ETV Bharat / bharat

Five Drown in Temple Pond: তামিলনাড়ুর অর্ধনারীশ্বর মন্দিরের পুকুরে ডুবে পাঁচজনের মৃত্যু - পাঁচজনের ডুবে মৃত্যু

তামিলনাড়ুর মাদিপাক্কাম এলাকায় অর্ধনারীশ্বর মন্দিরের পালকি শোভাযাত্রায় প্রায় 20 জন ভক্ত অংশ নিয়েছিলেন । পালকি রেখে মন্দিরের পুকুরে পবিত্র স্নান করতে গেলে ডুবে পাঁচজন মারা গিয়েছে ৷ বাকিরা নিরাপদ রয়েছেন ৷

5 drown in Arthanareeswarar temple pond
ডুবে 5 জনের মৃত্যু
author img

By

Published : Apr 5, 2023, 2:46 PM IST

Updated : Apr 5, 2023, 3:32 PM IST

চেন্নাই, 5 এপ্রিল: অর্ধনারীশ্বর মন্দিরে স্নান করতে গিয়ে পাঁচজনের ডুবে মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আলন্দুরে ৷ 20 জন ওই পালকিটি বহন করছিলেন ৷ প্রত্যেকেই মন্দিরের পুকুরে পবিত্র স্নান সারতে যান ৷ সেই সময়ই তাঁদের মধ্যে পাঁচজনের ডুবে মৃত্যু হয় । ডুবুরি গিয়ে নিহতদের দেহ জলের থেকে বের করে আনেন । এরপরেই মর্মান্তির এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় ৷ পুলিশ এসে দেহ ময়নাতদন্তে পাঠায় ৷

পালাভান্থঙ্গাল পুলিশ সূত্রে খবর, আলন্দুরের পাশে মাদিপক্কম এলাকায় অর্ধনারীশ্বর মন্দিরের শোভাযাত্রা ছিল । এই মন্দিরে অনুষ্ঠিত উৎসব উপলক্ষে 20 জন ব্যক্তি একটি পালকিতে শিবের মূর্তি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন । পরে শোভাযাত্রা শেষে পালকিটি মুভারসম্পাতু এলাকায় মন্দিরের পুকুর পাড়ে রেখে সবাই তাতে নেমে পড়েন । এই সময় 20 জন জলে ডুব দিলেও তাঁদের মধ্যে পাঁচজনকে আর উঠতে দেখা যায়নি ৷ এতে হতবাক হয়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালায় । তারা কারও খোঁজ পায়নি ৷ তারপর ভেলাচেরি দমকলে খবর দেওয়া হয় । বাকি সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে ।

খবরের পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা পুকুরে ডুবুরি নামিয়ে ডুবে যাওয়া পাঁচজনের খোঁজে তল্লাশি শুরু করে । এরপরেই নিহত পাঁচজনের দেহ দমকলের কর্মীরা উদ্ধার করে তীরে নিয়ে আসে । পরে পালাভান্থঙ্গল পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ডুবে যাওয়া ব্যক্তিদের নাম ৷ পুকুরে যারা ডুবে মারা গিয়েছেন তাঁরা হলেন নাঙ্গানাল্লুর এলাকার সূর্য (24), মাদিপাক্কাম এলাকার রাঘবন (22), নাঙ্গানাল্লুর এলাকার রাঘবন (18), কিলিকাট্টলাই এলাকার যোগেশ্বরন (23) এবং নাঙ্গানাল্লুরের পানেশ (20) ।

আরও পড়ুন: সিকিমে তুষারধসে আহত-নিহতদের নাম জানাল প্রশাসন

চেন্নাই, 5 এপ্রিল: অর্ধনারীশ্বর মন্দিরে স্নান করতে গিয়ে পাঁচজনের ডুবে মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আলন্দুরে ৷ 20 জন ওই পালকিটি বহন করছিলেন ৷ প্রত্যেকেই মন্দিরের পুকুরে পবিত্র স্নান সারতে যান ৷ সেই সময়ই তাঁদের মধ্যে পাঁচজনের ডুবে মৃত্যু হয় । ডুবুরি গিয়ে নিহতদের দেহ জলের থেকে বের করে আনেন । এরপরেই মর্মান্তির এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় ৷ পুলিশ এসে দেহ ময়নাতদন্তে পাঠায় ৷

পালাভান্থঙ্গাল পুলিশ সূত্রে খবর, আলন্দুরের পাশে মাদিপক্কম এলাকায় অর্ধনারীশ্বর মন্দিরের শোভাযাত্রা ছিল । এই মন্দিরে অনুষ্ঠিত উৎসব উপলক্ষে 20 জন ব্যক্তি একটি পালকিতে শিবের মূর্তি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন । পরে শোভাযাত্রা শেষে পালকিটি মুভারসম্পাতু এলাকায় মন্দিরের পুকুর পাড়ে রেখে সবাই তাতে নেমে পড়েন । এই সময় 20 জন জলে ডুব দিলেও তাঁদের মধ্যে পাঁচজনকে আর উঠতে দেখা যায়নি ৷ এতে হতবাক হয়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালায় । তারা কারও খোঁজ পায়নি ৷ তারপর ভেলাচেরি দমকলে খবর দেওয়া হয় । বাকি সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে ।

খবরের পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা পুকুরে ডুবুরি নামিয়ে ডুবে যাওয়া পাঁচজনের খোঁজে তল্লাশি শুরু করে । এরপরেই নিহত পাঁচজনের দেহ দমকলের কর্মীরা উদ্ধার করে তীরে নিয়ে আসে । পরে পালাভান্থঙ্গল পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ডুবে যাওয়া ব্যক্তিদের নাম ৷ পুকুরে যারা ডুবে মারা গিয়েছেন তাঁরা হলেন নাঙ্গানাল্লুর এলাকার সূর্য (24), মাদিপাক্কাম এলাকার রাঘবন (22), নাঙ্গানাল্লুর এলাকার রাঘবন (18), কিলিকাট্টলাই এলাকার যোগেশ্বরন (23) এবং নাঙ্গানাল্লুরের পানেশ (20) ।

আরও পড়ুন: সিকিমে তুষারধসে আহত-নিহতদের নাম জানাল প্রশাসন

Last Updated : Apr 5, 2023, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.