জুনাগড়, 4 জুলাই : গুজরাতের গির অভয়ারণ্য । চিড়িয়াখানা বা কোনও বদ্ধ জায়গায় নয়, এখানে সিংহের অবাধ ঘোরাফেরা । একেবারে প্রাকৃতিক পরিবেশে । আর এই রোমাঞ্চের টানেই বারবার ছুটে আসেন পর্যটকরা । কিন্তু সম্প্রতি উদ্বেগ বাড়ছে গিরে । শেষ 15 দিনে কমপক্ষে 5টি সিংহের মৃত্যু হয়েছে ।
ঠিক কী কারণে সিংহগুলির মৃত্যু হয়েছে, তার কারণ এখনও অজানা । মৃত সিংহগুলির শরীরের নমুনা ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সেই রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ । তবে বন আধিকারিকদের প্রাথমিক অনুমান, বাবেসিওসিস রোগের কারণেই মৃত্যু হয়েছে সিংহগুলির ।
বাবেসিওসিস কী ?
বাবেসিওসিস হল এক ধরনের প্যারাসাইট এনজ়ুটিক রোগ । ভার্টিব্রেট এরিথ্রোসাইটসে প্রোটোজ়োয়ান বাবেসিয়া প্রজাতির প্যারাসাইটের সংক্রমণের ফলে এই রোগ হয় । বাবেসিওসিস এমন একটি সংক্রমক রোগ, যা গৃহপালিত এবং বন্য উভয় ধরনের জীব-জন্তুদেরই সংক্রমিত করতে পারে । তবে মানবদেহে বাবেসিওসিসের সংক্রমণ বিরল ।
বাবেসিওসিসের কারণে যে সিংহগুলির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তার বেশিরভাগই মোচ রেভিনিউ এলাকা থেকে । এখানে কৃষকরা তাঁদের গবাদি পশু চারণ করাতে নিয়ে আসেন । অনুমান করা হচ্ছে, সেখান থেকে কোনও গবাদি পশুগুলি খেয়ে ফেলেছিল কোনও এক সিংহ এবং তারপরই সংক্রমণ ছড়িয়ে পড়েছে । গতবছরেও গিরের প্রায় 20টি সিংহ বাবেসিওসিসের সংক্রমণে মারা গিয়েছে ।
আরও পড়ুন : তামিলনাড়ুর চিড়িয়াখানায় 4টি সিংহ ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত
এর আগে 2018 সালে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসের (সিডিভি) সংক্রমণে গিরের ডালখানিয়া রেঞ্জে 30টির বেশি সিংহের মৃত্যু হয়েছিল । জামওয়ালা অ্যানিম্যাল কেয়ার সেন্টারে দিল্লি ও উত্তরপ্রদেশের একাধিক বিশিষ্ট পশু চিকিৎসকের মিলিত চেষ্টায় 31টি সিংহকে সুস্থ করে তোলা হয়েছিল । পরে আমেরিকা থেকে ভ্যাকসিন আনায় কেন্দ্র । বিদেশ থেকে পশু চিকিৎসকদের নিয়ে এসে গির এবং অন্য সংরক্ষিত এলাকায় প্রায় সব সিংহের টিকাকরণ করানো হয়েছিল ।