ETV Bharat / bharat

Kerala Death Case: দ্বিতীয় বিয়েতে মতবিরোধ, 3 সন্তানকে নিয়ে আত্মঘাতী দম্পতি - Suicide

কেরলে দম্পতির মধ্যে মতবিরোধের জেরে 3 সন্তানকে খুনের অভিযোগ ৷ পরে দম্পতি আত্মঘাতী হয় বলে জানা গিয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Kerala Death Case ETV BHARAT
Kerala Death Case
author img

By

Published : May 24, 2023, 9:53 PM IST

কান্নুর (কেরল), 24 মে: কেরলের কান্নুরের চেরুপুঝা পড়িচালিল এলাকা একই পরিবারের 5 সদস্যের দেহ উদ্ধার হয়েছে ৷ বুধবার সকালে ঘটনায় মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতেরা হলেন, কান্নুর জেলার চেরুভাথুরের বাসিন্দা সৃজা এবং তাঁর দ্বিতীয় স্বামী শাহজি ৷ তাদের তিন সন্তান সূরজ (12), সুজিন (8) এবং সুরভি (6) ৷ তবে, এই তিনজনই শ্রীজার প্রথম পক্ষের স্বামীর ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দম্পতি 3 সন্তানকে হত্যা করার পর আত্মঘাতী হয়েছেন ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না-এলে মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ ৷

কান্নুরের ডিএসপি কেই প্রেমচন্দ্রন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সকাল 6টার সময় মৃত মহিলা সৃজা স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করেন ৷ পুলিশকে জানান, তিনি আত্মহত্যা করতে চলেছেন ৷ একথা শোনার পরেই থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৷ কিন্তু, পুলিশ সেখানে গিয়ে তাঁদের সকলকে মৃত অবস্থায় দেখতে পায় ৷ ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, ওই তিনজন বাচ্চাকে খুন করার পর তাঁরা আত্মঘাতী হয়েছেন কি না, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে ৷

ডিএসপি আরও জানিয়েছেন, কয়েকদিন আগে সৃজা এবং তাঁর দ্বিতীয় স্বামী শাহজির মধ্যে অশান্তি হয় ৷ তাঁরা দু’জনে মিলেই পুলিশে ফোন করেন সেই সময় ৷ তখন পুলিশ দু’জনকে থানায় ডেকে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় ৷ জানা গিয়েছে, সৃজা দু’সপ্তাহ আগেই তাঁর দ্বিতীয় বিয়েটি করেছিলেন ৷ কিন্তু, বিয়ের পরেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ সেই নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত সৃজা এবং শাহজির মধ্যে ৷

আরও পড়ুন: প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে! চারমাসের মধ্যে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার আগরপাড়ায়

পরিবার-পরিজনরা দু’জনের এই চরম সিদ্ধান্তে হতবাক ৷ তাঁরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল ৷ কিন্তু, সেই সমস্যার জন্য তাঁরা এভাবে 3 সন্তান-সহ আত্মহত্যা করবেন, তা কেউ ভাবেনি ৷ তবে, পুলিশ এখনই আত্মহত্যার বিষয়টিতে সিলমোহর দিতে নারাজ ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে ৷ জানা গিয়েছে, যে বাড়িতে সৃজা তাঁর বর্তমান স্বামী এবং 3 সন্তানকে নিয়ে থাকছিলেন, সেটি তাঁর প্রাক্তন স্বামী সুনীলের নামে রয়েছে ৷

এমনকি সৃজার স্বামী শাহজির আগে একটি বিয়ে ছিল এবং সেই সম্পর্কে দু’টি সন্তান রয়েছে ৷ সৃজা এবং শাহজির এটি দ্বিতীয় বিয়ে ছিল ৷ তবে, তাঁরা আগের বিয়ে থেকে ডিভোর্স নেননি বলেই জানা গিয়েছে ৷ স্থানীয়দের মতে, বিয়ের পরে তৈরি হওয়া মতোবিরোধের কারণেই এই চরম পরিণতি হয়েছে ৷ এমনকি, সৃজার পরিবারের সদস্যরাও শাহজির সঙ্গে সম্পর্ক এবং বিয়ের বিরুদ্ধে ছিলেন বলে জানা গিয়েছে ৷

কান্নুর (কেরল), 24 মে: কেরলের কান্নুরের চেরুপুঝা পড়িচালিল এলাকা একই পরিবারের 5 সদস্যের দেহ উদ্ধার হয়েছে ৷ বুধবার সকালে ঘটনায় মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতেরা হলেন, কান্নুর জেলার চেরুভাথুরের বাসিন্দা সৃজা এবং তাঁর দ্বিতীয় স্বামী শাহজি ৷ তাদের তিন সন্তান সূরজ (12), সুজিন (8) এবং সুরভি (6) ৷ তবে, এই তিনজনই শ্রীজার প্রথম পক্ষের স্বামীর ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দম্পতি 3 সন্তানকে হত্যা করার পর আত্মঘাতী হয়েছেন ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না-এলে মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ ৷

কান্নুরের ডিএসপি কেই প্রেমচন্দ্রন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সকাল 6টার সময় মৃত মহিলা সৃজা স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করেন ৷ পুলিশকে জানান, তিনি আত্মহত্যা করতে চলেছেন ৷ একথা শোনার পরেই থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ৷ কিন্তু, পুলিশ সেখানে গিয়ে তাঁদের সকলকে মৃত অবস্থায় দেখতে পায় ৷ ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, ওই তিনজন বাচ্চাকে খুন করার পর তাঁরা আত্মঘাতী হয়েছেন কি না, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে ৷

ডিএসপি আরও জানিয়েছেন, কয়েকদিন আগে সৃজা এবং তাঁর দ্বিতীয় স্বামী শাহজির মধ্যে অশান্তি হয় ৷ তাঁরা দু’জনে মিলেই পুলিশে ফোন করেন সেই সময় ৷ তখন পুলিশ দু’জনকে থানায় ডেকে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় ৷ জানা গিয়েছে, সৃজা দু’সপ্তাহ আগেই তাঁর দ্বিতীয় বিয়েটি করেছিলেন ৷ কিন্তু, বিয়ের পরেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ সেই নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত সৃজা এবং শাহজির মধ্যে ৷

আরও পড়ুন: প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে! চারমাসের মধ্যে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার আগরপাড়ায়

পরিবার-পরিজনরা দু’জনের এই চরম সিদ্ধান্তে হতবাক ৷ তাঁরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল ৷ কিন্তু, সেই সমস্যার জন্য তাঁরা এভাবে 3 সন্তান-সহ আত্মহত্যা করবেন, তা কেউ ভাবেনি ৷ তবে, পুলিশ এখনই আত্মহত্যার বিষয়টিতে সিলমোহর দিতে নারাজ ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে ৷ জানা গিয়েছে, যে বাড়িতে সৃজা তাঁর বর্তমান স্বামী এবং 3 সন্তানকে নিয়ে থাকছিলেন, সেটি তাঁর প্রাক্তন স্বামী সুনীলের নামে রয়েছে ৷

এমনকি সৃজার স্বামী শাহজির আগে একটি বিয়ে ছিল এবং সেই সম্পর্কে দু’টি সন্তান রয়েছে ৷ সৃজা এবং শাহজির এটি দ্বিতীয় বিয়ে ছিল ৷ তবে, তাঁরা আগের বিয়ে থেকে ডিভোর্স নেননি বলেই জানা গিয়েছে ৷ স্থানীয়দের মতে, বিয়ের পরে তৈরি হওয়া মতোবিরোধের কারণেই এই চরম পরিণতি হয়েছে ৷ এমনকি, সৃজার পরিবারের সদস্যরাও শাহজির সঙ্গে সম্পর্ক এবং বিয়ের বিরুদ্ধে ছিলেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.