ETV Bharat / bharat

Zika virus : কেরালায় জ়িকা ভাইরাসে আক্রান্ত আরও 5

কেরালায় জ়িকা ভাইরাসে (Zika virus) আক্রান্ত হলেন আরও পাঁচজন ৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট 28 ৷

author img

By

Published : Jul 15, 2021, 8:16 PM IST

কেরালায় জ়িকা ভাইরাসে আক্রান্ত আরও 5
কেরালায় জ়িকা ভাইরাসে আক্রান্ত আরও 5

তিরুঅনন্তপুরম, 15 জুলাই : কেরালায় আরও পাঁচজন জ়িকা ভাইরাসে (Zika virus) আক্রান্ত হলেন ৷ আক্রান্তদের মধ্যে 4 জন মহিলা ৷ বৃহস্পতিবারের পর কেরালায় জ়িকায় আক্রান্তের সংখ্যা 28 ৷

স্বাস্থ্যমন্ত্রী মিনা জর্জ জানিয়েছেন, এই পাঁচজন আক্রান্তের মধ্যে দু'জন আনায়ারার বাসিন্দা ৷ বাকিরা ইস্ট ফোর্ট, কুন্নুকুজ়ি এবং পাট্টমের বাসিন্দা ৷ আলাপ্পুজার ন্যাশানাল ভাইরোলজি ইনস্টিটিউটে (National Virology Institute, Alappuzha) তাঁদের নমুনা পরীক্ষা করা হয় ৷ একটি বেসরকারি হাসপাতাল থেকে চারটি নমুনা সেখানে পাঠানো হয়েছিল ৷ আর স্বাস্থ্য বিভাগের তরফে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ।

মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে এই মুহূর্তে জ়িকায় কেবল আটটি সক্রিয় আক্রান্ত রয়েছে ৷ তাঁদের মধ্যে তিনজন গর্ভবতী মহিলা রয়েছেন । যেসব গর্ভবতী মহিলাদের শরীরে জ্বর এবং র্যাশের সমস্যা দেখা যাচ্ছে তাঁদের জরুরিকালীন নমুনা পরীক্ষা করা পরামর্শ দিয়েছেন তিনি ৷ মন্ত্রী আরও জানান, জ়িকা ভাইরাসকে প্রতিরোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Zika Virus : আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23

তিরুঅনন্তপুরম, 15 জুলাই : কেরালায় আরও পাঁচজন জ়িকা ভাইরাসে (Zika virus) আক্রান্ত হলেন ৷ আক্রান্তদের মধ্যে 4 জন মহিলা ৷ বৃহস্পতিবারের পর কেরালায় জ়িকায় আক্রান্তের সংখ্যা 28 ৷

স্বাস্থ্যমন্ত্রী মিনা জর্জ জানিয়েছেন, এই পাঁচজন আক্রান্তের মধ্যে দু'জন আনায়ারার বাসিন্দা ৷ বাকিরা ইস্ট ফোর্ট, কুন্নুকুজ়ি এবং পাট্টমের বাসিন্দা ৷ আলাপ্পুজার ন্যাশানাল ভাইরোলজি ইনস্টিটিউটে (National Virology Institute, Alappuzha) তাঁদের নমুনা পরীক্ষা করা হয় ৷ একটি বেসরকারি হাসপাতাল থেকে চারটি নমুনা সেখানে পাঠানো হয়েছিল ৷ আর স্বাস্থ্য বিভাগের তরফে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ।

মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে এই মুহূর্তে জ়িকায় কেবল আটটি সক্রিয় আক্রান্ত রয়েছে ৷ তাঁদের মধ্যে তিনজন গর্ভবতী মহিলা রয়েছেন । যেসব গর্ভবতী মহিলাদের শরীরে জ্বর এবং র্যাশের সমস্যা দেখা যাচ্ছে তাঁদের জরুরিকালীন নমুনা পরীক্ষা করা পরামর্শ দিয়েছেন তিনি ৷ মন্ত্রী আরও জানান, জ়িকা ভাইরাসকে প্রতিরোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Zika Virus : আরও 4 জন, কেরালায় চিন্তা বাড়িয়ে জ়িকায় আক্রান্ত 23

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.