অমরাবতী, 30 অক্টোবর: রবিবার দুপুরে মহারাষ্ট্রের অমরাবতীর প্রভাতচক এলাকায় এক পুরনো বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 5 জনের ৷ ঘটনায় পৌর বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এদিন দুপুর দেড়টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে (building collapsed in Amravati) ৷
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই বহুতলের নিচের তলায় 5 জন ব্যক্তি উপস্থিত ছিলেন ৷ তাঁদের প্রত্যেকেরই ওই ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে মৃত্যু হয় (Five people died as an old building collapsed in Amravati) ৷ দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যান অমরাবতীর সাংসদ নভনীৎ রানা ৷ পৌঁছন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা (Amravati Building Collapsed) ৷
আরও পড়ুন: দিল্লির বাতাস আরও 'বিষাক্ত', সমালোচনায় বিদ্ধ কেজরিওয়াল
জানা গিয়েছে, পুরনো এই বহুতলটি ভাঙার জন্য পরপর সাত বছর নোটিশ পাঠানো হয়েছিল পৌরসভার তরফে ৷ বহুতলটি খালি করার কথাও বলা হয়েছিল কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ৷