ETV Bharat / bharat

মর্মান্তিক ! পথকুকুরের আক্রমণে মৃত্যু একরত্তির, নির্বিকার প্রশাসন - boy dies after being injured

Stray Dog Attack Death: হায়দরাবাদের শেকপেটের বিনোবা নগরে পথকুকুরের আক্রমণে মৃত্যু পাঁচ মাসের শিশুর ৷ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এলাকাবাসীর অভিযোগ, হায়দরাবাদে অধিকাংশ এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে কুকুর। নির্বাকার প্রশাসন ৷

Stray Dog Attack Death
পথকুকুরের আক্রমণে মৃ্ত্যু হল একরত্তির
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 11:31 AM IST

Updated : Dec 26, 2023, 11:47 AM IST

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: আবারও পথকুকুরের আক্রমণে প্রাণ গেল একরত্তির ৷ চলতি মাসের 8 তারিখ শেকপেট এলাকার বিনোবা নগরের ঘটনা ৷ 5 মাসের শিশুটিকে ঘরে রেখে তার বাবা-মা কাজে গিয়েছিলেন ৷ সেইসময়েই কয়েকটি পথকুকুর শিশুটিকে আক্রমণ করে ৷ ওসমানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার শিশুটির মৃত্যু হয়েছে ৷

পরিবার সূত্রে খবর: শিশুটির পরিবার আর্থিক ভাবে খুবই অস্বচ্ছল ৷ একটি ছোট্ট কুঁড়েঘরে থাকত পরিবারটি ৷ ঘটনার দিন একটু দূরে একরত্তি শিশুটির বাবা-মা কাজ করছিল ৷ হঠাৎই শিশুটির কান্নার আওয়াজ তাঁদের কানে যায় ৷ তাঁরা এসে দেখেন শিশুটির উপর কয়েকটি পথকুকুর ঝাঁপিয়ে পড়েছে ৷ গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ওসমানিয়া হাসপাতালে নিয়ে যায় ৷ প্রায় 16 দিন ধরে সেখানে চিকিৎসা চলছিল শিশুটির ৷ রবিবার হাসপাতালেই মৃত্যু হয়েছে শিশুটির ৷

পুলিশ সূত্রে খবর: একরত্তি শিশুটির বাবা অঞ্জি ও মা অনুশা ৷ চলতি মাসের 8 তারিখ শিশুটি ঘরে ছিল তখন পথকুকুরের একটি দল আক্রমণ করে শিশুটিকে ৷ গুরুতর আহত হয় শিশুটি। কান্নার আওয়াজ পেয়ে তার বাবা-মা শিশুটিকে প্রথেমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে লকড়ি-কা-পুল এলাকার নীলোফার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে ওসমানিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ রবিবার এই হাসপাতালেই মৃত্যু হয় পাঁচ মাসের শিশুটির ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারে এলাকায় কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ ফলে হামেশাই এই ধরণের ঘটনা ঘটছে ৷ ঘটনার তদন্তের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ৷

এই ঘটনার পরই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা যায় ৷ এলাকাবাসীর অভিযোগ, হায়দরাবাদে অধিকাংশ এলকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে কুকুর। কেউ ব্যাগ হাতে এলে তাদের তাড়া করে। বাইকে আসা লোকজনও ভয় পায়। শিশুদের একা দেখলে তাদের ওপর হামলা করে এই সমস্ত পথকুকুর । রাতের বেলায় কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে ৷ কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানালেও কোনও ফল হয়নি ৷

আরও পড়ুন:

  1. মোষ চরাতে গিয়ে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, বন থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
  2. রাজকোটের রাস্তায় 4 বছরের শিশুকন্যাকে ছিঁড়ে খেল কুকুরের দল !
  3. আছাড় মেরে পা দিয়ে পিষে মারা হল কুকুরছানাকে, গ্রেফতার অভিযুক্ত

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: আবারও পথকুকুরের আক্রমণে প্রাণ গেল একরত্তির ৷ চলতি মাসের 8 তারিখ শেকপেট এলাকার বিনোবা নগরের ঘটনা ৷ 5 মাসের শিশুটিকে ঘরে রেখে তার বাবা-মা কাজে গিয়েছিলেন ৷ সেইসময়েই কয়েকটি পথকুকুর শিশুটিকে আক্রমণ করে ৷ ওসমানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার শিশুটির মৃত্যু হয়েছে ৷

পরিবার সূত্রে খবর: শিশুটির পরিবার আর্থিক ভাবে খুবই অস্বচ্ছল ৷ একটি ছোট্ট কুঁড়েঘরে থাকত পরিবারটি ৷ ঘটনার দিন একটু দূরে একরত্তি শিশুটির বাবা-মা কাজ করছিল ৷ হঠাৎই শিশুটির কান্নার আওয়াজ তাঁদের কানে যায় ৷ তাঁরা এসে দেখেন শিশুটির উপর কয়েকটি পথকুকুর ঝাঁপিয়ে পড়েছে ৷ গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ওসমানিয়া হাসপাতালে নিয়ে যায় ৷ প্রায় 16 দিন ধরে সেখানে চিকিৎসা চলছিল শিশুটির ৷ রবিবার হাসপাতালেই মৃত্যু হয়েছে শিশুটির ৷

পুলিশ সূত্রে খবর: একরত্তি শিশুটির বাবা অঞ্জি ও মা অনুশা ৷ চলতি মাসের 8 তারিখ শিশুটি ঘরে ছিল তখন পথকুকুরের একটি দল আক্রমণ করে শিশুটিকে ৷ গুরুতর আহত হয় শিশুটি। কান্নার আওয়াজ পেয়ে তার বাবা-মা শিশুটিকে প্রথেমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে লকড়ি-কা-পুল এলাকার নীলোফার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে ওসমানিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ রবিবার এই হাসপাতালেই মৃত্যু হয় পাঁচ মাসের শিশুটির ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারে এলাকায় কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ ফলে হামেশাই এই ধরণের ঘটনা ঘটছে ৷ ঘটনার তদন্তের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ৷

এই ঘটনার পরই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা যায় ৷ এলাকাবাসীর অভিযোগ, হায়দরাবাদে অধিকাংশ এলকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে কুকুর। কেউ ব্যাগ হাতে এলে তাদের তাড়া করে। বাইকে আসা লোকজনও ভয় পায়। শিশুদের একা দেখলে তাদের ওপর হামলা করে এই সমস্ত পথকুকুর । রাতের বেলায় কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে ৷ কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানালেও কোনও ফল হয়নি ৷

আরও পড়ুন:

  1. মোষ চরাতে গিয়ে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, বন থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
  2. রাজকোটের রাস্তায় 4 বছরের শিশুকন্যাকে ছিঁড়ে খেল কুকুরের দল !
  3. আছাড় মেরে পা দিয়ে পিষে মারা হল কুকুরছানাকে, গ্রেফতার অভিযুক্ত
Last Updated : Dec 26, 2023, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.