কাংপোকপি (মণিপুর), 13 অক্টোবর : মণিপুরে স্থানীয় কুকি জঙ্গি সংগঠনের হামলায় 5 গ্রামবাসীর মৃত্যু হল ৷ মঙ্গলবার মণিপুরের কাংপোকপি জেলার বি গামনম গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ গত 10 অক্টোবর অসম রাইফেলের স্পেয়ার কর্প বাহিনী এবং ভারতীয় সেনার যৌথ অভিযানে 4 জঙ্গির মৃত্যু হয় ৷ তাদের মধ্যে 2 জঙ্গির শেষকৃত্যে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা ৷ অভিযোগ, তখনই শ্মশানে উপস্থিত ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ ঘটনাস্থলেই 5 জনের মৃত্যুর হয় ৷
মণিপুর পুলিশের আইজিপি লুংসেইহ কিপজেন জানিয়েছেন, জঙ্গিদের গুলিতে মৃত 5 জনের মধ্যে 3 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ বাকি দু’জনের দেহ পুলিশ এখনও খুঁজে পায়নি ৷ ওই এলাকায় ইম্ফল পূর্বের পুলিশের কমান্ডো বাহিনী, স্পেশাল কমান্ডো, থৌবল পুলিশ কমান্ডো এবং 16 অসম রাইফেলের বাহিনী যৌথ অভিযানে নেমেছে ৷ এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মণিপুরের জোন থ্রি আইপিজি লুংসেইহ কিপজেন এবং ইম্ফল পূর্বের পুলিশ সুপার এন হিরোজিত ৷ তাঁরা বিশাল বাহিনী নিয়ে বি গামনম গ্রাম ঘিরে ফেলে অভিযান চালায় ৷
আরও পড়ুন : Modi on Afghanistan : সন্ত্রাসের আঁতুড়ঘর হওয়া থেকে আফগানিস্তানকে রক্ষা করতে হবে, বার্তা মোদির
মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত 5 জনই বি গামনম গ্রামের উপত্যকা এলাকার বাসিন্দা ৷ প্রসঙ্গত, গত 9 অক্টোবর অসম রাইফেলের নিরাপত্তা বাহিনীর স্পেয়ার কর্প এবং ভারতীয় সেনা যৌথ অভিযান চালায় কাংপোকপি জেলায় ৷ গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী ৷ এরপর 10 অক্টোবর থেকে দু’তরফে গুলিযুদ্ধ শুরু হয় ৷ সেই অভিযানে মণিপুরের হিনগোজাং গ্রামে 4 জঙ্গিকে নিকেশ করে বাহিনী ৷
আরও পড়ুন : Anti-militancy operations : সেনা অভিযানে উপত্যকায় 30 ঘণ্টায় নিহত 7 জঙ্গি, শহিদ 5 জওয়ান