ইম্ফল, 3 সেপ্টেম্বর: বিহারের প্রতিশোধ উত্তর-পূর্বে ! মণিপুরে (Manipur) নীতীশ কুমারের (Nitish Kumar) সংযুক্ত জনতা দলকে (JDU) বড় ধাক্কা দিল বিজেপি (BJP) ৷ জেডিইউ ছেড়ে পাঁচ বিধায়ক যোগ দিলেন বিজেপি-তে (JDU MLAs Join BJP) ৷ এর আগে অরুণাচলপ্রদেশেও (Arunachal Pradesh) জেডিইউ-এর একমাত্র বিধায়ক পদ্ম শিবিরে নাম লেখান ৷ মণিপুরে (Manipur Politics) দলবদলের এই ঘটনাটি ঘটে শুক্রবার ৷ মণিপুর বিধানসভার সচিবালয়ের (Manipur Legislative Assembly Secretariat) তরফ থেকে বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে ৷
ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, আগামী দিনে উত্তর-পূর্ব ভারতে একাধিপত্য কায়েম করতে চায় বিজেপি ৷ অথচ, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস-সহ আঞ্চলিক দলগুলি ভারতের এই অংশে ক্ষমতা বিস্তার করতে আগ্রহী ৷ জেডিইউ-ও তার ব্যতিক্রম নয় ৷ কয়েকটি ক্ষেত্রে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে বাম এবং কংগ্রেসও ৷ কিন্তু, বাস্তব পরিস্থিতি বলছে, অন্য়ান্য রাজ্যের কোনও আঞ্চলিক দল, বা বামফ্রন্ট কিংবা কংগ্রেসের পক্ষে একা উত্তর-পূর্বে ক্ষমতা দখল করা এই মুহূর্তে কার্যত অসম্ভব ৷ কিন্তু, বিজেপি যদি স্থানীয় দলগুলির সঙ্গে সমঝোতা করতে পারে, তাহলে তারা বাড়তি রাজনৈতিক সুবিধা পাবে ৷ কারণ, প্রথমত, এখন কেন্দ্রের প্রধান শাসকদল তারা ৷ দ্বিতীয়ত, উত্তর-পূর্বের একাধিক রাজ্য-সহ দেশের নানা অংশে বিজেপি-র সরকার ক্ষমতায় রয়েছে ৷
আরও পড়ুন: মণিপুর দিয়ে অভিযান শুরু, আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা তৃণমূলের
এই প্রেক্ষাপটে সম্প্রতি বিহারে এনডিএ-র সঙ্গ ত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ ফলে মহাারাষ্ট্র পুর্নদখলের রেশ কাটতে না কাটতেই বিহার গেরুয়া শিবিরের হাতছাড়া হয়েছে ৷ এই অবস্থায় উত্তর-পূর্বের একাধিক রাজ্য থেকে জেডিইউ বিধায়কদের বিজেপি-তে যোগদান নীতীশ কুমারের চাপ বাড়াবে ৷ কারণ, তাঁর লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন ৷ বিহারের মুখ্যমন্ত্রী পদে আটবার দায়িত্ব পেয়েছেন তিনি ৷ রাজনৈতিক মহল মনে করে উচ্চাকাঙ্ক্ষী নীতীশের পরবর্তী লক্ষ্য প্রধানমন্ত্রীর কুর্সি ৷ কিন্তু, বিহারের মহাগঠবন্ধন সরকারে থেকে তা সম্ভব নয় ।
এবার আসা যাক মণিপুরের কথায় ৷ উত্তর-পূর্বের এই রাজ্যে এত দিন সংযুক্ত জনতা দলের বিধায়ক ছিলেন সাতজন ৷ তাঁদের মধ্যে পাঁচজনই বিজেপি-তে যোগদান করেছেন ৷ তবে, সাংবিধানিক ভাষ্য অনুসারে ঘটনাটিকে বলা হচ্ছে, বিজেপিতে 'একত্রিত' (Merge) হওয়া ! বিধানসভার সচিবালয়ের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "সংবিধানের দশম তফশিল অনুসারে, জেডিইউ-এর পাঁচজন বিধায়ক বিজেপি-তে একত্রিত হয়েছেন ৷ মণিপুর বিধানসভার অধ্যক্ষ তাঁদের এই সিদ্ধান্তকে সানন্দে গ্রহণ করছেন ৷"
দলবদলুদের তালিকায় রয়েছেন, জয়কিশন সিং, গুরসাংলুর সানাতে, মহম্মদ আচবউদ্দিন, থাংজাম অরুণকুমার এবং এলএম খাউতে ৷ প্রসঙ্গত, মণিপুর বিধানসভার মোট আসন সংখ্য়া 60 ৷ এর মধ্যে এত দিন বিজেপি-র দখলে ছিল 32টি আসন ৷ গত 10 মার্চ উত্তর-পূর্বের এই রাজ্যে ভোটের ফল ঘোষিত হয় ৷ এবার সেখানে বিজেপি বিধায়কের সংখ্য়া বেড়ে হল 37 ৷ উল্লেখ্য, এর আগে গত 25 অগস্ট অরুণাচলপ্রদেশের একমাত্র জেডিইউ বিধায়কও বিজেপি-তে যোগ দেন ৷