ETV Bharat / bharat

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির সংঘর্ষ, মৃত 5

দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । আহত কমপক্ষে পাঁচ জন ।

author img

By

Published : Feb 16, 2021, 10:00 AM IST

Updated : Feb 16, 2021, 11:47 AM IST

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

মুম্বই, 16 ফেব্রুয়ারি : মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা । মহারাষ্ট্রের খোপলি এলাকায় মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির একসঙ্গে সংঘর্ষ হয় । শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । আহত কমপক্ষে পাঁচ জন ।

আজ ভোরে একটি ট্রাক দুটি গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে । ট্রাকটির গতি এতটাই বেশি ছিল, যে সেটি অন্য একটি মালবাহী গাড়িতে গিয়েও ধাক্কা মারে । দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন নভি মুম্বই পৌরনিগমের এক পশু চিকিৎসক, নাম বৈভব ঝাঁজরে এবং তাঁর মা, স্ত্রী ও মেয়ে । তিনি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন ।

আরও পড়ুন : মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, মৃত 4

খোপলি এলাকায় খালাপুর টোল প্লাজ়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্রাকটির গতি অত্যাধিক থাকার কারণেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই থেকেই দুর্ঘটনা । দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

মুম্বই, 16 ফেব্রুয়ারি : মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা । মহারাষ্ট্রের খোপলি এলাকায় মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির একসঙ্গে সংঘর্ষ হয় । শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । আহত কমপক্ষে পাঁচ জন ।

আজ ভোরে একটি ট্রাক দুটি গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে । ট্রাকটির গতি এতটাই বেশি ছিল, যে সেটি অন্য একটি মালবাহী গাড়িতে গিয়েও ধাক্কা মারে । দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন নভি মুম্বই পৌরনিগমের এক পশু চিকিৎসক, নাম বৈভব ঝাঁজরে এবং তাঁর মা, স্ত্রী ও মেয়ে । তিনি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন ।

আরও পড়ুন : মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, মৃত 4

খোপলি এলাকায় খালাপুর টোল প্লাজ়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্রাকটির গতি অত্যাধিক থাকার কারণেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই থেকেই দুর্ঘটনা । দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

Last Updated : Feb 16, 2021, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.