের এক শ্রমিক। পরে ওয়াঙ্গুর রাজু ও সুনিতার হাসপাতালেই মৃত্যু হয় ৷ ভদ্রসিং ও মৌনিকাকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর ৷ ঘটনার পর থেকেই পলাতক ভ্যান চালক ৷

দুর্ঘটনার পরই ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়কে উপর বালানগর মোড়ে বিক্ষোভ দেখান। ঘাতক ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনাত । আগুন নেভাতে আসা দমকলের আধিকারিকদেরও প্রবেশ করতে বাধা দেয় বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি সামল দিতে জাদচরলা গ্রামীণ থানার সিআই বিরাট বাহিনী ঘটনাস্থলে পৌঁছন ৷ জনতার রোষের মধ্যে পড়ে পুলিশও পিছু হটতে বাধ্য হয় ৷ অবশেষে মাহবুবনগরের ডিএসপি বিক্ষোভকারীদের গ্রেফতার করে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করেন। এই বিক্ষোভের কারণে জাতীয় সড়কের দু'দিকের 10 কিলোমিটার রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে যায় একাধিক গাড়ি ৷ তার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷

আরও পড়ুন:

  1. পটনা হাইকোর্টে বোমাতঙ্ক, শুরু হয়েছে তদন্ত
  2. দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
  3. নাবালিকা নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ, মির্জাপুরে আটক দাদা-সহ 3
Last Updated : Jan 6, 2024, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.