ETV Bharat / bharat

Nagaland Civilian Deaths : উত্তপ্ত নাগাল্যান্ডে আজ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল - নাগাল্যান্ড যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

সন্ত্রাসদমন অভিযান চলাকালীন নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ গিয়েছে 13 জন সাধারণ গ্রামবাসীর (Nagaland Civilian Deaths ) ৷ গতকালের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা দেশে ৷ ঘটনার পর থেকেই উত্তপ্ত নাগাল্যান্ড ৷ মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিতে আজ নাগাল্যান্ডের উদ্দেশে রওনা দেবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল (five-member aitc delegation to visit Nagaland today) ৷

Nagaland
নাগাল্যান্ড
author img

By

Published : Dec 6, 2021, 6:33 AM IST

Updated : Dec 6, 2021, 7:03 AM IST

কোহিমা, 6 ডিসেম্বর : নিরাপত্তাবাহিনীর গুলিতে 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় গতকাল থেকে উত্তপ্ত নাগাল্যান্ড (Nagaland Civilian Deaths)৷ মন জেলার এই ঘটনায় গতকাল থেকেই অশান্তির খবর পাওয়া গিয়েছে ৷ আজ সেই উত্তপ্ত আবহের মধ্যেই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল নাগাল্যান্ড যাচ্ছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন চারজন সাংসদ ৷ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, শান্তনু সেন, অপরূপা পোদ্দার এবং বিশ্বজিৎ দেবরা আজই মন জেলার ওটিং গ্রামে মৃতদের পরিবারগুলির সঙ্গে দেখা করবেন (five-member aitc delegation to visit Nagaland today) ৷

গতকালই নাগাল্যান্ডের এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লেখেন, "নাগাল্যান্ড থেকে যে খবর পাওয়া গিয়েছে তা উদ্বেগজনক ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ ঘটনার বিস্তারিত তদন্ত যাতে হয় সেই বিষয়টি নিশ্চিত করা উচিত ৷ যাতে নিহতরা ন্যায়বিচার পান ৷" মুখ্যমন্ত্রীর টুইটের পরই তৃণমূলের পক্ষ থেকে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের নাগাল্যান্ড যাওয়ার খবর জানানো হয় ৷ নিহতদের পরিবারগুলির সঙ্গে দেখা করা ছাড়াও গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন তৃণমূল নেতারা ৷

  • Worrisome news from #Nagaland.

    Heartfelt condolences to the bereaved families. I pray for the speedy recovery of those who were injured.

    We must ensure a thorough probe into the incident and ensure that all victims get justice!

    — Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Assam Rifles Camp Vandalized : নাগাল্যান্ডে অসম রাইফেলসের ক্যাম্পে তাণ্ডব উন্মত্ত জনতার, জারি 144 ধারা

ইতিমধ্যেই নাগাল্যান্ড সরকার মৃতদের পরিবারগুলিকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার ৷ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও আজ ওই এলাকায় যাবেন ৷ পাশাপাশি তিনি ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ ঘটনার তদন্তের জন্য উচ্চস্তরের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হবে বলে জানিয়েছে নাগাল্যান্ড সরকার ৷

  • Our Hon'ble MPs @MP_AITMC, @SushmitaDevAITC, @AparupaPoddar, @SantanuSenMP along with Shri Biswajit Deb will be visiting the bereaved families in Nagaland, tomorrow.

    The Trinamool Congress family vows to stand beside the loved ones of the victims amid such difficult times.

    — All India Trinamool Congress (@AITCofficial) December 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেনাবাহিনীর তরফে এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করা হয়েছে ৷ তারা ঘটনার তদন্তও শুরু করেছে ৷ কীভাবে বাহিনীর সদস্যরা এত ভয়ঙ্কর একটা ‘ভুল’ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ইতিমধ্যে সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই মায়ানমার সীমান্ত লাগোয়া মন জেলায় জঙ্গিদমন অভিযান চালানো হচ্ছিল ৷ যদিও সেই অভিযানে কীভাবে ‘ভুলবশত’ 13 জন সাধারণ নাগরিককে প্রাণ হারাতে হল, তার সদুত্তর এখনও মেলেনি ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ডে ‘বর্বরোচিত গণহত্যা’র প্রতিবাদে কালাদিবস পালন এনএসসিএন (আইএম)-এর

কোহিমা, 6 ডিসেম্বর : নিরাপত্তাবাহিনীর গুলিতে 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় গতকাল থেকে উত্তপ্ত নাগাল্যান্ড (Nagaland Civilian Deaths)৷ মন জেলার এই ঘটনায় গতকাল থেকেই অশান্তির খবর পাওয়া গিয়েছে ৷ আজ সেই উত্তপ্ত আবহের মধ্যেই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল নাগাল্যান্ড যাচ্ছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন চারজন সাংসদ ৷ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, শান্তনু সেন, অপরূপা পোদ্দার এবং বিশ্বজিৎ দেবরা আজই মন জেলার ওটিং গ্রামে মৃতদের পরিবারগুলির সঙ্গে দেখা করবেন (five-member aitc delegation to visit Nagaland today) ৷

গতকালই নাগাল্যান্ডের এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লেখেন, "নাগাল্যান্ড থেকে যে খবর পাওয়া গিয়েছে তা উদ্বেগজনক ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ ঘটনার বিস্তারিত তদন্ত যাতে হয় সেই বিষয়টি নিশ্চিত করা উচিত ৷ যাতে নিহতরা ন্যায়বিচার পান ৷" মুখ্যমন্ত্রীর টুইটের পরই তৃণমূলের পক্ষ থেকে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের নাগাল্যান্ড যাওয়ার খবর জানানো হয় ৷ নিহতদের পরিবারগুলির সঙ্গে দেখা করা ছাড়াও গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন তৃণমূল নেতারা ৷

  • Worrisome news from #Nagaland.

    Heartfelt condolences to the bereaved families. I pray for the speedy recovery of those who were injured.

    We must ensure a thorough probe into the incident and ensure that all victims get justice!

    — Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Assam Rifles Camp Vandalized : নাগাল্যান্ডে অসম রাইফেলসের ক্যাম্পে তাণ্ডব উন্মত্ত জনতার, জারি 144 ধারা

ইতিমধ্যেই নাগাল্যান্ড সরকার মৃতদের পরিবারগুলিকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার ৷ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও আজ ওই এলাকায় যাবেন ৷ পাশাপাশি তিনি ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ ঘটনার তদন্তের জন্য উচ্চস্তরের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হবে বলে জানিয়েছে নাগাল্যান্ড সরকার ৷

  • Our Hon'ble MPs @MP_AITMC, @SushmitaDevAITC, @AparupaPoddar, @SantanuSenMP along with Shri Biswajit Deb will be visiting the bereaved families in Nagaland, tomorrow.

    The Trinamool Congress family vows to stand beside the loved ones of the victims amid such difficult times.

    — All India Trinamool Congress (@AITCofficial) December 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেনাবাহিনীর তরফে এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করা হয়েছে ৷ তারা ঘটনার তদন্তও শুরু করেছে ৷ কীভাবে বাহিনীর সদস্যরা এত ভয়ঙ্কর একটা ‘ভুল’ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ইতিমধ্যে সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই মায়ানমার সীমান্ত লাগোয়া মন জেলায় জঙ্গিদমন অভিযান চালানো হচ্ছিল ৷ যদিও সেই অভিযানে কীভাবে ‘ভুলবশত’ 13 জন সাধারণ নাগরিককে প্রাণ হারাতে হল, তার সদুত্তর এখনও মেলেনি ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ডে ‘বর্বরোচিত গণহত্যা’র প্রতিবাদে কালাদিবস পালন এনএসসিএন (আইএম)-এর

Last Updated : Dec 6, 2021, 7:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.